**কম্পিউটার অন হয়, কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না**

সবাইকে সালাম জানাই। আশা করি ভাল আছেন। আমার পিসিতে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা হল,

আমি যখন পিসি অন করতে চাই, সবকিছু ঠিকমত চালু হয়, পাওয়ার লাইট জ্বলে, ফ্যানগুলো চলে, ডিভিডি রমের লাইট জ্বলে আবার বন্ধ হয় ( যেটা সবসময় হয়ে থাকে)। কিন্তু মনিটরে কোন ডিসপ্লে আসে না। এরপর পাওয়ার সুইচ অফ করে আবার চালু করে ২-৩ বার চেষ্টা করার পরে সবকিছু আবার ঠিকঠাক মত চালু হয়, ডিসপ্লেও আসে। এরপর পিসি চালাতে থাকলে আর এই সমস্যাটা হয় না। বন্ধ করে এক ঘন্টা পরেও ঠিক থাকে। কিন্তু ধরুন আমি রাতে পিসি চালিয়ে অফ করে ঘুমাতে গেলাম, সকালে উঠে প্রথমবার অন করার সময়ই সমস্যাটা দেখা দেয়। আবার সকালে চালিয়ে ১-২ ঘন্টা অফ রেখে আবার চালালে এই সমস্যাটা দেখা যায় না। আমি পাওয়ার সাপ্লাই চেইঞ্জ করে নতুন ৫০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগিয়েছি। প্রসেসর, র‌্যাম, পাওয়ার ও হার্ডড্রাইভ কেবল, গ্রাফিক্স কার্ড (৯৫০০ জিটি ১ জিবি) ইত্যাদি খুলে আবার ঠিকমত লাগিয়েছি। তারপরেও এই সমস্যা থেকে পরিত্রান পাই নি। তাহলে সমস্যাটা কোথায়?? আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। প্লিজ কারো জানা থাকলে সাহায্য করুন, আপনাদের প্রতিটি রিপ্লাই আমার জন্য অনেক মুল্যবান হবে, ধন্যবাদ।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

র‍্যামস্লট থেকে র‍্যাম খুলে মাইনাস স্ক্রু ডাইভার দিয়ে হালকা করে একটা বা দুইটা টান দেন।এরপর মাদারবোর্ডের ব্যাটারীটা খুলে আবার লাগিয়ে দেখুন।আশাকরি কাজ হয়ে যাবে।

আপনার মনিটরটি অন্য কোন সিস্টেম ইউনিটের সাথে লাগিয়ে দেখেন ডিস্পে­লে আসে কিনা বা একই সমস্যা কিনা, যদি সমস্যা একই হয় তাহলে বুঝবেন মটিটরে সমস্যা ..তাই দ্রুত মনিটর বিশেষজ্ঞর কাছে নিয়ে যান । আর যদি ঐ সিস্টেম ইউনিটে আপনার মনিটরে সুন্দরভাবে ডিস্পেলে আসে তাহলে বুঝবেন আপনার ভিজিএ কার্ড এ সমস্যা।

ও আচ্ছা। এটা ডিস্ক যে কেবল দিয়ে লাগানো তার সমস্যার কারণে হয়। হার্ডডিস্ক বা ডিভিডি রম রিড করতে দেরি হয়। সাটা কেবল ঢিলা থাকলে পিসি হ্যাং হয়। নতুন কেবল লাগান। আশা করি ঠিক হয়ে যাবে।

    গ্রাফিক্স কার্ড এর কারনেও হতে পারে। আপনি নতুন ড্রাইভার ইন্সটল দিন। নাতো সাথে যে সিডি ডিভিডি দিয়েছে সেটাই ইন্সটল করুন। আর অবশ্যই উইন্ডোজ এক্সপি এর ড্রাইভার উইন্ডোজ ৭ এ অন্য মুডে চালাবেননা। দেখেন কি হয়। মনে হচ্ছে কেবলেই সমস্যা। টাইট কেবল কিনে লাগান।

এটা তেমন কোর সমস্যা না । ডিসপ্লের সমস্যা না, সমস্যা থাকলে পিসি চলার সময় ও সমস্যা করত। ডিসপ্লে কেবল এর ও সমস্যা না । ড্রাইভার এর সমস্যা হলেও এরকম করার কথা না ।
১। পাওয়ার সাপ্লাই এটা সমস্যা হতে পারে।
২। র‌্যাম ই মূল সমস্যা । বাজারে চাইনিস র‌্যাম ভরপুর। ভাল র‌্যাম লাগান , অাশা করি কাজ হবে।

