আমাদের রোজা কি হচ্ছে ! নাকি গোড়াতেই গলোত হচ্ছে ! একটু দেখে নিন !

আজ দেশের প্রথম রোজা ! রমজানের শুরুতেই একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার !

রোজার নিয়তঃ

নাওয়াইতু আন আছুমা গাদান মিন শাহরি রামাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্কাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামীউল আলীম।

অর্থ ঃ আমি আগামি কাল বরকতময় রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করেছি হে আল্লাহ ! সুতরং আপনি তা কবুল করুন কেননা আপনি সর্বশ্রতা এবং সর্বজ্ঞেনী।

এই নিয়তটাই ঠিক না।একটু ব্যাখ্যা করি ! ইসলামে দিন শুরু হয় সন্ধ্যার পর (মাগরিবের পর)। এই কারনেই আরবি মাসের তারিখ মাগরিবের পরে পালটায়। নিয়তের 'নাওয়াইতু আন আছুমা গাদান'-এই অংশের অর্থঃ 'আমি আগামি কাল রজা রাখার নিয়ত করছি'। ধরেন সাবান মাসের ২৯/৩০ তারিখ শেষ হল আজ মাগরিবের সময়, তাহলে মাগরিবের পর থেকে পরের দিন ঠিক এই টাইম পর্যন্ত রমজানের ১ম তারিখ। যদি তাই হয়, তাহলে আপনি কিভাবে রমজানের ১ম তারিখ রাত্রের শেষে (বাট দিনের শুরুতে) নিয়ত করছেন যে 'আমি আগামি কাল রোজা রাখার নিয়ত করছি'। এখানে 'আগামি কাল'-এর মানে কি তাহলে ২য় রমজানের কথা বলছেন ? তাহলে আপনার রমজানের ১ম রোজা হবে কিভাবে ? সুতরাং আজকে সেহরী খেয়ে আগমী কাল রোজা রাখার কোন সুযোগ নাই। এখানে সঠিক নিয়ত হলো আমি সেহেরী খেয়ে আজ রোজা রাখার নিয়ত করলাম। "আগামীকাল" শব্দটা ব্যবহার হবে না। এই নিয়তটা কোন হাদিস থেকে সংগ্রহ করা হয় নাই (as far as I am concern)। তাই যুক্তি ও অর্থ গত ভাবে নিয়তটা বিভ্রান্তিকর।
আরেকটা বিষয় না বল্লেই নয়। ইংরেজি টাইমে এক দিন গননা করা হয় রাত ১২ থেকে পরের দিন রাত ১২ টা পর্যন্ত। এই ২৪ ঘন্টা টাইমে আমরা রাত পাই ২ বার, আর দিন পাই এক বার। একটু হিসাব করে দেখেন, আমার কথটা ঠিক কি না ! কিন্তু আরাবিক টাইমে এক দিনের ২৪ ঘন্টা টাইমে রাত একবার এবং দিন একবার পাই, কারন আরাবিক দিন শুরু হয় সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত।

রোজার নিয়ত মুখে না বললে কি হয় ? হাদিসে রোজার নিয়তের কথা আছে, কিন্তু মুখে মুখে বলতে হবে এমন কোন কথা নাই ! আসলে ইসলামে নিয়ত মানে Intention। ইন্টেনশন যে ভাবেই হোক, মুখে মুখে হোক কিবা মনে মনে হোক, অথবা আপনার কাজের ধারা হোক, সেটাই Intention।

এখন প্রশ্ন হল তাহলে নিয়ত কিভাবে করবেন !
আমার মত হল আপনার যেভাবে খুশি ঐ ভাবে করেন ! ভরা ঘুম থেকে, চোখ ডলে ডলে উঠে যে সেহরি খাচ্ছেন এইটাও কিন্তু এক ধরনের নিয়ত বা ইন্টেনশন ! So মুখে বলার দরকার নাই। বললে কিছু যায় আসে না, কিন্তু সঠিক নিয়ত করবেন। মুখে বললে আরাবিতে বলার দরকার নাই, বাংলায়ই বললে আল্লাহ বুঝবেন !
কি বলেন ?
আরেকটা ইম্পর্টেন্ট টিউন ঃ এবাদাতের মাসের শুরুতেই জেনেনিন কিভাবে সবচেয়ে সহজ ও অল্প সময়ে কুরআন খতম করবেন ! (Re-Tune)
(আমার ভুল হলে আমাকে যানাবেন, আগেই ক্ষমা প্রার্থী !)

(I am filled up ! আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেকটিউনসস থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি বলেছেন রোজার নিয়োত বাংলায় করলেও হয়