ব্রডব্যান্ড নিয়ে একটি ঝামেলায় আছি……হেল্প করুন,হেল্প করুন,হেল্প করুন!

আমি ভিসতা ইউস করতাম।একদিন উবুন্টু থেকে একটি সিডি পাওয়ার পর ইনস্টল করি।তারপর আমার নেটের লোক কে ডাকি আইপি টা সেটিংস করে দেওয়ার কারনে।সে এসে উবুন্টুর কিছুই বুঝে না।তাই আমি উইন্ডোস সেভেন ইনস্টল করি।যথারীতি ডাকি তাকে।অনেক চেষ্টা করেও লাইন আনতে পারলো না।অফিসে ফোন দেওয়ার পর জানা গেলো আমার লান ড্রাইভার নাকি আনিস্টল হয়ে গিয়েছে।এই হলো শুরু।তারপর আর নেট নেই।এখন তাই গ্রামীন ইউস করছি।ও আরেকটা কথা অফিস থেকে বলেছিলো মাদারবোর্ড এর সিডি দিলে নাকি আবার ইনস্টল করা যাবে,সেটা হারিয়ে ফেলেছি।এবার আর কোনো উপায় কি আছে ড্রাইভার ইনস্টল করার? আপনাদের সুবিধার্থে আমি ছবি দিলাম (ডিভাইস মানেজারের)

dd

টেকটিউনসের কাছে সাহায্য চেয়ে কখনো খালি হাতে ফিরিনি।আশা করছি এবারও ফিরবো না

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক্সটার্নাল একটা ল্যান কার্ড লাগাতে পারেন। অথবা আশে পাশে কারো কাছে একই মডেলের মাদারবোর্ড থাকলে ধার আনতে পারেন তার সিডিটি।

    ভাইয়া বাংলাদেশের কোথায় পাওয়া যায় ল্যান কার্ড?

Level 0

উইন্ডোজ ৭ এর যে সিডি বা ডিভিডি দিয়ে এটা সেটাপ করেছিল;এ সেটা আবার রমে দিয়ে রাইট বাটন(ডিভাইস ম্যানেজার) দিয়ে আবার আপডেট ড্রাইভার দিবে, আশা করি তোমার ড্রাইভার পাবে,
আর যদি না পায় ভয়ের কিছু নেই,
তোমার বোর্ডের চিপিসেট গুলো রিয়েলটেকের হলে একটা রিয়েলটেকের অটো সিডি কালেক্ট কর
তারপর ঝামেলা শেষ 😀

Level 0

ভাই আপনি উবুন্টু তে খুব সহজে ব্রড ব্যান্ড সংযোগ দিতে পারবেন। এই বিষয় সম্মন্ধে জানতে বাংলাতে ম্যনুয়াল পেতে আপনি http://www.bdosn.org এর সহোযোগিতা নিতে পারেন।

আপনি কি আপনার মাদারবোর্ডের মডেল নাম্বার জানেন??? যদি আপনি আপনার মাদারবোর্ডের মডেল নাম্বার জেনে থাকে তাহলে আমাকে দিন আমি ডাউনলোড করে দিচ্ছি…

    আর উবুন্টুতে কোন সমস্যায় পরলে আপনি লিনাক্স ফোরামে দেখুন। http://forum.linux.org.bd/
    বিডিওএসঅএন এর সবগুলা আজাইরা পাবলিক…

    আমার মাদারবোর্ড ইন্টেল এর মডেল Intel(R) Pentium(R) Dual CPU T3400 @ 2.16GHz 2.17 আপনাকে সত্যি অনেক ধন্যবাদ 😀

“কম্পিউটারের ড্রাইভার হারিয়ে গেছে?চিন্তার কিছু নাই।১ মিনিটে সমাধান”
https://www.techtunes.io/download/tune-id/34749

আসা করি এই টিউন কাজে আসবে।