বিটিসিএল এর ব্রডব্যান্ড সার্ভিস সম্পর্কে জানতে চাই

বিটিসিএল এর ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করেছেন বা করছেন এমন কেউ কি আছেন? আসলে তাদের সার্ভিস কেমন জানতে চাই? মডেমগুলা ভালো তো?

লাইনে কি তেমন কোনো সমস্যা আছে? ডাউনলোড কি আনলিমিটেড? টরেন্ট বা রেপিডশেয়ার কোনো কিছুতে কোনো লিমিটেশন আছে কি?

আর স্পীড যে ৫১২ কেবি/১ এমবি বলে আসলে কি সত্যি? সারাক্ষণি কি এই স্পীড পাওয়া যায়?

ব্যবহার করেছেন এমন কেউ জানালে আমার ধারণা আমার মতো অনেকেই উপকৃত হবে।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি প্রত্যেক্টার উত্তর হ্যা /না এর মাধ্যমে দিচ্ছি
১. জি
২. ৩.৫/৫
৩. ৪/৫
৪. ৪/৫
৫. জি
৬. ব্যবহার করে দেখিনি
৭. জি, কারন আমাদের এলিফেন্ট রোডের ফার্মে ১২৮ এর লাইনে ১৭-১৬ থাকেই
৮. মাঝে মাঝে সমস্যা হতে পারে
৯. এটি কিন্তু ফার্মের উপর সমীক্ষা, কারন আমি বাসায় ব্রডব্যান্ড ইউজ করি, ম্যক্সিমাম কাজ এখানেই মানে বাসায়ই করা হয়

ধন্যবাদ

    Level New

    অনেক অনেক ধন্যবাদ লাকী ভাই সব প্রশ্নের উত্তর দেবার জন্য।

    Amio chinta vabna korce, Becube use korar kotha…….Thanks both LuckyFM and Setu

আপনি তো ইন্ডিয়া থাকেন তাই না ভাইয়া? 😀

    Level New

    কে আমি? নাহ! ঢাকায়।

    ও আচ্ছা।আমি মনে করেছিলাম আপনার সাইট ইন্ডিয়াতে ভালো রেন্ক তাই ইন্ডিয়াতেই নাকি আপনি 😉 . তো কোথায় থাকেন ঢাকার?

    Level New

    হুমম। কেননা বাংলাদেশ তো ঐ সাইটটার টার্গেট রিজিয়ন না। সুতরাং ঠিকই আছে।
    থাকি বাসাবো।

বিটিসিএল এর ১mbps লাইন ব্যবহার কারী কেউ আছে নাকি? স্পিড ১২৮ কেবি থাকেতো? প্রতিমাসে যেন কত দিতে হয়?

১২৮ কেবিপিস = ২ জিবি = ৩০০/=
২৫৬ কেবিপিস = ৫ জিবি = ৫০০/=
৫১২ কেবিপিস = ১২ জিবি = ১০০০/=
১০২৪ কেবিপিস = ২৫ জিবি = ১৮০০/=
১২৮ কেবিপিস = আনলিমিটেড = ৫০০/=
২৫৬ কেবিপিস = আনলিমিটেড = ৯০০/=
৫১২ কেবিপিস = আনলিমিটেড = ১৫০০/=
১০২৪ কেবিপিস = আনলিমিটেড = ২২০০/=
# তবে আমার মতে ওয়াই-ম্যাক্স বা জুম আলট্রা ব্যবহার করাই ভাল।

আমি ব্যবহার করার চিন্তা করছি, কিন্তু নেটওয়ার্ক কেমনু হবে? নাকি জিপির মতো ই হবে সেই ভেবে এখন পর্যন্তু নেওয়া হয়নি, বি কিউব এর অফিসে যোগাযোগ করলে তারা বলে ওম্যাক্স এর থেকে ভালো সার্ভিস দেওয়ার ক্ষমতা বর্তমানে তাদের আছে!

Level 0

সেতু আপনি বিটিসিএল এর http://www.bcube.net.bd এ গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। তাই দেরী না করে এ সাইট এ গিয়ে তথ্য নিতে পারেন।

    Level New

    ওদের সাইটে হাজারবার গেছি। আপডেটের জন্য নিয়মিতই যাই।
    এবং আমার কোনো প্রশ্নের উত্তরই ওদের সাইটে আছে বলে আমার জানা নেই। আপনি পেলে প্লিজ লিংকটা দিবেন ভাই।
    ধন্যবাদ।

Level 0

আমি ব্যবহার করছি এবং বেশ মজা পাচ্ছি।
অন্তত গ্রামীণ এর মত বাটপারি ব্যবসা করে না ওরা।
আর বড় কথা হল আমার টাকা সরকার পাইতেছে।আর সরকার পাওয়া মানে ultimately আমিই পাইতেছি।