ডিজিটাল ক্যামেরা কেনা সম্পর্কে সাহায্য চাই!!


Panasonic Lumix DMC-FZ100

আমি টিটি তে নতুন , আমি অনেক দিন ধরে ক্যামেরা কিনব কিনব পছন্দ হয়েছে কিন্তু বুছতেছিনা কোনটা কেনা যায়। আমার বাজেট ২৫০০০-৩০০০০, যদি বাড়ানো লাগে বেশি হলে ২০০০-৩০০০ বাড়ানো যাবে। নিচে আমার যে তিনটা ক্যামেরা পছন্দ হয়েছে তা বললাম এই ব্লগ এর ক্যামেরা বিশেষজ্ঞরা একটু সাহায্য করবেন দয়া করে এই আশা করি।

১.NIKON P500.  http://www.dpreview.com/products/nikon/ … kon_cpp500
২.Canon PowerShot SX30 IS. http://www.dpreview.com/products/canon/ … non_sx30is
৩.Panasonic Lumix DMC-FZ100. http://www.dpreview.com/products/panaso … c_dmcfz100

উপরের তিনটে সিরিয়াল এ যদি একটা না পাই তবে আরেকটা হবে, এরকম।যদি কেউ উপর এর ক্যামেরা তিনটির বর্তমানে বাংলাদেশে দাম যদি জানানে কেউ তাহলে বলবেন। উপরের তিনটি ক্যামেরা এর মধ্যে আমার নিকন এর ক্যামেরা বেশি পছন্দ । নিকন আর লুমিক্স এই দুটি ব্র্যান্ড এর ক্যামেরা কোথাই ওয়ারান্তি সহ কম দামে কোথাই পাওয়া যাবে তা একটু বলেন, টিটি এর  বিশেষজ্ঞরা ।

Level 0

আমি S.M. তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 219 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Panasonic Lumix DMC-FZ100 ..=47000 – 51000 tk…
in Panasonic dhaka..

ভয় পাইছি। ভাই, নিকন এর দাম কত? কেউ জানেন , লুমিক্স এর আরেকটি মডেল আছে এর দাম কত
1. Lumix DMC FZ40

ভাই,
সাহায্যের জন্যইতো সাহায্য/জিজ্ঞাসা বিভাগ। তাইনা?

ভাই, আমি টিটিতে নতুন এই পোস্টটা অনেক কষ্টে করেছি। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর পরবর্তীতে শুদ্ধ ভাবে করার চেষ্টা করব।

Level 0

১, পি ৫০০- এটা আমি খুঁজে পাই নি। তবে পি ১০০ পেয়েছি। এটা পি ৫০০ এর চেয়ে বেটার। কারন এফেক্টিভ পিক্সেল বেশি। পি ১০০ এর দাম ২৪৫০০, ওয়ারান্টি থাকে। আমি ঈদের আগে কিনবো।
২। অসাধারণ ক্যামেরা। কিন্তু বাজারে কম পাওয়া যায়, তাই দাম বেশী। ৩৮ হাজারের নিচে পাবেন না।
৩। ভয়াবহ দামী। কিন্তু কোয়ালিটি সুপার্ব।

আমি ও এই রেঞ্জ এর মধ্যে সেমি এস এল আর কিনবো। তাই কয়েকদিন ধরে মার্কেট ঘুরে যা পেলাম তাই আপনাকে জানালাম। তবে আপনার বাজেটের ঠিক মধ্যে আরেকটা আছে ফুজি এস এইচ ১০। কিন্তু এটা চারটা ডাবল এ ব্যাটারীতে চলে। এছাড়া সব ওকে। আর এস এইচ ২০ লেটেস্ট, পড়বে প্রায় ৩৫, এটাও ব্যাটারি।
কোনটা কিনলেন জানাবেন। তবে আপনার বাজেটে বেস্ট হবে পি১০০ ই। আর না হলে ক্যানন এসএক্স ২১০ কিনতে পারেন, খুবই ভালো, কিন্তু দেখতে একেবারে কম্প্যাক্ট, সেমি এস এল আর না।

rayansএর সাইট এ এরকম দাম দেখেছি। আচ্ছা, আমি সুনেছি লুমিক্স FZ40 ২৮০০০-৩০০০০ এর মধ্যে পাওয়া যাই , এই ক্যামেরাটা কেমন হবে। আমার এই বছরের শেষে কেনার ইচ্ছা আছে দেখি যদি বাইরে থেকে কাউকে দিয়ে আনাতে পারি নিকন পী৫০০ তাহলে তো খুব ভালো, কেনোনা INTERNATIONAL MARKET দামঃ
১.NIKON P100 395.99$
২.NIKON P500 399.99$
দেয়ালে পীঠ ঠেকে গেলে ২৫০০০-৩০০০০ এর মধ্যে যা পাব তাই নিব, যদি কাওকে দিয়ে আনতে ৩০০০০-৩২০০০ খরচ হয় তাও আনা ওইখান থেকে ভালো।

Level 2

You can check the Bangladeshi price here-
http://www.bdstall.com/searchItemListingByCategory/index/15/