কম্পিউটার বিশেষজ্ঞ টিউনার ভাইয়েরা দয়া করে একটু হেল্প করুন

সবার আগে টেকটিউন্সের সকল নিয়মিত টিউনারদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি এখানে একজন নিয়মিত পাঠক

কিন্তু আপনাদের তুলনায় সে রকম কিছু নতুন করে জানিনা তাই টিউন করিনা অথবা করতে লজ্জা হয়। তাই নিয়মিত

আপনাদের থেকেই সাহায্য,টিপ্স নেই।

কয়েকদিন যাবত খুবই বিপদে আছি, এবং এর জন্য চেনা পরিচিত কেউই আমাকে সেরকম কোন সাহায্য করতে পারে নি।। কিছুদিন আগে আমার পিসিতে নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ দেই। তারপর থেকেই একটা সমস্যায় পরেছি আর সেটা হল পিসি তে কোনো পেনড্রাইভ ঢুকালেই একটা মেসেজ দেখাচ্ছে যে "This drive can perform faster if

you connect it into a USB 2.0 port."
পিসির ফ্রন্ট বা রিয়ার সাইড যে দিকেই পেন্ড্রাইভ লাগাই না কেন এই একই মেসেজ দেখাচ্ছে, প্রথম ভেবেছিলাম হয়তো আমার পেন্ড্রাইভে সমস্যা কিন্তু পরে দেখি যে পেন্ড্রাইভে সমস্যা নেই। কেসিং খুলে সকল কানেকশন নেড়ে চেড়ে দেখেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা। তারপর পেন্ড্রাইভের ড্রাইভার আপডেট দিয়েছি এরপরও কাজ হচ্ছে না। ফলশ্রুতিতে আমার পিসিতে  কপির স্পিড উল্লেখযোগ্য হারে কমে গেছে, একটা দেড় জিবি মুভি কপি হতে আগে যেখানে সর্বোচ্চ ৫মিনিট সময় নিত এখন সেখানে ৩০ মিনিট বা তারো বেশি সময় নেয়।

আমি এর কোনো সমাধান খুজে পাচ্ছিনা, এখানে দেখি অনেক জ্ঞানী টিউনার ভাইয়েরা টিউন করেন, তাই আপনাদের শরনাপন্ন হলাম, আশা করি বিপদ্গ্রস্থকে খালি হাতে ফিরিয়ে দিবেন না।

Device can perform faster if.....

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি তো সব সময় এই নটিফিকেশনটা ইগনোর করেছি… ব্যাপার না..আপনার এমন কেন?

    খুব বেশি প্রোব্লেম না করলে আমিও আপনার মত ব্যপারটা ইজিলি নিতাম। কথা হল সমস্যাটা প্রকত আকার ধারন করেছে 🙁

    ভাই সমস্যাটা নরমাল হলে আমিও ইজিলি নিতাম, কিন্তু এটা প্রকট আকার ধারণ করেছে।

আপনি মাদারবোর্ড এর চিপসেট এর ড্রাইভার রি-ইন্সটল করুন। দেখেন কাজ হয় কীনা। আর মাদারবোর্ড থেকে ইউএসবি হাবে কানেকশান দেওয়ার যে তার থাকে সেটা অনেক পুরানো হয়ে গেলে এরকম হতে পারে। দেখুন ওটা বদলানো যায় কিনা।

    আর একটা কথা, পেন ড্রাইভ এর ড্রাইভার উইন্ডোজ নিজেই দেয়। এটা ওটা লক বা পার্টিশন সফটওয়্যার করলে স্পিড কমে যেতে পারে। তাই শুধু পেন ড্রাইভ ব্যাবহার করুন কোনো লকিং সফটওয়্যার ছাড়া।

    করেছি কিন্তু কোন আশা জাগানোর ফলাফল পাচ্ছিনা, আর ইউএসবি হাবে কানেকশান দেওয়ার যে তার থাকে সেটা তো সাম্নের দিকে থাকে, তাহলে তো পেছনেরটা ঝামেলা করার কথা না। তবুও কিভাবে বদলাতে পারবো সেতা জানালে ভালো হতো।য়ার শুধুই পেন ড্রাইভ ব্যাবহার করছি কোনো লকিং সফটওয়্যার ছাড়াই। ফ্রেস উয়িন্দোজ দিয়েছি, আর কোনো ঝমেলা এখনো ব্যবহার করছি না
    তার পর ও এই সমস্যা 🙁

    এই টিউন দেখেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/62943/

    বায়োসে সমস্যা থাকলে সলভ হবে আশা করি।

ভাইয়া আমার মাদারবোর্ড বায়োষ্টার, এটাতে কিভাবে করব একটু হাল্কা আইডিয়া দেন। ইন্টেলের সফটওয়ার কি এটাতে কাজ করবে? আর একটা সমস্যা হল আমি আমার মাদারবোর্ডটার মডেল নাম্বারটা জানিনা। কিভাবে জানতে পারবো দয়া করে জানাবেন?

    ইন্টেল এর টা অবশ্যই কাজ করবেনা। এখানে যান http://www.biostar.com.tw/app/en/event/biosupdate/biospage.html এখানে মাদারবোর্ড এর লিস্ট থেকে আপনার মডেল বেছে নিন। তারপর BIOS ট্যাবে ক্লিক করে লেটেস্ট বায়োস ফাইল, সফটওয়্যার ডাউনলোড করে নিন। ওখানে একটা পিডিএফ লিঙ্ক আছে যেটায় পদ্ধতি লেখা রয়েছে। 🙂

    আর মাদারবোর্ড এর মডেল নাম্বার না জানলে ডাউনলোড করে নিন CPUZ নামের ছোট্ট সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম সবকিছুর ইনফো পাবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

শাওন ভাইয়া, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। পেনড্রাইভ থেকে এখন কমপিউটারে ডাটা ট্রান্সফার রেট ১৫-২৫mbps. আগে যেখানে ছিল ১mbps সর্বোচ্চ।
আপনার এই নিঃস্বার্থ এবং আন্তরিক সাহায্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 2

শাওন ভাইয়াকে ধন্যবাদ, আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করি, ভূল হলে ক্ষমা করবেন। সিষ্টেম কনফিগারেশন দেখার জন্য কোন সফটওয়্যার ইন্ষ্টল করার প্রয়োজন নেই। রানে গিয়ে dxdiag টাইপ করে এন্টার প্রেস করে দেখুন। অথবা রানে গিয়ে CMD টাইপ করে এন্টার প্রেস করুন। অতঃপর systeminfo টাইপ করে এন্টার প্রেস করে দেখুন।