(.com.bd) Domain কিভাবে,কোথা থেকে রেজিস্টার করব ? ওয়ার্ডপ্রেস ব্লগিং বিষয়ে সাহায্য চাই please..।

আমার ২ টা বিষয়ে সাহায্য দরকার...প্লিজ সাহায্য করবেন

১. আমি একটি ডোমেইন রেজিস্টার করব।
http://www.yourdomain.com.bd  অর্থ্যাৎ (.com.bd) ডোমেইন কিভাবে,কোথা থেকে রেজিস্টার করব। কোন প্রতিষ্ঠান সবচেয়ে নির্ভরযোগ্য জানাবেন প্লিজ।

২.  আমি মূলত একটা গল্প-কবিতা ব্লগ খুলতে চাই। যেখানে সবাই রেজিস্টার করে তাদের স্বরচিত গল্প কবিতা পোস্ট করতে পারবে।
টেকটিউনস, টেকটুইটস এ যে রকম সাইন আপ, লগইন,  ব্লগিং করার সিস্টেম রয়েছে , সেরকম চাই।
এটা কিভাবে করব?

Level 0

আমি সাহিত্য মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার আস্থাঃ সোচিপহোস্ট।কোনো সমস্যা হলে লাইভ চ্যাটে সাহায্য নিতে পারেন।

ভাই .com.bd কেনার কি দরকার? শুধু .com এ সমস্যা কোথায়?

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করতে পারেন।এছাড়া অন্যান্য সিএমএস যেমন জুমলা বা ড্রুপাল দিয়েও করতে পারেন।চেইন টিউনে এই সম্পর্কে ধারাবাহিক টিউন হচ্ছে।খুঁজে দেখুন।

ami j domain ta kenar chinta korsi seta .com $8,00,000 dam chise….tai .com.bd kintay chitasi….
namta amer dorker

আচ্ছা ঝামেলা ডোমেইন এর কথা বলেছেন ভাই, এই ডোমেইন কিনতে গেলে নাকি যেতে হবে ঢাকা আর সেই কারণেই আমার ডোমেইন কেনা হয়নি।

http://www.btcl.net.bd/ এই ওয়েব সাইট এর সাহায্য নিতে পারেন।

com.bd ডোমেইন বিটিসিএলের মালিবাগ শাখা থেকে রেজিস্টার করতে হবে। আর কিছু হোস্টিং প্রোভাইডার ওদের কাছ থেকে কিনে দেয় বাড়তি কিছু চার্জের বিনিময়ে। তবে আমার মতে সরাসরি কেনাই ভাল।

ওয়ার্ডপ্রেস দিয়ে বানালে আমি আপনাকে হেল্প করতে পারব। পুরো সাইটটাই দাড় করিয়ে দিতে পারবো। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

http://www.tulihost.com Ekhane Contact Koren 01712681574 , 01750009506
Ami Nije Kinechi 1 ta, eder service khuv valo.

Level 0

আমার সাথে যোগাযোগ করেন, আমি আগামী দুই একদিনের মধ্যে ৪টা .com.bd এর কাজ করবো, BTCL অফিসে গিয়া আপনারটাসহ ৫টা হবে। প্রাইজ 1500 টাকা ২ বছর
01912477441

ভাই আপনাকে অনুরোধ করব .com.bd না নিয়ে আপনি অন্য নামের কথা চিন্তা করুন। .com.bd কিনলে পরে ঝামেলা পোহাতে হবে। আর মানুষজনকে সাইটের নাম বললেই .com বুঝে। আর .com.bd দিয়ে সাইট করলে ভিজিটর .com এ যাবে।

    @Saleh Ahmed: Accha r ki rokom jamela hote pare? domian cancel ba onno kono jamela hote pare? apner kotha ta thik….onno nam nia chinta kortasi jeta vabi setai dekhi sold 🙁

      @সাহিত্য মাহমুদ:
      cancel সমস্যা না। ডিএনএস পরিবর্তন করা ঝামেলা। নেম সার্ভার পরিবর্তন করতে গেলে বিটিসিএল এ আপনাকে আবেদন করতে হবে। তারপর তারা আপনার নেম সার্ভার পরিবর্তন করে দিবে। মনে করুন আপনি হোস্টিং কোম্পানি পরিবর্তন করবেন কিন্তু আপনি সাথে সাথেই পরিবর্তন করতে পারছেন না।

      @সাহিত্য মাহমুদ: এটার মোটামুটি একটা সমাধান আছে। সেটা হল থার্ডপার্টি ডিএনএস হোস্টিং ইউজ করা।

Level 0

@সাহিত্য মাহমুদ: আমার নিজের কোম্পানী আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করেন। লিংক দেয়া নিষেধ।

থার্ডপার্টি ডিএনএস হোস্টিং কি?