নেইমচিপ থেকে কেনা ডোমেইন Byethost এ এড করবো কিভাবে???

নেইমচিপ থেকে কেনা ডোমেইন Byethost এ এড করবো কিভাবে???

কিছুতেই বুঝতেসি না নেইমচিপ এর ডোমেইন কিভাবে Byethost একাউন্ট এ এড করবো।কোনো কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে বলবেন আশা করি।আর আমি এই টিউনটি সাহাজ বিভাগে না দিয়ে এখানে দিয়েছি এর একটি মূল কারণ হলো আমার জানার দরকার খুব তাড়াতাড়ি।এডমিনরা বিরক্ত হবেন না আশা করি 🙂

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে নেমচীপে ডোমেইন ম্যানেজমেন্টে যান।
এজন্য নিচের লিংকটা একটু এডিট করে ক্লিক করুন।
http://www.namecheap.com/myaccount/modsingle.asp?domain=আপনার-ডোমেইন.com&type=dns&rkey=NC
এবার পেজ লোড হওয়ার পর Specify Custom DNS Servers ( Your own DNS Servers ) এ ক্লিক করুন।
এবার ঘরগুলো নিচের তথ্য দিয়ে পূরণ করুন।
ns1.byet.org
ns2.byet.org
ns3.byet.org
ns4.byet.org
ns5.byet.org
এবার বায়েটহোস্টের কন্ট্রোল প্যানেলে যান। তারপর এডঅন ডোমেইন থেকে ডোমেইনটা এড করে নিন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। আশা করা যায় কয়েক ঘন্টার মাঝে আপনার ডোমেইনটা সার্ভারে পেয়ে যাবেন।
বুঝতে কোন সমস্যা হলে মেইল করতে পারেন।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.</a

প্রথমে নেমচীপে ডোমেইন ম্যানেজমেন্টে যান।
এজন্য নিচের লিংকটা একটু এডিট করে ক্লিক করুন।
http://www.namecheap.com/myaccount/modsingle.asp?domain=আপনার-ডোমেইন.com&type=dns&rkey=NC
এবার পেজ লোড হওয়ার পর Specify Custom DNS Servers ( Your own DNS Servers ) এ ক্লিক করুন।
এবার ঘরগুলো নিচের তথ্য দিয়ে পূরণ করুন।
ns1.byet.org
ns2.byet.org
ns3.byet.org
ns4.byet.org
ns5.byet.org
এবার বায়েটহোস্টের কন্ট্রোল প্যানেলে যান। তারপর এডঅন ডোমেইন থেকে ডোমেইনটা এড করে নিন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। আশা করা যায় কয়েক ঘন্টার মাঝে আপনার ডোমেইনটা সার্ভারে পেয়ে যাবেন।

    থান্কস ভাইয়া আপনার এতো গুছিয়ে কমেন্ট এর জন।আমি আপনার কথা মত কাজ করেছি।আরেকটা প্রবলেম 🙁 ডোমেইনটা সার্ভারে পেয়ে যে গেছি সেটা কিভাবে বুঝবো?

    এবং নেইমচিপের ডোমেইন থেকে সাবডোমেইন কিভাবে নেয়?

    আবারও অনেক ধনবাদ 🙂

    সার্ভারে পেয়েছে কিনা সেটা জানতে হলে কিছুসময় পরপর ডোমেইনটা ব্রাউজারে ওপেন করুন। বা, পিং করেও দেখতে পারেন।
    আপনি যেহেতু নেম সার্ভার দিয়ে ডোমেইন পয়েন্ট করেছেন, সেজন্য নেমচীপের প্যানেল থেকে আর কিছু করতে পারবেন না। সাবডোমেইন লাগলে বায়েটহোস্টের কন্ট্রোলপ্যানেল থেকে বানিয়ে নিন।