একটা সাজেশন দরকার সাথে একটা সমস্যা ফাউ!

সাজেশন দরকার:

অফিসের কাজে আ্যাপেল ম্যাকবুক প্রো ১৫"/কোর আই ৭/৪জিবি/৫০০গিবি কেনা হয়েছে। ব্যবহার করতে হবে আমাকে। ম্যকিনটশ এক্সপেরিয়েন্স আমার এটাই প্রথম, তাই (হাসবেন না) জানতে চাচ্ছিলাম ম্যাক এর জন্য:

১। কোন এন্টিভাইরাস দরকার আছে কি? নাকি এর ডিফল্ট কোন সিকিউরিটি মেকানিজম আছে?
২। দরকার হলে কোনটা ব্যবহার করব? বাজারে প্রচলিতগুলো কি ম্যাক ওএস ১০.৬ এ চলবে?

আর কোন সাজেশন থাকলে জানাবেন - বাধিত থাকব।

_________________________________________________________________________________________________

"ফাউ" সমস্যা:

এবার "ফাউ" সমস্যাটা। নীচের স্ক্রীনশট দেখুন। সিস্টেমের এই সমস্যা সমাধান প্রয়োজন মনে হয়:

সমস্যা টেকটিউনস ডেস্কে জানানোর কথা, কিন্তু ওখানেও সমস্যা। ঢুকতে পারছিনা। দেখুন কি অবস্থা:

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সাধারনত বেশিরভাগ ভাইরাস গুলো প্রোগ্রাম হয় উইন্ডোজ এর জন্য। তাই ম্যাক OS এর জন্য ততটা বেশি ভাইরাস বানানো হয় না। আর ১০০% সিকিউরিটির জন্য "Kaspersky Anti-Virus 2011 for Mac" use করে দেখতে পারেন। আমার বড় ভাইয়ের একটা ম্যাকবুক প্রো ২ বছর ধরে আছে। এটাতে কোন এন্টিভাইরাস নেই। এটাতে নেট ব্রাউজ, ডাউনলোড প্রতিদিন করা হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। এখন সম্পূর্ন বিবেচনা আপনার উপর। আর বাংলাদেশের বাজারে "Kaspersky Anti-Virus 2011 for Mac" পাওয়া যায় কিনা জানি না (কখনো জানার প্রয়োজন হয়নি)। খোঁজ নিয়ে দেখুন অথবা এখান এ যানঃ http://www.kaspersky.com/kaspersky-anti-virus-for-mac
আর হ্যাঁ, ম্যাক এর সব সফটওয়্যার এর এক্সটেনশন "dmg" or "pkg" আকারে থাকে (উইন্ডোজ এর টা যেমন "exe" or "msi")।

    অনেক ধন্যবাদ আপনাকে ওয়াহিদ ভাই।