খুব জরুরী সাহায্য চাই-(অ্যান্ড্রয়েড সংকান্ত)

ওয়ালটন পিমো এফ ৩ আই

সবাইকে ছোট সালাম। সবাই ভালো আছেন আশা করছি। কিন্তু আমি ভালো নাই। কারণ একটি
>>>

কয়েকদিন আগে আমি ওয়ালটন পিমো এফ ৩ আই ফোন টি কিনি। কিন্তু কোন ভাবেই CWM Recovery দিতে পারছিলাম না। অনেক খোজা খুজির পর মোবাইল আঙ্গেল দিয়ে CWM Recovery একটি পোষ্ট দেখে করতে গিয়ে খেলাম পুরা বাশঁ। ভাই ৫ দিনে আগের ঘটনা এখন পর্যন্ত কোন ভাবেই Recovery (ভলি+হোম+পাওয়ার) মোডে যেতে পারছি না। সরাসরী ফোন অন হয়ে যাচ্ছে। খুবই বিরক্ত ও বিশাল সমস্যা। অনেক কিছু টাই করেছি ভাই কোন ভাবেই ফল পাচ্ছি না। আমি আশা নয় বিশ্বাস করবো কেউ না কেউ আমাকে অবশ্যই সাহায্য করবেন। অ্যান্ড্রয়েড এর নতুন ইউজার হওয়াতে আমার মনে হয় এই সমস্যা হয়েছে। আবার বলছি ভাই একটু সময় দিয়ে যদি সমাধান বলতেন তবে খুব উপকৃত হতাম।

সাবাইকে ধন্যবাদ।

Level 0

আমি টাইপ মাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

via apni driver download korchen ki, aits driver er prb.

ভাই আমি নতুন তো তাই বুঝতে পারছি না কোন?? ড্রাইভার কি লিখে সার্চ দিবো আরে এক বার বলুন দয়া করে।