ইন্ডিয়ান ভীসা টোকেন সফটওয়ার বিক্রির নামে কোটি কোটি টাকা লোপাট করছে

ইন্ডিয়ান একটা ভীসা টোকেনের যে কি দাম ভুক্তভোগী ছাড়া কেউ বোঝার নাই। যারা ভারতে চিকিতসার কারনে বা ভ্রমনের কারনে যাবেন তাদের কাছে এটা সোনার হরিণ। ৬ মাস আগেও যে কেউ এই ভীসার  টোকেন ইন্ডিয়ার ভীসা সেন্টার ওয়েব সাইট থেকে নিতে পারত। কিন্তু এখন সেটা ইচ্ছা করেও নিতে পারছে না। ঢাকা অফিসের টোকেন সময় সকাল ৮.২০ থেকে ৮.৩০ মিনিটের মাঝে। চট্টগ্রামে টোকেন সময় ভোর ৬.২২ মিনিট থেকে সর্বচ্চ ১ মিনিট থাকে। এই সময়ের মাঝে এখন সাধারণ কেউ ওই সাইটে ঢুকতে গেলে সার্ভার বিজি দেখায়। কিন্তু ঢাকা শহরের কিছু লোক আছে তারা ঠিকই টোকেন বুকিং দিতে পারে কিন্তু কিভাবে? সেটা অজানা। তবে ধারণা করা হয়। ইন্ডিয়া ভীসা সেন্টারের অসাধু আইটি অফিসারদের হাত করে সার্ভারের এমন একটা অবস্থা করে রাখছে নিদিষ্ট কিছু লোক ছাড়া কেউ বুকিং বা সাইটে ঢুকতে পারবে না। ৬০/৭০ হাজার টাকায় আবার কিছু সফটওয়ারও পাওয়া যাচ্ছে যা দিয়ে নাকি দিনে ৫০টি টোকেন বুকিং দেয়া যায়। কিছূক্ষন আগে ক্লিক বিডিতে দেখলাম এই ধরনের একটা বিজ্ঞাপন। সাধারণত আগে যেখানে ৩/৪শ টাকায় টোকেন নেয়া যেত এখন ২ হাজার টাকায় সেটা মিলছে না। দালালদের দিয়ে ওই চক্রটি অনেক দামে টোকেন বিক্রি করছে। কথা হচ্ছে টেকটিউনসে এত প্রযুক্তিবীদ থাকতে আমরা কিছুই করতে পারছি না। এটা ভারত এবং বাংলাদেশী কিছু অসাধু লোকেদের কারনে দেশবাসী আজ নাজেহাল হচ্ছে। এদের থেকে মুক্তি চাই।

টেকটিউনসে অনেক ওয়েব ডেভলপার বা সফটওয়্যার ডেভলপার আছে দয়া করে বিষয়টা আপনারা একটু দেখেন

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Do something for the normal people……