প্লিজ হেল্প! চিটিকা ও বিটভারটাইজার বিজ্ঞাপণ এক সাথে ব্লগে চালানো যাবে কি?

আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমি প্রিয় প্রযুক্তি সাইট। টেক টিউনের নিয়মিত ভিজিটর। এখানে অনেক অভিজ্ঞ টিউনার লেখকবৃন্দ রয়েছেন। তাদের নিকট আমার একটি টেকি সমস্যা তুলে ধরছি নিম্নক্তো আলোচনাতে। আশা করি আমাকে নিরাশ করবেন না। আপনাদের নিকট হতে সমাধান পাব।

আমার সমস্যা হচ্ছে। আমার একটি ব্লগ সাইট রয়েছে সেটি মূলত বাংলাতে করা। তবে ইংরাজী বেশ কিছু পোস্ট রয়েছে। প্রতি দিনের গড় ভিটিটর প্রায় ১৩০ এর উপর। আমি আমার ব্লগে বিজ্ঞাপন সাইট যোগ করতে চাই। যেহেতু গুগল অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করেনা। সেহেতু মনে করছি আমার ব্লগে চিটিকা ও বিটভারটাইজার যোগ করব। এখানে আমার প্রশ্ন হচ্চে ব্লগ সাইটে চিটিকা ও বিটভারটাইজার কিংবা বিটভারটাইজার, চিটিকা ও ক্লিকসরস এই ৩টি সাইটর বিজ্ঞাপণ একসাথে চালানো যাবে কি?

আরেকটি ব্যাপার, বর্তমানে এরুপ অনেক বিজ্ঞপন সাইট রয়েছে যেমন- ইয়ালিক্স, ইনফোলিংকস, অ্যাডব্রাইট ইত্যাদি। এর মধ্যে হতে কোনটি সবথেকে বেশী জনপ্রিয় বা একসাথে চালানো যাবে। প্লিজ কেউ একটু সমাধান দিন।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোনো ধরণের সমস্যা নেই, আপনি চিতিকা ও বিডভারটাইজার অনায়াসেই একসাথে চালাতে পারবেন। তবে ক্লিকসর এর অ্যাড না দেওয়াই ভালো 🙂