বিরক্তিকর স্প্যাম ই-মেইল পাঠিয়ে নিজেই যখন অপরাধী – একটু সাবধান হওয়া ভাল

স্প্যাম ই-মেইল সম্পর্কে আমরা আজ সবাই জানি। স্প্যাম থেকে রক্ষা পাবারও নানা উপায় আছে। তবে সবচেয়ে সাধারন উপায় হল আমাদের ই-মেইল সার্ভিস এর নিজস্ব স্প্যাম ফিল্টার। লক্ষ্য করে থাকবেন আমাদের ই-মেইল একাউন্টের বিভিন্ন ফোল্ডার (যেমনঃ ইনবক্স, সেন্ট, ড্রাফ্‌ট, অল মেইলস ইত্যাদি) এর মাঝে স্প্যাম নামেরও একটি ফোল্ডার থাকে যেখানে এই শত শত বা হাজার হাজার অনাহুত/অপ্রত্যাশিত ই-মেইলগুলো ফিল্টার হয়ে জমা হয়। প্রশ্ন জাগতে পারে অনাহুত/অপ্রত্যাশিত ই-মেইল সম্বলিত এই ফোল্ডারটি  রাখার মানে কি? উত্তর সহজ। মাঝে মাঝে কিছু জরুরী বা প্রত্যাশিত ই-মেইলও স্প্যাম ফিল্টারের পাল্লায় পড়ে এখানে ঢুকে পড়ে। তাই, মাঝে মাঝে স্প্যাম ফোল্ডারটিও চেক করে নেয়া ভাল।

যাহোক, স্প্যাম থেকে রক্ষা পাবার উপায় আজকে আমার বিষয় নয়। আজকের বিষয় হল, আপনি নিজে কিভাবে নিজেকে একজন স্প্যামার হওয়া থেকে বিরত রাখবেন।

দুঃখজনক হলেও সত্যি যে, আমরা অনেকেই নিজের অগোচরে স্প্যাম ই-মেইল পাঠিয়ে যাচ্ছি। এই ব্যাপারটি আমাদের কি কি ও অসুবিধায় ফেলে ধারনা নেয়া যাকঃ

  • আপনাকে আপনার পরিচিত মহলে একজন স্প্যামার হিসেবে চিহ্নিত করবে।
  • স্প্যাম ই-মেইলগুলোতে অনেক আপত্তিজনক (যেমনঃ পর্ণগ্রাফী, যৌনস্বাস্থ্য ইত্যাদি) বিষয় থাকে, যা পাঠানোর মাধ্যমে আপনার পরিচিত মহলে আপনার প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। পরিচিত মহল বলতে শুধু তো আপনার বন্ধুবান্ধবকে বোঝায় না বরং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অফিসের সহকর্মী (জুনিয়র ও সিনিয়র) ইত্যাদিকেও বোঝায়। তাহলে চিন্তা করুন, আপনার একাউন্ট থেকে যদি এঁদের কারো কাছে একটি ঐ ধরনের আপত্তিকর ই-মেইল আসে, তাহলে তাঁরা কি মনে করবেন।
  • আপনাকে একজন স্প্যামার হিসেবে চিহ্নিত করার মাধ্যমে আপনি অনেক সময় গুরুত্বপূর্ণ ই-মেইল পাওয়া থেকে বঞ্চিত হবেন।
  • আপানার পাঠানো স্প্যাম ই-মেইল খুলে সেখানে না জেনে কোন লিংক ক্লিক করার সাথে সাথে আপনার পরিচিত মানুষটিও স্প্যাম এর খপ্পরে পড়ে যাবে।

কিভাবে এটা হয়?

  • আসল স্প্যামার আপনার ই-মেইল একাউন্টটিকে টার্গেট করে।
  • পাসওয়ার্ড বের করবার বিভিন্ন পদ্ধতি/সফটওয়্যার ব্যাবহার করে আপনার ই-মেইল পাসওয়ার্ডটিকে জেনে যায়।
  • আপনার ই-মেইল একাউন্টের কন্ট্যাক্টস লিস্ট থেকে আপনার পরিচিত সবার ই-মেইল এড্রেস জেনে যায়।
  • সবাইকে অপ্রত্যাশিত/আপত্তিকর ই-মেইল পাঠানো শুরু করে।

