সাহায্য প্রয়োজন – *.VRO ফরম্যাট

সনির ডিজিটাল ক্যামকর্ডারে তোলা ভিডিও ফাইলগুলো *.VRO ফরম্যাট এ রেকর্ড হয়েছিল। VRO মানে হল DVD Video Recording Format। যা হোক আমার ফাইলগুলো পেন ড্রাইভে কপি করে এনে টের পেলাম, *.VRO ফরম্যাট প্লে করার ঝামেলাটা। ভি এল সি খুলল, মিডিয়াপ্লেয়ারও খুলল, কিন্তু মাঝে মাঝেই বাফারিং এর জন্য থেমে থেমে যাচ্ছে। গুগলে খুজলাম, পেলাম বেশ কিছু কনভার্টার, কিন্তু হয় কোনটা ট্রায়াল ভার্সন কিংবা কোনটা নীচুমানের। একটা ফ্রী কনভার্টার প্রয়োজন।

কেউ আছেন *.VRO ফরম্যাট নিয়ে কাজ করেছেন (কনভার্ট করেছেন) কোন প্রকার ঝক্কি-ঝামেলা ছাড়া, একেবারে ঝামেলাহীন বলতে যা বোঝায়। কনভার্ট করা ফাইল (*.avi, *.mkv, *.mpg, *.wmv) যেন না থামে, স্বাভাবিক ফাইলের মতই যেন চলে।

প্রত্যাশায় ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজের কনভার্টার হিসেবে আমার কাছে টোটাল ভিডিও কনভার্টার টা খুবই ভালো লাগে। অল ইন ওয়ান যাকে বলে একেবারে তাই। যদিও প্রিমিয়াম ভার্সন কিনতে হয়, তবে ট্রায়াল ভার্সনেও বেশিরভাগ ফিচারই কাজ করে। ট্রাই করে দেখতে পারেন।

formar factory use koren