টিটিতে এলেই ব্রাউজার হ্যাং করে

আমি যখন টিটিতে লগইন করি তখনই ব্রাউজার হ্যাং হয়ে যায় কখনো পিসি ও হ্যাং হয় । এক পেজ থেকে আরেক পেজে গেলেও এ সমস্যা হয় ।তবে একটু পর আবার ঠিক হয়ে যায় । মাঝে মাঝে অটোমেটিক কী যেন ডাউনলোড ও হয়। আমি এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আপনারা দয়া করে জানাবেন

Level 0

আমি বিসাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজিলা ব্যবহার করেন।
IDM থাকলে অটো ডাউনলোড হয়।
অপশন থেকে অফ করা যায়।

    মজিলাই তো ব্যবহার করি। IDM থেকে অটো ডাউনলোড অফ করা। তারপরও মাঝে মাঝে ডাউনলোড হয়।

নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
Open IDM->Option->File types-> Automatically start downloading the following files types: লেখা নিচের বাক্সে GZIP লেখা টুকু মুছে OK করুন। টিটি ব্রাউজ করুন করুন ঝামেলা ছাড়াই।

ধন্যবাদ। কাজ হয়েছে