বিজ্ঞানের খাতা [পর্ব-৪১] :: নোংড়া জিনিস দেখলে মানুষের থুতু আসে কেন?

বিজ্ঞানের খাতা

স্বাধারনত আমরা যখন কোন দুর্গন্ধযুক্ত যায়গা দিয়ে চলাচল করি, নোংড়া জিনিস দেখি তখন ওয়াক থু বলে মনের অজানতেই থুতু ফেলি। অনেকেই আবার এক কাঠি সরেস। ওয়াক ওয়াক করে হাটা নয় বমি শুরু করে দেয়। আমার নিজেরও সেই একই দশা। কাউকে বমি করা দেখলে আমারও বমি পায়। কিন্তু জীবন অনেক সময় অনেক গুলো কঠিন পরিস্থিতির মুখোমুখি করে দেয় তখন বমি সামলে নিজেকে মানিয়ে নিতে হয়। খুলনা থেকে নানীর সাথে দুই মামাতো বোন ঢাকায় মামার বাসায় বেড়াতে আসলো। আমি যাওয়ার পর বায়না ধরল ভাইয়া চিড়িয়াখানা দেখতে যাবো। রোদেলা দুপুরে নিয়ে গেলাম মিরপুরের চিড়িয়াখানায়। আধাঘন্টার পর হঠাৎ বলা নেই কওয়া নেই তুমুল বৃষ্টি শুরু হলো। সাথে কড়াৎ কড়াৎ বাজ পড়ছে। পাশে ছিলো চিড়িয়াখানার জাদুঘর। বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাতে টিকেট কেটে ওখানেই ঢুকে পড়লাম। আধা ঘন্টা কেটে গেলো। এক ঘন্টা কেটে গেলো। বৃষ্টি থামেনা। জাদুