WINDOW 7 সেটাপের ক্ষেত্রে জনদরদীদের সাহায্য চাচ্ছি

উইন্ডো ৭ সেটাপ করতে গিয়ে একটা সমস্যায় পড়ি,

সেটা হল কারো কারো ল্যাপটপে মোট একটা ড্রাইভ ভেঙ্গে ৪/৫ টা করতে চাইলে ৩টার বেশী ড্রাইভ হচ্ছে না।

অর্থাৎ ৩টা ড্রাইভ ক্রেট করার পরে "New" ওপশানটি আর আসছে না। বাকী মেমরি ড্রাইভ ছাড়াই থাকে। পরে অবশ্যই আবার সব ড্রাইভ ভেঙ্গে ৩টাই করা যায়।

এটার কারন কি আমি খুজে পাইনা। দয়া করে এব্যাপারে যদি কেউ সাহায্য করতেন। বড়ই উপকৃত হতাম।

Level 0

আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভা্লবাসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উইন্ডোজ 7 ইন্সটল করার সময়, যদি পার্টিশন ভাংগেন তাহলে প্রতিটি পার্টিশন প্রাইমারী হিসেবে তৈরি হবে। আর একটি হার্ড ডিস্ক এ তিনটি এর বেশি প্রাইমারী পার্টিশন থাকতে পারে না, এজন্য আপনি তিনটির বেশি পার্টিশন তৈরি করতে পারছেন না। আপনি সেটাপ করার সময় শুধু C ড্রাইভ টা তৈরি করুন। অন্য জায়গা গুলো Unallocated থাকবে, উইন্ডোজ সেটাপ শেষে আপনি কোন পার্টিশন ম্যানেজার বা উইন্ডোজ এর ডিফল্ট Disk Management টুলটি ব্যবহার করে যতগুলো খুশি পার্টিশন বানাতে পারবেন।

    @SK Shagar: অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই। করুন। উইন্ডোজ এর ডিফল্ট Disk Management টুলটি ব্যবহার করে যতগুলো খুশি পার্টিশন কি করা যাবে?
    আমি একটি ল্যাপটপে ৩টি ড্রাইভ থাকার পরে Disk Management এ দেখলাম, এতে প্রায় ১০০ জিবি Unallocated রয়েছে। সেখানে shrink করতে গিয়ে দেখলাম হচ্ছে না।

Level 2

তাজুল ভাই, কিছু মনে করবেন না। আমার কমেন্টসটা একটু ট্রাই করতে পারেন।
একটি ডিস্কে সর্বোচ্ছ ৮টা পর্যন্ত Primary Drive করা যায়। এর বেশি চায়লে আপনাকে Extended Option টি ব্যবহার করতে হবে। অথবা কোন Partition Tool ব্যবহার করতে পারেন। আমার লিংকগুলো দেখতে পারেন।
http://kamrulcox.blogspot.com/2012/07/blog-post_664.html
http://kamrulcox.blogspot.com/2012/07/blog-post_23.html
http://kamrulcox.blogspot.com/2012/07/blog-post_08.html
আর shrink Volume এর জন্য নিচের লিংকটি দেখতে পারেন।
http://kamrulcox.blogspot.com/2014/01/shrink-volume.html

Level 0

windows disk management tools সমস্যা করলে আপনি যে কোন পার্টিশন ম্যানেজার ইউজ করুন।

    @SK Shagar: ধন্যবাদ, সে রকম কি কোন ভাল সফট এর লিঙ্ক বা নাম আপনার জানা আছে কি।

Level 0

লিঙ্ক আছে, কিন্তু আমি টেকটিউনস এ কোন লিঙ্ক দিতে পারছিনা, দিলে বলছে Your Comment is awaiting for moderation. বুঝলামনা ঘটনা কি? আমি ডিরেক্ট লিঙ্ক দিচ্ছি, কোন এফিলিয়েট লিঙ্ক বা স্পাম নয়, কিন্তু তারপরও!!!!!!!!!

Level 0

আপনি প্যারাগন পার্টিশন ম্যানেজার অথবা মিনি টুল পার্টিশন ইউস করতে পারেন