একটি ভাল বাংলা কনভার্টারের সাহায্য দরকার

আমাদের অফিসের পুরাতন ডকুমেন্টগুলো সবই প্রবর্তন/লেখনী প্রোগ্রাম ব্যাবহার করে মুনীর অপটিমা লে-আউটে লিখা। বিশেষ প্রয়োজনে এগুলোকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। খুব ভাল একটা আসকি টু ইউনিকোড কনভার্টার দরকার। অভ্র কনভার্টার ব্যাবহার করে দেখেছি - অনেক ফরম্যাট/শব্দ উল্টাপাল্টা হয়ে যায়।

সাহায্য চাচ্ছি - পেলে অনেক উপকার হবে। অগ্রিম ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.thepcmanwebsite.com/ascii_converter.shtml
আসকি টু ইউনিকোড কনভার্টার।

    ধন্যবাদ যোবায়ের ভাই, কিন্ত এটা মনে হয় আমার কাজে আসবে না – মুনীর অপটিমার জন্য বলছিলাম।

    লেআউট তো কোন ব্যাপার না, ব্যাপার হল ফন্ট কোনটা ব্যবহার করা হয়েছে। যেমন আমি প্রভাত লেআউটে লিখি, বেশিরভাগই অভ্র ফনেটিক ইউজ করে। অনেকে ইউনিজয়ও ব্যবহার করে। এগুলো সবই ইউনিকোড। বিজয়ের ফন্টগুলো হলো আস্কি। আপনাদের ওখানের ব্যবহৃত ফন্টগুলো যদি আস্কি ফন্ট হয় তাহলে কাজ করার কথা।

মুনীর অপটিমা লেয়াউটের কথা আজ প্রথম শুনলাম।

    বাংলাদেশে বাংলা কম্পিউটিং কিন্তু উইন্ডোজ আসার আগে DOS আমলেই ছিল। আর তারও আগে ছিল শুধুই টাইপরাইটার। মুনীর অপটিমা হল টাইপরাইটারদের জন্য ব্যবহৃত একটি অতি প্রচলিত কি-বোর্ড লে আউট। শহীদ বুদ্ধিজীবী লেখক মুনীর চৌধুরী এই টাইপিং ছাঁচ উদ্ভাবন করেন।