সাহায্য দরকার :: ওয়েব পেইজের জন্য ফেইসবুকের মাধ্যমে লগইন সিস্টেম বা রেজিস্ট্রেশন পদ্ধতি

টিউনার বন্ধুরা,

আমার একটা ডোমেইন আছে http://www.corporateworkbd.com। ফেইসবুক পেইজও আছে http://www.facebook.com/CorporateWork। সাথে একটা FB Apps "My Test App" বানিয়েছি টেস্ট করার জন্য লগিন টেস্ট করার জন্য। উপরের দুটোই আমি টেস্টিং কাজে ব্যবহার করি। কিন্তু একটা জিনিস পারছি না বলেই আপনাদের দারস্ত হয়েছি। সাহায্য করুন। কেউ পেমেন্ট চাইলে তাও দিতে পারি।

আমি যা করতে চাই-
ধরুন আমার ওয়েবে (www.corporateworkbd.com) কেউ যদি প্রবেশ করে, তাহলে প্রথমেই আমার index.php পেইজ চেক করবে আপনি ঐ একই ব্রাউজারে -
ক) ফেইসবুকে লগইন করা আছে কিনা (মানে আপনার ফেইসবুক পেইজ উইন্ডো ওপেন আছে)
খ) ফেইসবুক পেইজ উইন্ডো ওপেন করা নাই, কিন্তু ব্রাউজারে ফেইসবুক লগইন স্ট্যাটাস/সেশন সেইভ করা আছে কিনা
(ফেইসবুকের নিজস্ব জাভা/পিএইচপি কোড আছে এইটা নিয়ে, যা আমার বোঝার সাধ্যের বাইরে, মানে আমি পারি নাই)
গ) উপরের 'ক' বা 'খ' কোনোটাই করা নাই, তাহলে index.php পেইজে লিখা কোড রিডাইরেক্ট করে ফেইসবুক লগিন উইন্ডো নিয়ে আসবে এবং লগিন শেষে আগের পেইজে ফিরে যাবে।

পেইজে লিখা কোড এই অবস্থায় আপনার আইডি সেশন থেকে fetch করবে। যেহেতু লগিন সিস্টেম FB Apps ছাড়া করা যায় না (আমি এটাই
জানি), তাই আমার ঐ এপস "My Test App"-এর পারমিশন উইন্ডো আসবে। এখন যদি আপনি পারমিশন দেন, মানে OK করেন, তাহলে ঐ কোড আপনার ফেইসবুক আইডি/ইউজার নেইম, ফেইসবুকে দেয়া নাম, ইমেইল, প্রোফাইল লিংক, প্রোফাইল আইডি আমাকে এক্সেস করতে দেয়। অর্থাৎ ধরে নিন আপনার একটা ভেরিফাইড রেজিস্ট্রেশন অটোমেটিক হয়ে গেল আমার ওয়েব পেইজের জন্য।

এখন আমি আপনার ফেইসবুক ইউজার নেইম বা প্রোফাইল আইডি জানি। কিন্তু আমি এটা জানি না যে আপনি আমার ফেইসবুক পেইজ CorporateWork তে লাইক করেছেন কি না। যতদূর আমি জানি, এপস "My Test App"-তে পারমিশন দেয়া আর পেইজ লাইক করা বিষয়টা এক নয়। যদি পেইজ লাইক করা না থাকে তাহলে একটা লাইক বক্স বা লাইক উইন্ডো আসবে এবং লাইক করলেই আপনি আমার ওয়েবসাইটে ঢুকতে পারবেন। আর না হলে নয়।

পরবর্তীতে আবার কেউ যদি ঢুকে তাহলে সে আমার ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারবে কারণ রেজিস্ট্রেশন অটোমেটিক এবং লাইক করা আছে।

কারো উপায় জানা থাকলে শেয়ার করুন।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কোন ব্যাপার হলো ? খুব সহজ ১ টা জিনিস…!

    ভাই ব্যাপার হলে তো আর টিউন করতাম না। আপনি পারলে সমাধান করে দিন। আর যদি পেমেন্ট করতে হয় তাও বলুন।