গুগল AdPlanner দিয়ে বিজ্ঞাপনদাতাকে আকৃষ্ট করুন

আপনি কি গুগল এডসেন্স পাব্লিশার? আপনার ওয়েবসাইট কিম্বা ব্লগে গুগল এডসেন্স দিয়ে টাকা আয় করেন? আপনার ওয়েবসাইট/ব্লগে কি প্রত্যেকদিন অনেক পাঠক আসেন? কিম্বা, আপনি কি AdWords মারফৎ বিজ্ঞাপন দেন আপনার পণ্যের? তাহলে ব্যাবহার করে দেখতে পারেন Google AdPlanner নামের সুবিধাটি। প্রথমেই বলবো যারা এডসেন্স পাব্লিশার তাদের জন্য। আপনারা জানেন যে আপনার সাইট/ব্লগ কন্টেন্ট অনুযায়ী আপনি গুগল থেকে বিজ্ঞাপন পাচ্ছেন। এডসেন্স একাউন্টে বড়জোর বিজ্ঞাপন বিভাগগুলি বেছে নিতে পারছিলেন এতোদিন। কিন্তু নিজে বাছাই করা বিজ্ঞাপন দেখাতে পারছিলেন না। এবারে এটাই পারবেন, পুরোটা নাহলেও কিছুটা তো বটেই। কিভাবে? google.com/adplanner ওয়েবসাইটে গিয়ে গুগল একাউন্ট দিয়ে সাইন-ইন করে আপনার সাইট/ব্লগ সেখানে যুক্ত করে দিন, আপনি যদি গুগল এনালিটিক্স ব্যাবহার করেন, তাহলে আপনার সাইটের ভিজিটার ডেটা আপনার সাইটের নামের পাশেই দেখা যাবে। এর পরেই নির্বাচন করে নিন আপনার সাইট ক্যাটাগরি (কি কি বিষয়ভিত্তিক কন্টেন্ট) এবং সবশেষে বেছে নিন একটি বোতাম যা আপনার সাইটে/ব্লগে সাজাবেন।

6S_Google_Ad_Planner_Logoadplanner_defineaudience[1]

ব্লগার'রা তাদের ব্লগের সাইডবারে দিতে পারেন, ওয়েবমাস্টাররা তাদের ওয়েবসাইটে যেকোনো স্থানেই দিতে পারেন। [লেখার এই অংশ থেকে AdWords বিজ্ঞাপনদাতারাও নজর করুন] এই বোতাম দেখতে পেয়ে ক্লিক করেই বিজ্ঞাপনদাতারা AdPlanner ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটের ভিজিটার ডেটা, যেমন দিনে কতো পাঠক, একদিনে কতোজন ইউনিক ভিজিটার, মাসে মোট ভিজিটার কতো, কোন কোন দেশ থেকে ভিজিটার বেশি ইত্যাদি এনালিটিক্স ডেটা। যদি সাইট এবং তাতে আসা ভিজিটার দেখে বিজ্ঞাপনদাতা খুশী হন, তাহলে তিনি চাইবেন আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে।

সুতরাং, Google AdPlanner দিয়ে Adsense ও Adwords publisher দুজনেই একত্রে লাভবান হবেন। গুগল এইভাবে দুইজনকে কাছাকাছি নিয়ে এলো। একজন এডসেন্স পাব্লিশার যেমন ব্লগ বোতাম দিয়ে এডওয়ার্ড পাব্লিশারকে আমন্ত্রণ জানাতে পারেন, তেমনি, এডওয়ার্ড পাব্লিশারও নিজে থেকে আপনার সাইটে বিজ্ঞাপন দিতে চাইতে পারেন।

