সাহায্য চাই সাহায্য চাই সাহায্য চাই

আসসালামু আলা্ইকুম ,কেমন আসেন সবাই অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস এ একটা টিউন করবো কিন্তু সময়ের অভাবে আর টিউন করা হয়ে ওঠে নি। তাই আজ নিজেকে আর না সামলাতে পেরে টিউন লিখতে বসেই গেলাম। আমি walton premo d2 set use করি । local host ফাইলের যা ছিল ভূল করে সব dellet কিরে দিয়েছি এখন আমার সেট আর অন হচেছনা ।
বারবার অন হতে গিয়ে আবার অফ হচেছ ।এমনকি কোন recovary/mode এ যাওয়া যাচেছনা । যদি এই বিষয়ে কারো যানা থাকে তাহলে দয়া করে আমাকে একটু সহায্য করবেন ।

Level 2

আমি mdmijan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

plz vai any one help me!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি আর করা সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়া বোধ হয় আর কোন উপায় নাই।

না উপায় আসে আপনাকে SP ফ্ল্যাশ টুল দিয়ে আপনার ফোনের Stock Rom টা ফ্ল্যাশ করতে হবে আপনি গুগল এর help নিন আর আপনার ফোনের stock rom টা ডাউনলোড দিন

flash দেয়ার প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন ।

★VCOM Driver – ডাউনলোড করুন https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgak44NnVpTlNBQ0U/edit?usp=sharing

★Sp Flash Tool – ডাউনলোড করুন
http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=1842978&d=1364562087

এই কাজগুলো করার জন্য Laptop হলে ভালো হয়। কারন, বিদ্যুৎ চলে গেলে সমস্যা হতে পারে। তবে কাজটি করার জন্য বেশি সময় লাগবে না ৫ মিনিট হলেই চলবে। কাজের সুবিধার জন্য ফাইল গুলো Desktop এ WinRar দিয়ে Extract করুন।

★ আপনার মোবাইলের Battery খুলে USB Data Cable
দিয়ে কম্পিউটারে লাগান।

★ এরপর VCOM Driver টা Install করুন। Install করা হয়ে গেলে ৩০ সেকেন্ড পরে কম্পিউটার থেকে USB Data Cable খুলে ফেলুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন (১মিনিট)। USB Data Cable লাগাবেন না।

★ Sp Flash Tool রান করান।

★ Scatter Loader এ Click করুন। এরপর আপনার Stock ROM এর Folder এ ঢুকে MT*****_Android_scatter_emmc.text এরকম একটা File পাবেন। এই File এ Click করলে সব File নিজে নিজেই Load
হবে।

★ সব কিছু ঠিকঠাক থাকলে Firmware > Upgrade এ Click করুন।

★ এখন মোবাইলে Battery লাগান এবং USB Data Cable দিয়ে মোবাইল কম্পিউটার এ লাগান। এরপর নিজে নিজেই সবকিছু Load হবে। এরমধ্যে কোনো কিছুতে Click করবেন না। USB Data Cable খুলে ফেলবেন না।

প্রথমে লাল বার দেখবেন । তারপর ফ্ল্যাশ শুরু হলে সবুজ বার দেখতে পাবেন । ফ্ল্যাশ হয়ে গেলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।

সবুজ সিগন্যাল দেখলেই মনে করবেন ফ্ল্যাশ করা শেষ হয়েছে।

★ এখন USB Data Cable খুলে ফেলুন।

★ এবার আপনার মোবাইল Recovery Mood এ অন করুন।

★ এখন Wipe Data/ Factory Reset দিন। Factory Reset দেয়া হলে মোবাইল Reboot দিন। অর্থাৎ Reboot System Now এ ক্লিক করুন।

Factory Reset না দিয়ে মোবাইল On করলে, মোবাইল নষ্ট হয়ে যাবে। তাই সবগুলো Step খেয়াল করে আস্তে আস্তে কাজ গুলো করবেন। এরপর মোবাইল On হবে। ১ম বার On হতে একটু বেশি সময় লাগবে। ২ থেকে ৩ মিনিট।

আশা করি এতে আপনার কাজ হবে

Level 2

vai kivabe sp tol dia flash dibo pc te connect kole to kono driver e passe na amar seter driver install diesi tao ki korbo plz help me

এইটা Download করেন ★VCOM Driver –https://docs.google.com/file/d/0By5_H2_fz9vgak44NnVpTlNBQ0U/edit?usp=sharing

★ আপনার মোবাইলের Battery খুলে USB Data Cable
দিয়ে কম্পিউটারে লাগান।

★ এরপর VCOM Driver টা Install করুন। Install করা হয়ে গেলে ৩০ সেকেন্ড পরে কম্পিউটার থেকে USB Data Cable খুলে ফেলুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন (১মিনিট)। USB Data Cable লাগাবেন না।

★ Sp Flash Tool রান করান।

★ Scatter Loader এ Click করুন। এরপর আপনার Stock ROM এর Folder এ ঢুকে MT*****_Android_scatter_emmc.text এরকম একটা File পাবেন। এই File এ Click করলে সব File নিজে নিজেই Load
হবে।

★ সব কিছু ঠিকঠাক থাকলে Firmware > Upgrade এ Click করুন।

★ এখন মোবাইলে Battery লাগান এবং USB Data Cable দিয়ে মোবাইল কম্পিউটার এ লাগান। এরপর নিজে নিজেই সবকিছু Load হবে। এরমধ্যে কোনো কিছুতে Click করবেন না। USB Data Cable খুলে ফেলবেন না।

প্রথমে লাল বার দেখবেন । তারপর ফ্ল্যাশ শুরু হলে সবুজ বার দেখতে পাবেন । ফ্ল্যাশ হয়ে গেলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।

সবুজ সিগন্যাল দেখলেই মনে করবেন ফ্ল্যাশ করা শেষ হয়েছে।

★ এখন USB Data Cable খুলে ফেলুন।

★ এবার আপনার মোবাইল Recovery Mood এ অন করুন।

★ এখন Wipe Data/ Factory Reset দিন। Factory Reset দেয়া হলে মোবাইল Reboot দিন। অর্থাৎ Reboot System Now এ ক্লিক করুন।

Factory Reset না দিয়ে মোবাইল On করলে, মোবাইল নষ্ট হয়ে যাবে। তাই সবগুলো Step খেয়াল করে আস্তে আস্তে কাজ গুলো করবেন। এরপর মোবাইল On হবে। ১ম বার On হতে একটু বেশি সময় লাগবে। ২ থেকে ৩ মিনিট।

আশা করি এতে আপনার কাজ হবে

Level 2

IHK শাওন @ vai apnake oshes dhonnobad trai kore dekhi