জরুরী এন্ড্রয়েড হেল্প দরকার !!!!! (মেসেজিং এপস প্রসঙ্গে)

আমি আমার স্যামস্যাং গ্যালাক্সী এস ৪ এ হোয়াটস এপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার নিয়মিত ব্যাবহার করি। কিন্তু গতকাল ঢাকা থেকে ফরিদপুর যাবার পর এখন কোনটাই কাজ করছে না। আমি মোবাইলে ফেসবুক চালাতে পারছি, কিন্তু ফেসবুক মেসেঞ্জার কাজ করেনা, ব্রাঊজিং করতে পারছি, নেট কানেকশন ঠিক আছে, অনেক বার ডাটা এনাবল/ ডিজ্যাবল করেছি, ফোন রিবুট করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা।

কেউ একটু হেল্পান, এইগুলা ছাড়া আমার দুনিয়া অন্ধকার :#( :#( :#( 😥 😥

Level 0

আমি fahimd5। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হোয়াটস এপ, ভাইবার ও কাজ করছেনা। মানে মেসেজ যাচ্ছেনা, পাচ্ছেও না।
হোয়াটস এপ আন ইন্সটল করে ইন্সটল করেছি, কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই করতে গেলে হচ্ছে না, বলে নেট কানেকশন পাচ্ছে না, মোবাইল রিবুট করো। কই যাবো 🙁