এখানে আমি সামান্য ব্যাক্তিগত একটি মতামত রাখবো, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনি এডসেন্স পাব্লিশার এবং আপনার ব্লগ টেলিকম বিষয়ক। এবারে ধরা যাক গ্রামীনফোন এডওয়ার্ড পাব্লিশার। আপনার যদি গ্রামীনফোনে চেনাজানা থাকে, তাহলে ব্যাক্তিগতভাবেই তাদেরকে অনুরোধ জানাতে পারেন আপনার ব্লগের বোতাম চেপে অনুসরণ করে গিয়ে আপনার ব্লগের জন্য যেন তারা তাদের পণ্যের বিজ্ঞাপন দেন। এতে করে আপনি একেবারেই স্থানীয় বিজ্ঞাপনদাতাকে দিয়ে আপনার স্থানীয় ব্লগে বিজ্ঞাপন দেওয়াতে পারবেন। গুগল সেটা জানলেও কাজটা বেআইনি হবেনা। সুতরাং আপনাদের মধ্যে যাদের কর্পোরেট যোগাযোগ আছে, তারা এই বাড়তি সুবিধা নিতেই পারেন। স্থানীয় ব্লগে স্থানীয় কোম্পানীর এড পেলে তাতে ক্লিকের সম্ভাবনা বেশি থাকবে। এই যেমন ধরুন আমি যদি আপনার মোবাইল বিষয়ক ওয়েবসাইটে গিয়ে ভেরিজোন ওয়ারলেসের বিজ্ঞাপন পাই, সেটা কিন্তু টেলিকম বিষয়ের উপরেই হবে, কিন্তু আমি ক্লিক করবোনা কারন সেটা আমার স্থানীয় কোম্পানি না হওয়ার ফলে আমি সেই সার্ভিস ব্যাবহার করতে পারবোনা, তাইনা? সেখানে যদি আমি গ্রামীনফোনের এড পাই যার মধ্যে নতুন কোনো স্কিমের হদিশ আছে, তাহলে নিশ্চয় আমি ক্লিক করতে পারি। আমি সামান্য উধারন দিলাম, আপনারা যেকোনো কর্পোরেট সংস্থায় চেনাজানা থাকলেই তাদের কাছে অনুরোধ জানাতে পারেন, বিশেষ করে যদি তাদের পণ্য আপনার ব্লগের বিষয়ের সাথে মিলমিশ খায়। ব্যাপারটা নিজের প্রোগ্রামের জন্য নিজেই স্পন্সর যোগাড় করার মতোই। শুধু, এর মাঝে থাকবে গুগল।

আপনারা বলতে পারেন যে কোম্পানীতে চেনাজানা থাকলে তো সরাসরি বিজ্ঞাপন পাওয়াই যাবে, তাহলে মাঝে গুগল কেন? কারন আছে, নামীদামী কোম্পানীরা যেসব সাইটে বিজ্ঞাপন দেন, সেই তালিকায় আপনার ব্লগের নাম উঠে যাওয়া কিন্তু অনেক লাভজনক হবে। উপরের উধারন দিয়েই বলছি, ধরুন আপনি গ্রামীনফোনের এড চালিয়েছেন গুগল মারফৎ, এবারে সিটিসেল/একটেল এরা দেখতে পেলো সেটা, তারাও কিন্তু চাইবে এড দিতে, কারন আপনার সাইটে ভিজিটা অনেক! Business rivalry বলে একটা ব্যাপার আছে, সেই লাভ তুলতে পারবেন আপনি। কিন্তু এটাই যদি ব্যাক্তিগত ভাবে এড নিতে যান, তাহলে তারাই শর্ত দেবে যে তাদের rival কোম্পানীর এড দেওয়া চলবেনা। এবারে বুঝতে নিশ্চয় পারছেন কেন মাঝে গুগলের থাকার দরকার?

গুগল অনেক বড় সংস্থা এবং তারা এমনি এমনি বড় হয়নি। তারা অনেক ভেবেচিন্তে এক একটি প্রোডাক্ট বাজারে আনেন, এবং তাদের লক্ষ্য কেবলই কর্পোরেট কাস্টমার নয়, সেইসাথে সাধারন মানুষকেও তারা সমান সুবিধা দেন বলেই গুগল এতো জনপ্রিয়। গুগল মানেই শুধু সার্চ নয়!

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

@ রিয়া, আপনার টিউনগুলোর লেখা আমার কম্পিউটারে হযবরল দেখায়। কেন বুঝতে পারছি না। অন্যদের বেলায় এমন হয় না।

Level New

গুগল এ্যাড এবং ব্লগিং নিয়ে আপনার সাথে বিস্তর আলোচনার প্রয়োজন ছিল। আপনি যদি বলেন তাহলে আপনাকে একটি মেইল করতে পারি।

@রিয়া আপনার এই টিউনটা পরে উপকৃ হবো বলে হচ্ছে।আর আপনার উদাহারনটা ভালো দিয়ছেন।

Level 0

ধন্যবাদ আপনাকে তথ্যবহুল টিউনের জন্য।