একটু সাহায্য চাই-Payza এবং Paypal এ্যাকাউন্ট সম্বন্ধে

আমাকে কেউ কি একটু বলতে পারবেন Unverify Payza এবং Paypal এ্যাকাউন্টে কি টাকা পাঠানো যায়?
যদি পাঠানো যায় তাহলে  আমি কি সেই টাকা ব্যাংক থেকে তুলতে পারব?
আর যদি পাঠান না যায় তাহলে আমার করণীয় কি এবং এমন কোন সহজ উপায় কি আছে যার মাধ্যমে Payza এবং Paypal এ্যাকাউন্ট গুলো verify  করা যায়।

আশা করি আমি আপানাদের কাছে আমার প্রশ্নের সঠিক উত্তর পাবো।

Level 0

আমি soul_hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনি Unverified Payza বা Paypal অ্যাকাউন্টে ডলার নিতে পারবেন কিন্তু তা কোন ব্যাংক থেকে তুলতে পারবেন না। তুলতে গেলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। তাই ঐ ডলার ক্যাশ করতে হলে আপনাকে এরকম কারো অ্যাকাউন্টে ডলার বিক্রি করে তার কাছ থেকে ক্যাশ টাকা নিতে হবে।
আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট http://www.helpfulhub.com এ। – ধন্যবাদ।

    @Helpful Hub:
    ধন্যবাদ ভাই @Helpful Hub আমি আপনার কথা বুঝতে পেরেছি।কিন্তু আমি আরেকটি জিনিষ জানতে চাই সেইটা হচ্ছে, যেই টাকা আমার এ্যাকাউন্টে জমা হবে সেই টাকা দিয়ে কি আমার এ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে?

      Level New

      @soul_hacker: Paypal এর ব্যাপারে কিছু বলতে পারছি না কারণ এটি বাংলাদেশে সাপোর্ট করে না। তাই বৈধ পদ্ধতিতে বাংলাদেশে ভেরিফাই করার কোন উপায় আমার জানা নেই। আর Payza একাউন্ট ভেরিফাই করা যায়। ৬-১০ ডলার দিয়ে VCC কার্ড দিয়ে সহজে ভেরিফাই করা যায়। আরেকটি পদ্ধতিতে ভেরিফাই করতে কিছুটা সময় লাগে যেমনঃ bank statement, ID, Utility bill copy ইত্যাদি সাবমিট করতে হয়। https://www.techtunes.io/freelancing/tune-id/146888 এখানে বিস্তারিত দেখতে পাবেন। – ধন্যবাদ।

        @Helpful Hub: ধন্যবাদ ভাই। 🙂