আমি তো শেষ ………….. …আপনারা আমাকে বাচান!!!

ভাই আমি কিছু দিন আগে ইন্টারনেট থেকে ড্রাইভ লক করার একটা টিপস দেখে সেটা এপ্লাই করি।

আমি আমার অডিও গানের ড্রাইভের প্রাপারটিজ এ গিয়ে সিকিউরিটি অপশনে কি কি যেন পরিবর্তন করছিলাম। তার দুই দিন পর আমি এক্স পি সেটাপ দেই। এখন আমি ঐ ড্রাইভের কোন কিছু ডিলেট করতে পারি না। মুভ ও হয়না। গান শুনতে পারি।

আমি যে ব্লগ সাইট থেকে ঐ টিপসটা দেখে ছিলাম তা হল http://prothom-aloblog.com/users/base/runopu/22

প্লিজ আমাকে একটু হেল্প করুন........................... আমি জানি আপনারা পারবেন.

প্লিজ
প্লিজ
প্লিজ
প্লিজ
প্লিজ

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Sohel vai… gatunatu dekhcy jotil………. vaider ekto vabteden…………………. asarakhi problem solve hoyejabe….

খাইছে ঘটনাটা শুইন্না তো আমিও শেষ

আপনি যে ড্রাইভ লক করেছেন সেটা NTFS ড্রাইভ। NTFS ড্রাইভ বিশেষ সিকিউরিটি সুবিধা দেয়। আমিও এ সমস্যায় আপনার মতো পড়েছিলাম বছর খানেক আগে। এর কারণ যা বুঝেছিলাম সেটা হলো ওএস, ইউজার এবং পাসওয়ার্ড। লক করার সময় যেই ইউজার ছিল সেটা তো লাগবেই এবং সাথে লাগবে সেই পুরানো ওএস যা আপনি নতুন করে সেটআপ দিয়ে মুছে ফেলেছেন। আমি এরপর ফাইলগুলো কপি করে অন্য ড্রাইভে রেখে এই NTFS ড্রাইভটির পার্টিশন ভেঙে নতুন করে আবার তৈরি। এভাবেই সে বেলায় মুক্তি পেয়েছিলাম। যতক্ষন না কেউ সহজ সমাধান দেয় সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছূই করার নেই।

আপনাকে একটি সফটওয়্যার দিচ্ছি DiskInternals NTFS Reader 2.0 (size: 594KB), এইটা ডাউনলোড করে ইনস্টল করে প্রোগ্রামটা চালাবেন, এক্সপ্লোরারের মতোই উপায়ে আপনার কাঙ্খিত ফোল্ডারে গিয়ে ডেটা মুভ/ডিলিট করতে পারবেন আশাকরি। এটা দিয়ে কাজ হয় কিনা জানাবেন অবশ্যই। আমিও এইরকম ড্রাইভ লকের অবস্থায় পড়েছিলাম, তবে সেটা ভাইরাসের কারনে, তখন সম্পূর্ণ My Documents লক হয়ে গিয়েছিলো, এইটা দিয়ে সব ফেরত পেয়েছিলাম। আপনি একটি একটি ফাইল ধরে সেভ করতে পারেন (অন্য ড্রাইভে সেভ করবেন), নইলে সব ফাইল একবারে মুভ করাতে পারেন।

ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?zwgmizyzi1m

    Apu akta file zip kore lock korchi kintu pass mone nai.help

    বিভিন্ন আনলকার সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন, তবে আমার মনে হয়না তেমন কাজ হয় ওইসবে। জিপ পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা! এছাড়া, Encryption (128/256 bit) breaking জানলে পারবেন, নইলে কাহিনী খতম।

    আপু কোন কাজ তো হলো না। আপনি যে সফটওয়্যারটা দিছেন এটা দিয়ে ঐ ড্রাইভের যে কোন ফোল্ডারকে অন্য কোন ড্রাইভে নেয়া যায়। কিন্তু আমার একটিই মাত্র সমস্যা। আর তা হল ঐ ড্রাইভটা থেকে কোন কিছু ডিলিট করা যায় না। ঐ ড্রাইভে আমি যে কোন কিছু কপিও করতে পারি। কিন্তু ডিলিট হয়না। যা লেখা আসে তার একটা স্কিন সট আপনাকে মেইল করে দিয়েছি।

    ডিলিট হয়না, এই তো সমস্যা এখন? ফোল্ডার এবং ফাইলগুলিকে অনত্র সরানো হয়ে গেলে এবারে Start > Programs > Administrative Tools মেনু’তে গিয়ে Computer Management > Disk Management এইখানে গিয়ে ওই ড্রাইভ ফরম্যাট করে ফেলুন। অসুবিধা হলে ওই ড্রাইভ/পার্টিশান আগে ডিলিট করে নিন? ডিলিট হয়ে গেলে সেখানে Unpartitioned space দেখতে পাবেন, সেখানে নিউ পার্টিশান করে নিন।

    এইটা করতে হলে উইন্ডোজ এক্সপি’র ভিতরে থেকেই করতে হবে। যদি দেখেন যে drive access error দেখাচ্ছে, সেক্ষেত্রে আরেকবার উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে সেটআপে ঢুকে পার্টিশান ইনফরমেশান পর্যন্ত যাবেন, সেখানে এই ড্রাইভ ডিলিট করে নেবেন এবং নতুন পার্টিশান করে নিতে পারবেন, পরে আর সেটআপে এগোবেন না। এর পরে আবার উইন্ডোজে ঢুকে এই পার্টিশান ফরম্যাট করে নেবেন।

    আমিও পার্টিশন ব্রেক করার কথা বলেছি