সবাই টেকটিউনসে আসে কিছু জানার জন্য এবং কিছু শেখার জন্য

সবাই টেকটিউনসে আসে কিছু জানার জন্য এবং কিছু শেখার জন্য। আমিও এর ব্যতিক্রম নই। আমার কম্পিউটারে একটা ফোল্ডারে ওপেন করলে নিচের ছবির মত ম্যাসেজ আসে। এটা ক্লোজ করলে স্কিন একেবারে নীল হয়ে যায়। ৫ সেকেন্ড পরে আবার সাধারণ ডেস্কটপ চলে আসে আমি এখন কি করব ? যারা অভিজ্ঞ তারা অবশ্যই সমাধান দিবেন। আপনারা সমাধান না দিলে নতুনরা কিভাবে জানবে।

আরেকটি সমস্যা কোন ড্রাইভ ওপেন করতে গেলে সরাসরি ওপেন হয়না । ওপেন উইথ আসে। পরে এটাকে ইন্টারনেট এক্সপোলার দিয়ে ওপেন হয়। এটাই বা কিভাবে সমাধান করব?

uu

অভিজ্ঞরা দয়াকরে অবশ্যই সমাধান দিবেন আশাকরি।

Level 0

আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not Allow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

pen drive ar solve:
ইন্টারনেটে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হই। এমনিভাবে অনেককেই ডিক্স নাইট নিয়ে ঝামেলা পেহাতে হয়। ইন্টারনেট থেকে সয়ংক্রিয়ভাবে ফ্লাশ ডিক্সে এটি প্রতিস্থাপন হয় এবং পরে কম্পিউটারে চলে আসে, যা সরাসরি মুছে ফেলা যায় না। কিছু কিছু এন্টিভাইরাস ডিক্স নাইটকে ভাইরাস হিসাবে ধরে থাকে। যদিও ডিক্স নাইটের প্রোগ্রামারের মতে এটি আপনার কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। ডিক্স নাইট যুক্ত ফ্লাশ ডিক্স লাগালে ডিক্স নাইট সয়ংক্রিয়ভাবে চালু হয় এবং কোন প্রোগ্রাম চালু খুলতে গেলে অনুমতি চাই, অনুমতি না পেলে উক্ত প্রোগ্রাম বন্ধ করে দেয়। এভাবে প্রোগ্রাম বন্ধ হওয়া বেশ বিরক্তিকর। আপনি চাইলে ডিক্স নাইট স্থায়ীভাবে বন্ধ করতে পারেন। এজন্য নোটপ্যাডে নিচের কোড লিখে Delete.bat নামে সেভ করুন (আপনার ফ্লাশ ডিক্সটি যে ড্রাইভ হবে F: এর পরিবর্তে উক্ত ড্রাইভ লিখুন)।
echo off
del “F:\Knight.exe” /F /Q
del “F:\autorun.inf” /F /Q
pause
এবার Delete.bat ফাইলটি চালু করে যেকোন কী চাপলে বন্ধ হবে। এখন রানে গিয়ে msconfig লিখে ওকে করুন। এখানে স্টার্টআপ ট্যাব থেকে নাইট আনচেক করে ওকে করুন। এরপর থেকে ডিক্স নাইট আর আপনাকে বিরক্ত করবে না।

    সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার পাশে দাড়ানোর জন্য । কিন্তু ভাই সমস্যাটা সমাধান এর পরেও হল না । এখন কি করব ?
    আর আমার ২য় সমস্যাটার জন্যই বা কি করব ? প্লিজ ভাই একটু সাহায্য করুন।

আমার ও এই সমসসা হয়েছিল ১ বছর আগে এখন নাই । may be বিভিন্ন formater file এক foldere বেশি রাখলে এই প্রব্লেম হয় ।

ডেস্কটপ থেকে My Computer খুলুন, মেন্যুতে দেখুন Tools > Folder Options > File Types. এখানে তালিকায় দ্বিতীয় স্থানেই থাকার কথা (NONE) Drive, এবারে নিচেই Advanced বোতামে ক্লিক করে ডায়ালগ বক্স খুলুন, ওখানে দেখবেন New, তাতে লিখবেন open, আর তার নিচে দেখবেন Application used to perform action: এইখানে লিখুন explorer.exe >> আশাকরি এতে আপনার Open With সমস্যাটি দূর হতে পারে।

explorer.exe ফাইলটাই গোলযোগ করছে, মনে হয় corrupt হয়েছে ওটা। আমারও অনেকদিন আগে এটা হয়েছিল, আমি হাতুড়ে বিদ্যা ফলিয়েছিলাম তখন। অন্য আরেকটি কম্প্যুটার থেকে explorer.exe কপি করে এনে আমার কম্প্যুটারের explorer.exe ফাইলের উপরেই overwrite করে দিয়েছিলাম, তাতেই সমস্যা চলে গিয়েছিল আমার। আপনার ক্ষেত্রে এটা কাজে লাগবে কিনা আমি বলতে পারছিনা।

অন্যথায় এটা করে দেখুন – Start > Run > টাইপ করুন SFC.EXE /SCANNOW এতে করে উইন্ডোজের সমস্ত ফাইল চেকিং শুরু হবে, যদি কোনো ফাইল ইনস্টলের পরে corrupt/change হয়ে থাকে তাহলে পূর্বের ফাইল restore করার চেষ্টা করবে। এর জন্য সিডি ড্রাইভে আগেই উইন্ডোজ সিডি দিয়ে রাখতে হবে।

আপনার দ্বিতীয় সমস্যার সমাধান কি হয়েছে? মানে, explorer.exe আপনার ঠিক না থাকলেও, open with সমস্যাটা কি গিয়েছে এখন?