উবুন্টুতে জুম আল্ট্রা মডেম কানেক্ট করতে সাহায্য করুন, প্লিজ!

আমি টেকটিউনসের একজন নিয়মিত পাঠক। কিন্তু কখনো কোন কিছু পোস্ট করি নাই। একটা সমস্যায় পড়েছি বলে আমার এই পোস্ট।

সম্প্রতি আমি উবুন্টু ১০.০৪ সেটআপ করেছি। আমার জুম মডেমটা কানেক্ট করতে আমি প্রথমে এই লিঙ্ক এ দেয়া স্টেপ গুলা ফলো করেছি, কিন্তু তাতে কাজ না হওয়ায় দ্বিতীয় এই লিঙ্ক এ দেয়া স্টেপ গুলো ফলো করেছি। কিন্তু প্রত্যেকবারেই একটা জায়গায় এসে আটকে গেছি আর তা হলো usb-modeswitch সফটওয়্যারটা আমি ইন্সটল করতে পারিনি। ফাইলটা আমি উইন্ডোজে বসে ডাউনলোড করেছি। আর উবুন্টুতে গিয়ে ডাবল ক্লিক করলে এই এরর টা দেখায়.....

Error: Dependency is not satisfiable:

usb-modeswitch-data(>=20100127-1)

টারমিনাল দিয়ে ইন্সটল করলে হয়, কিন্তু পিসি রিস্টার্ট দিলে উপরের ডানদিকের কোনায় একটা লাল বাবল আসে। সেখানে ক্লিক করলে বলে পার্শিয়াল আপগ্রেড এভেইলেবল। আপগ্রেড করলে usb-modeswitch সফটওয়্যারটি রিমুভ হয়ে যায়। আমি এই সফটওয়্যারটি বিভিন্ন মিরর থেকে ডাউনলোড করেছি, তারপরেও একই সমস্যা দেখায়।

আমি এখন কি করব? আশা করি আপনারা সাহায্য করবেন?

Level 0

আমি emtiazemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে প্রথমে modswitch-data ইন্সটল করতে হবে। তারপর modswitch ইন্সটল হবে। usb-modswitch data ডাউনলোড করুন http://packages.ubuntu.com/lucid/usb-modeswitch-data । all এ ক্লিক করলে কিছু মিরর লিস্ট আসবে। সেখান থেকে মিরর সিলেক্ট করে ডাউনলোড করে নিন। এরপর প্রথমে usb-modswitch data ইন্সটল করুন, তারপর usb-modswitch install করুন। আশা করি হয়ে যাবে।

    ভাই উবুন্টু নিয়ে সমস্যায় পড়েছেন, আর পোস্ট দিতেছেন টেকটিউনসে, তাইলে কি হয়? এখানে দেখেন দেখি, কমেন্ট গুলা দেখতেও ভুইলেন না। বেশী সমস্যায় পড়লে লিনাক্স ফোরাম তো আছেই 😀

    Level 0

    আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

@jahid65 আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছিনা। আমি আমার মডেমটা কানক্ট করতে পেরেছি। এটা আমার উবুন্টু থেকে করা প্রথম কমেন্ট। আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

@তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।