MAC OS LEOPARD X কিভাবে setup দিব ? (সহ os নিয়ে আরও কিছু problems)

কিছুদিন আগে mac এর leopard x দিতে খুব মন চাইলো । যেমন চাওয়া তেমন কাজ, বাজার থেকে cd কিনে আনলাম, ওখানে installation procedure দেয়া ছিল, সেই অনুযায়ী এগুছিলাম । সব ঠিকঠাক হল কিন্তু restart দেয়ার পর problem দেখাই । কেও কি mac এর পূর্ণ installation procedure তা জানতে পারবেন, plz

কিছুদিন আগে ubuntu এর একটি distro pinguy use করছিলাম , বেশ ভাল লাগল , কিন্তু কিছু কারনে আবার windows এ ফিরে আস্তে হল । এর প্রধান কারনটি হল windows এর softwaare গুলর ব্যাবহার । pinguy এ preinstalled wine আছে , তারপরও আমি উইন্ডোজ এর সকল software গুলো frequently use করতে পারিনি। আমি graphics এর কাজ করি, তো photoshop আমাকে সকাল বিকাল ব্যাবহার করতে হই, আমি photoshop cs5 portable version তা উসে করি । ubuntu তে আমি এটা ওপেন করতেই পারলাম না 🙁 (হইত বা আমার বেবহারে কিছুটা ভুল ছিল) । যাহক ubuntu তে আমি আরেকটি যে সমস্যাই পরলাম তা হল এটাতে wallpaper set করলে কিছু minite or second এর বেশিক্ষণ থাকে না । default এ ফিরে যাই 🙁
এত গেল ubuntu ব্যাবহার এর problem গুলো, প্রধান যে সমস্যা সেতাই তো বলা হই নি , সেটা হল আমি ubuntu ইন্সটল দিতেই পারিনি, এর জন্য আমার হলের এক বড় ভাইএর সাহায্য নিতে হইসিল । তাই কেও যদি এই বেপারটাই বিস্তারিত জানান তবে বেশ উপকার হই (অবশই কিভাবে format , কিভাবে swap memory আলাদা করতে হই, এগুল কি ?? etc etc , plz সংক্ষেপে বলবেন না)

এখন বলি windows এর কিছু সমস্যার কথা । কিছুদিন আগে avast 6 with 1 yr lisence key install করলাম, বেশ চলছিল । কিন্তু তখনি বাগরা বাধল যখন এটা বিভিন্ন software গুলর .exe or .dll or autorun ফাইল গুলো ডিলিট করা সুরু করল, এর পর থেকে যেকোনো soft চালু করার আগে avast stop করে নি , কিন্তু এটা তো কন সমাধান নই, সমাধান টা কি ?????

এবার আসি internet সম্পরকিত একটা সমস্যাই । যেকোনো flash website এ যখন ঢুকি তখন সেটা কিভাবে save করব ?? অদউ কোন উপাই আছে কি ???

******************* অনেক সমসশার কথা বললাম । আমার ধারনা এগুলো অনেকেই পহাছে বা পরতে পারে । admin ভাইয়ার কাছে request এই post টা সাহাজ্জ/জিজ্ঞাশা বিভাগে না রেখে প্রথম page এই রাখা হক । এতে করে যারা এই বিভাগে আসবেনা তারাও এইগুল সমস্যা ও সমাধান দেক্তে পারবেন । **********************

চারিদিকে পুজার আমেজ চলছে , আজ বিজয়া দশমী অর্থাৎ পুজার সেশ দিন ।

সবাই কে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা

(বি দ্র : আমার সমস্যা গুলর সমাধান একটু দ্রুত দিলে উপকৃত হতাম)

সাথে আমার তোলা ও এডিট করা কিছু ছবি add করে দিলাম , ভাল লাগ্লে জানাবেন

tune টা পড়ার জন্য ধন্যবাদ 🙂

সবাই ভালো থাকবেন, খুব ভালো

Level 0

আমি inferon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 250 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই পর্বগুলু থেকে Mac OSX Snow লীয়পার্দ( hackintose ) setup দেয়ার সবকিছু পাবেন. https://www.techtunes.io/chain-tunes/iphone-application-development/

আপনার টিউনটি সাহায্য/জিজ্ঞাসা বিভাগ স্থানান্তর করা হল।
টেকটিউনস বান্ধব যেকোন সাহায্যের জন্য দয়াকরে “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগ ব্যবহার করুন।

Level 0

@ শিমূল , sry vaia, oi post gulo i phone apps somporkito, amr chahida mitate parlona 🙁

ম্যাকের সমস্যাটা তো বললামই।

উবুন্টু কোন exe সাপোর্ট করেনা। Wine শুধু বেশ কিছু উইনডোজ সফটকে লিনাল্সে চালাতে সাহায্য করে। preinstalled wine দিয়ে কাজ হবেনা, Q4wine নামের একটা জিনিস লাগবে, তাহলে সহজে উইনডোজের বেশ কিছু সফট সহজে চলবে। আমি এখনি ফটোশপ সিএস4 চালালাম, আমার জানামতে সিএস5 ও চলে।

যদি Q4wine না পান তাহলে যে উইনডোজ সফট চালাতে চান সেটার মেইন exe ফাইলের Properties দেখুন, তারপর Permissions ট্যাবে যেয়ে [+] Allow executing as program এ টিক দিন। এবার সেগুলা চলবে, না চললেও এরর দেখাবে।

ওয়ালপেপারটি লিনাক্সের ড্রাইভে কপি করে নিন। অবশ্য আরো ভালো সমাধান আছে।

বিস্তারিত জানান তবে বেশ উপকার হই (অবশই কিভাবে format , কিভাবে swap memory আলাদা করতে হই, এগুল কি ?? etc etc , plz সংক্ষেপে বলবেন না)

যখন এটা বিভিন্ন software গুলর .exe or .dll or autorun ফাইল গুলো ডিলিট করা সুরু করল= সব ক্র্যাক বা ভাইরাস করাপ্টেড।

যেকোনো flash website এ যখন ঢুকি তখন সেটা সেভ করতে ফায়ারফক্সের এই অ্যাডঅন ব্যবহার করুন।

You Are So Help full Thanks শাওন ভাই ।

Level 0

ami MAC Os Apple PC te dewa somporke bistarito jante chai……