ওয়েব মাস্টাররা আমাকে একটু সাহয্য করুন। প্লিজ?

আমি সুজন। টেকটিউনসে এটা আমার দ্বিতীয় টিউন। আমার জানার পরিসর খুব অল্প। তাই আমি টেকটিউনসের সকল টিউনারের কাছে সাহায্য প্রার্থী। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

আমি আমার ওয়েবসাইট হোস্টিং নিয়ে সমস্যায় পরেছি। অনেক চেষ্টা করেও নিজে যখন সমাধান পেলাম তখন গুগলের সাহায্য নিলাম। কিন্তু কোন লাভ হলো না। তাই টেকটিউনসে শেষ চিকিত্‍সা করতে এলাম। কিন্তু টেকটিউনসে কম শব্দ লিখে টিউন করা যায় না। তাই এতটা লিখতে হচ্ছে। আশাকরি পুরোটা পরে আমার সমস্যার সমাধানটা করে দেবেন। আজ আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। অবাঞ্ছিত কথা বৃদ্ধি করার জন্য ক্ষমা চাইছি কিন্তু কমাবার কোন উপায় নেই।

শুরুটা এরকম : প্রথমে আমি একটা ওয়েব সাইট তৈরির পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক কাজ শুরু করি। এবং কাজ শেষে হলে পুরো ওয়েব সাইটটিকে একটা জিপ ফাইলে কমপ্রেস করি। পরে একটা ডোমেইন নেম সিলেক্ট করেছি। হোস্টিং আমার জন্য প্রথমবার তাই অনেক খোজাখুজির পর 3owl.com এ ফ্রি হোস্টিং করেছি। (ভাবছেন এত কথা কেন বলছি। কারন টেকটিউন এত কম শব্দ মেনে নেবে না)। এখন আমার তীরে এসে তরী ডুবতে বসেছে। তাই আপনাদের কাছে সাহয্য চাইছি। আমার সমস্যা গুলো হচ্ছে:
1.আমার ওয়েব সাইটের জিপ ফাইলটি কোন জায়গায় গিয়ে এবং কোথায় আপলোড করব?
2. শুধুমাত্র জিপ ফাইলটি আপলোড করলেই কি আমার ওয়েব সাইট ভিজিট করা যাবে?
3. অথবা আমাকে এমন একটা উপায় দেখিয়ে দিন যাতে আমি শুধুমাত্র জিপ ফাইলটি আপলোড করে আমার ওয়েবসাইটের কাজ শেষ করতে পারি॥ বি:দ্র: আমার তৈরি করা ওয়েব সাইটটিতে পিএইচপি এবং মাই এসকিউএল আছে। আশা করি উত্তর পাব ॥

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস