Adsense এ apply করতে পারছি না

আমি আমার ব্লগের জন্য adsense এ apply করেছিলাম (http://www.khaledsohag.blogspot.com)।কিন্তু adsense থেকে আমাকে জানানো হয়েছে page type যথার্থ নয়।আমি জানতে চাই page type বলতে adsense আসলে কি বোঝায় এবং সঠিক page type কেমন হওয়া উচিত ? আমার এই account এ আরো একটি ব্লগ রয়েছে । আমি ঐ ব্লগের জন্যও adsense এ apply করতে পারছি না ,করতে গেলে disable লেখা বার্তা আসে।একবার কোন আবেদন adsense ফিরিয়ে দিলে পুনরায় ঐ একই account থেকে কি আবেদন করা যায় না ? যদি যায় তাহলে সেটা কিভাবে? আমার মনে হয় আমার মতো আরো অনেকে adsense  এর এই বিষয়গুলো সমন্ধে জানতে চায়।

তাই আমি টেকটিউনের অভিজ্ঞ বন্ধুদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

page Type এর ব্যাপারটা আসলে আপনার আবেদন প্রত্যাখান করার বাহানা।আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি ব্লগের বয়সটা একটা বিশাল ব্যাপার।আপনি এক কাজ করেন একটা ব্লগসাইট খুলে তারপর অন্তত ১ মাস ২০ টার মত পোস্ট দিন তারপর আবেদন করুন দেখবেন সরাসরি অ্যাপ্রুভ পেয়ে যাবেন।আর এক ইমেল এড্রেস থেকে কোন একবার রিজেক্ট হলে ওইটা দিয়ে আর করা যায়না নতুন ইমেল এড্রেস দিয়ে করতে হবে।আর রিজেক্ট হওয়া মেইল এড্রেসে যদি আরও ব্লগসাইট থাকে তাহলে ওই সাইটগুলোর জন্য এডসেন্স সাইট হতে সরাসরি আবেদন করুন।

কমেন্টস এবং টিউনের মাধ্যমে টেকটিউনসে আপনার নিয়মিত অংশগ্রহণ চাই্।আশা করি আপনি আমাদের সাথে থাকবেন।

আমারও মনে হয় যে এটা প্রত্যাখান করার এটাএকটা বাহানা।একটা না একটা কারন adsesne দেখায়ই,তারপরও যদি page type এর বিষয়টা বুঝিয়ে বলতেন তাহলে আমি হয়তো ভুলটা সংশোধন করে নিতাম।আমার আর একটা ব্লগ আছে যার বয়স এক মাসের বেশী,সেটিতে এখনো adsense এর জন্য apply করি নাই।করার সাহসও পাচ্ছি না। আমি ব্লগের template customize করতে চাই ,কিন্তু customize করার সময় warnings:your new template dose not includes the following widgets লেখা আসে,তারপরও আমি keep widgets নির্বাচন করে widgets গুলো রেখে দিই।এটা কি adsense পেতে সমস্যা করবে?

    সাধারনত ব্লগস্পটের দেওয়া থিমগুলো ছাড়া অন্য থীম সিলেক্ট করলেই এটা বেশী দেখায়।আর warnings:your new template dose not includes the following widgets এইটা কোন সমস্যাই না আপনি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারেন Widgets গুলো।এটার সাথে এ্যাডসেন্স এর কোন সম্পর্ক নেই।

    ধন্যবাদ বৈধ:) মামুন ভাই। আসলেই আপনি বৈধ কথা বলছেন। আমিও বিষয়টি নিয়ে সমস্যায় ছিলাম। আসেল আমার একটি এডসেন্স একাউন্ট ছিল। কিন্তু, কি আর করার গুগলের বাহানা ইনএকটিভ ক্লিক কারনে ব্যান্ড করে দিছে।

    আপনার তথ্যের জন্য ধন্যবাদ।

মামুন ভাই আপনাকে ধন্যবাদ। আমি টেকটিউনের সাথে সবসময়ই ছিলাম এবং আছি ।কিছু টিউনও লিখেছি । আসলে টেকটিউনের মানের সাথে যায় এমন টিউন পেলেই কেবল টিউন করি।

    @খালেদ ভাই, আপনি যখন ব্লগ এর জন্য টেম্প্লেট পরিবর্তন করবেন,, তখন warnings: your new template dose not includes the following widgets- এই বার্তাটি দেখাবেই। করান ব্লগার আপনার কাছে widgets গুলো সংরক্ষন করা বা ডিলিট করার জন্য অনুমতি চাচ্ছে। এ ক্ষেত্রে মামুন ভাই এর কথার সাথে আমি আর একটু সংযুক্তি দিচ্ছি- আমি ব্লগারের যদি HTML/JAVASCRIPT widget টি ব্যবহার করে যদি কোন এডসেন্স এর এ্যাড প্রদর্শন করায় থাকেন। তবে, আপনি যখন টেম্প্লেট পরিবর্তন করবেন তখন warnings: your new template dose not includes the following widgets দেখানোর সময় keep/save widgets অপশনটি নির্বাচন করতে পারেন। এতে আপনার HTML/JAVASCRIPT widget এ প্রদর্শন করা এ্যাডটি প্রদর্শিত থাকবে। তা নাহলে, আপনাকে আবার এডসেন্স একাউন্টে লগ-ইন করে সেই কোড নিতে হবে। তখন হয়তো বা আপনার মনেই থাকবে না যে, কোন এ্যাড কোডটি আপনি ব্যবহার করেছিলেন। আপনার যদি মনে থাকে তবে ডিলেট করতে পারেন। না থাকলে, keep/save widgets……………. plz 🙂 🙂
    হ্যা হ্যা হ্যা । ধন্যবাদ……………..

মামুন ভাই এবং শাওন ভাই,আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বুঝিয়ে বলার জন্য।

আমার adsense এ account আছে।but problem হল যে আমার income হয় না ।Totally off.adress হলঃ http://www.perfectknowledge.blogspot.com and http://www.selfability.blogspot.com
adsense এর first to last কিভাবে করে তা কি একটু details যানাবেন ।

Level New

আমি যতটুকু জানি, পেজ টাইপ বলতে গুগল পেজের থীম এবং কন্টেন্ট দুইটাকেই বুঝায়।
আপনার ব্লগ ২টা দেখলাম। আমার একটা নিজস্ব মতামত হচ্ছে-ব্লগ যদি হয় এডসেন্স এ সাইন আপের জন্য,মানের ব্লগিং-এর প্রথম দিকে তাহলে শুধু ভাল এবং নিজের ইংরেজী লিখা দিন।টেম্পলেট নিয়ে কোনো ঘাটাঘাটিতে যাবে না। এইটা ভাই আরো পরের কাজ। আর কিছু লিখা কি আপনার ২ সাইটেই একইভাবে আছে? তাহলে মুছে দিন, কি দরকার? গুগল আপনার কন্টেন্টের কোয়ালিটি দেখবে। ভাল ৪/৫টি আর্টিকেলই আমার চোখে যথেষ্ঠ(কপির তুলনায় তো বটেই)।
আর এখন http://bestpctips4u.blogspot.com/ সাইটে ইউটিউব, মেসেঞ্জার,নিচের এড এসব বাদ দিয়ে এপ্লাই করুন। একটা ইমেইল একাউন্ট বা একই ব্লগ দিয়ে বারবার এল্পাই করতে বোধহয় কোন সমস্যা নেই। আমি একবার আমার একটা ব্লগ ৩বারে দিয়ে এপ্রুভ হয়েছিল,আর তা অবশ্যই আগের ২ বারের ভুল ঠিক করার পর।