3Dmax করার জন্য ভালো মানের ডেক্সটপ কিনব, অভিজ্ঞদের কাছ থেকে জরুরী পরামর্শ চাই

আর্কিটেকচারের স্টুডেন্ট হওয়াতে ভালো মানের ডেক্সটপ আমার জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে । এই সাবজেক্টে ভর্তি হওয়ার সময় আমার সাথে ছিল dell vostro 1015 ল্যাপটপ । এই মান্ধাতা আমলের যন্ত্র দিয়ে আর কাজ চলছে না । তাছাড়া এখনকার বড় বড় গ্রাফিক্স সফটওয়্যার গুলো মিনিমাম ১জিবি পর্যন্ত গ্রাফিক্স চাচ্ছে । সব কিছু চিন্তা করেই জরুরী ভিত্তিতে একটা পিসি কেনার সিদ্ধান্ত নিলাম । আর এতো টাকা দিয়ে একটা জিনিস কিনব আর টার জন্য তো পরামর্শ দরকার , আর সেই পরামর্শের জন্য একমাত্র নির্ভর যোগ্য জায়গা হল টেকটিউন । আশা করব ভালো পরামর্শ পাব ।

আমার বাজেট ৫০, ০০০ /-. দোকানদার ভাইয়া আমাকে AMD A8-6600K Richland 3.9GHz Socket FM2 100W Quad-Core Desktop Processor - Black Edition AMD Radeon HD 8570D AD660KWOHLBOX (http://www.newegg.com/Product/Product.aspx?Item=N82E16819113333) এইটা কেনার জন্য সাজেস্ট করল । কিন্তু নেটে দেখলাম এইটা ddr3 , আমার তো দরকার ddr5 , সেক্ষেত্রে ভালো মডেলের কোনটা পাব ? ভালো গতির রেন্ডারের জন্য আমি কোনটার দিকে বেশি খেয়াল দিবো ? ram নাকি processor ? কোনটা কত হলে ভালো হয় ?

আশা করব টেকটিউন আমাকে হতাশ করবেনা । পূর্ণ সহযোগিতার আশায় থাকলাম ।

Level 2

আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apni ram aböng processor 2 tar proti e kheal rakhte hobe

    Level 2

    @Eng_Afzal: ধন্যবাদ

Desktop কেনার জন্য এতা খুব ভাল বাজেট। যেহেতু আপনার বাজেট এ কনো সমস্যা নাই তাই আপনাকে processor এর Integrated grfx এর উপর নিরভর করার প্রয়োজন নাই। আপনি External Grfx Card বেব্যহার করতে পারবেন। আর Processor কেনার সময় Cache মেমরি খেয়াল করবেন। আর cpubenchmark check করতে ভুলবেন না।
আপনার জন্য আমার Recommend PC Configaration:
Processor: AMD FX-8320 Vishera 3.5GHz (Eight-Core, 16MB Cache)
Mother Board: GIGABYTE GA-990FXA-UD3 AM3+ AMD 990FX
Graphics-Card : Gigabyte GT640 DDR3 / Gigabyte GT630 DDR3
RAM : Corsair Vengeance 4GB Single DDR3 1600 BUS
HDD : Hitachi Or WB

Hope it will help 🙂

    Level 2

    @অবুঝ বালক: অসংখ্য ধন্যবাদ ভাই