হেল্প পিলিজ : কম্পিউটার অটোমেটিক শার্টডাউন অতঃপর অটোমেটিক সিপিইউ অন হয় কিন্তু মনিটরে ছবি আসে না ।

ভাইলোগ শুধু বিপদে না মহাবিপদে আছে । আমার কম্পিউটার কিছুক্ষন পর পর অটোমেটিক শার্টডাউন নেওয়া শুরু করছে । কিছুই বুঝি না । শার্টডাউন হওয়ার পর রিস্টার্ট হয় মানে সিপিইউ চালু হয় কিন্তু মনিটরে কিচ্ছু আসে না । আমার ইউপিএস অফ করতে হয় । তারপর কিবোর্ডের লাইটা আবার নতুন করে লাগিয়ে ইউপিএস অন করে স্টার্ট দিলে আবার ঠিক হয় । আবার কিছুক্ষন পর অটোমেটিক শার্টডাউন অতপর একি পদ্ধতিতে আবার কম্পিউটার অন করতে হয় । মাঝে মাঝে আবার অনেকক্ষন শার্টডাউন হয় না । স্বাভাবিক চলে । আবার হঠাৎ এ সমস্যা দেখা দেয় ।
কি করব না কিছুই বুঝতে পারছি না ।
হেল্প করলে খুব উপকার হবে ।

Level 0

আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

porasuna korci...........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

পাওয়ার বক্সটা পরিবর্তন করে দেখুন। না হয় মাদারবোর্ড টেস্ট করতে হবে।