এটা ram এর সমস্যা । ram টা খুলে পরিস্কার একটা নরম কাপড় দিয়ে মুছে ভাল করে লাগান।
<a href="http://emraan—hashmi.blogspot.com/">Download emraan hashmi movies</a>

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। র‌্যাম, পাওয়ার সাপ্লাই, মনিটর, গ্রাফিক্স কার্ড ১০০% ঠিক আছে। সাটা কেবল পাল্টিয়ে ও সিমোস ব্যাটারি খুলে ১০ মিনিট পর আবার লাগিয়ে দেখি কাজ হয় কিনা…র‌্যাম দুইটাও পরিষ্কার করে দেখব…ধন্যবাদ।

কাজ হইছে ভাই!!! সিমোস ব্যাটারি খুলে ৩০ মিনিট রেখে ও র‌্যাম খুলে পরিষ্কার করে আবার লাগাতেই সব ঠিক…দেখি এখন কতদিন ভালো থাকেঃ-) …ধন্যবাদ সবাইকে।

ভাই আবার একই প্রব্লেম…কি করি?

1.apnar may be ram thik moto lagano hoy na or slot or ram problem.
2.graphics card er problem hote pare tai built in graphics thkle oita use kore dekhte paren.
3.apnar monitor er flyback chk koran. atar karone amr amn problem clo pore thik koraiclm…….

অবশেষে সব সমস্যার সমাধান হয়েছে…ভাবছিলাম মেইনবোর্ডটাই বুঝি গেছে, কিন্তু না!!! মাদারবোর্ড থেকে প্রসেসর খুলছি, পরিষ্কার করে আবার লাগালাম (মনে হয় এটা সমস্যা ছিল না, কারণ প্রসেসর আগেই পরিষ্কার করছিলাম)। এরপর পাওয়ার লেড, হার্ডড্রাইভ লেড, পাওয়ার বাটন, রিসেট বাটন ইত্যাদির কেবল মাদারবোর্ড থেকে খুলে জায়গাটা পরিষ্কার করে আবার লাগালাম…সব ঠিক!!!! ২ দিন ধরে কোন সমস্যা হচ্ছে না। এখন "No চিন্তা, Do ফূর্তি"!!!!! সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

Amar o ekee problem hoccha.. Oahid vai.. ki kortechen tar update deyen.. amar pc akon o prob detecha…

    ভাই আমাকে আপনার মোবাইল নম্বর ইমেইল করেন, আমি যোগাযোগ করব…[email protected]

Level 0

Amar pc ekon o disturb korcha.. 11 june er por akon pc start hoilo.. ato din bohu try korche start korte pare nai…. apnar kota moto sob korche.. tao kaj hoy nai….. r asol kota hoilo amar motherbord notun lagaiche 7-8 din hoccha.. tai motherboard er o kono prob ache bole mone hoccha na.. ki je kore…. bohu tension e ache..

Level 0

sorry motherboard notun lagaiche je pry 1 month hoccha..

আমিও সেইম সমস্যায় ভূগছি । কেউ এর সমাধান নিয়ে পূণাঙগ টিঊন করবেন পিলিজ ।

অনেক সমস্যায় আছি । কেউ তো হেলপ করে।

আমার কম্পিউটারে একই প্রোবলেম কি করি

ভাই আমার ল্যাপটপেও একি সমস্যা। কেউ হেল্প করতে পারবেন?
পাওয়ার কেবল লাগালে ডিসপ্লে আসে কখনও আবার কয়েকবার ট্রাই করতে হয় কিংবা ৩/৪ ঘণ্টা ল্যাপটপ অফ রাখতে হয়।
আমার ল্যাপটপ কনফিগারেশন নিচে দিলামঃ
Win-10 Pro, Processor- Core i3, RAM-4 GB
হেপ্ল প্লিজ…

সেইম সমস্যারে ভাই কেউ কি এক্সপার্ট আছেন এ বিষয়ে?
আমি সব মেথড দেখেছি ট্রাই করেছি। অটো কয়েকদিন ভালো থাকে আবার এক সমস্যা দেখা যায়।