পিসি-র জন্য মোবাইল সাইট browser চাই।

মোবাইল সাইট দেখতে পিসি-র জন্য ইন্টারনেট ব্রাউজার চাই আথবা কোনও ট্রিকস। সাহায্য করেন প্লিজ।আমি খুজে পাচ্ছি না। আর আপনারা থাকতে আর চিন্তা কী? কোনও ব্রাউজার কী পাওয়া যাবে? নাকি কোনও ট্রিকস জার মধ্যমে আমি টা করতে পরি? দয়া করে সাহায্য করবেন এ বিষয়ে।

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওপেরা দিয়েই তো আরামসে দেখা যায়। আমিও এটাই ব্যবহার করি মোবাইল সাইটে কাজ করার সময়।

মজিলার ওয়াপ ব্রাউজ এড অন্স টা ইনস্টল করে নেন।

    এড অন টার নাম কী? ধন্যবাদ আপনাকে.

    এড অন্স টা হচ্ছে user agent switcher. ডাইরেক্ট লিঙ্ক দিলাম না, তাহলে আবার awaiting moderation হয়ে আটকে যেতে পারে। একটু সার্চ করেন, তাহলেই পাবেন। ওইটা ইন্সটল করে Tools>Default user agent> Nokia 5800 দেন। আশা করি তাতেই কাজ হবে। এছাড়া safari browser এ এইটা built-in থাকে। ধন্যবাদ।