তাহলে উপায়? আছে, উপায় আছেঃ

  • প্রথমতঃ আপনাকে বুঝতে হবে, আপনি কখন একজন স্প্যামার এ পরিণত হয়েছেন। এজন্য করনীয়ঃ
  • এমন একজন ঘনিষ্ঠ বন্ধুর ই-মেইল এড্রেস আপনার মেইল একাউন্টের ‘কন্ট্যাক্টস’ এ সংরক্ষন করুন যিনি নিয়মিত ই-মেইল চেক করেন। তাঁকে বলে রাখুন যেন তিনি আপনার একাউন্ট থেকে স্প্যাম ই-মেইল যাওয়া মাত্রই আপনাকে জানিয়ে দেন।
  • লক্ষ্য করুন আপনার ইনবক্সে MAILER-DAEMON থেকে কোন ডেলিভারি স্ট্যাটাস নোটিফিকেশন - ফেইলিউর এসেছে কিনা।

  • আপনার কন্ট্যাক্টস লিস্টে এমন কিছু ই-মেইল এড্রেস সংরক্ষণ করুন যেগুলো আদতে নেই। যেমন ধরুনঃ [email protected]। (তবে আপনি যদি অনেক দিন ধরে বা অনেক বেশী ই-মেইল ব্যাবহার করে থাকেন, তাহলে সম্ভবত আপনার একাউন্টের কন্ট্যাক্টস এ ইতিমধ্যেই অনেক ইনভ্যালিড ই-মেইল এড্রেস সংরক্ষিত রয়েছে) এর ফলে যেটা হবে, আপনার অজান্তে যখন আপনার কন্ট্যাক্টস এ রক্ষিত এই অলীক ই-মেইলে স্প্যাম পাঠানো হবে তখন তা বাউন্স হয়ে আপনা-আপনিই একটি ফেইলিউর ডেলিভারি স্ট্যাটাস নোটিফিকেশন ই-মেইল আসবে।
  • আপনি যখন বুঝতে পারবেন যে আপনি আপনার অজান্তে স্প্যাম পাঠিয়েছেন, সাথে সাথেই আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। একটি কঠিন পাসওয়ার্ড নির্বাচন করুন যেমনঃ Ms45&2tQ (ছোট/বড় হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন)
  • মাঝে মাঝেই পাসওয়ার্ড পরিবর্তনের একটি অভ্যাস গড়ে তুলুন।
  • কোন স্প্যাম ই-মেইল থেকে কোন লিংকে ক্লিক করবার অভ্যাস ত্যাগ করুন। ইন্টারেস্টিং লিংক মনে হলে তা কপি করে নতুন কোন ব্রাউজার উইন্ডোতে ওপেন করুন।
  • আপনার একাউন্টের কন্ট্যাক্টস লিস্ট ছোট রাখুন। সচরাচর ব্যবহৃত ই-মেইল এড্রেসগুলো ছাড়া বাকি সব এড্রেস কপি করে একটি টেক্সট ফাইলে সংরক্ষন করে কন্ট্যাক্টস লিস্ট থেকে মুছে ফেলুন।

আর হ্যাঁ - অনিচ্ছাসত্ত্বেও স্প্যাম ই-মেইল পাঠিয়ে থাকলে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে ভুলবেন না। আশা করছি, উপরের নিয়মগুলো মেনে চললে আপনি আর কখনও স্প্যামার হিসেবে পরিচিতি পাবেন না। এবং আপনার পরিচিত মহলেও আপনি একজন নিরাপদ ই-মেইলার হিসেবে থাকবেন। হ্যাপী মেইলিং!

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পর আপনার টিউন পেলাম। আপনার এন্ড্রয়েড চেইন টিউন কন্টিনিউ করে গেলে ভাল হইত। 🙂

আর স্পাম মেইল থেকে বাচতে চাইলে আমার এই টিউন দেখতে পারেন।
স্পাম মেইলের বন্যায় আপনি প্লাবিত? তাহলে চলুন জেনে নেয়া যাক স্পাম মেইল থেকে বাচার উপায়!
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/116588

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই। সময় পাই না। আর এন্ড্রয়েড এর ব্যাপ্তি এত, যে কোনটা ছেড়ে কোনটা লিখব এই কনফিউশনে থাকি। লিংকের জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ । আপনার পরামর্শগুলো অনেক কাজে লাগবে ।

Thank u very very much vai, besk kichudin dhore ai MAILER-DAEMON @mail theke failor notic astachelo, bujtam na, now bujlam, thanks

+++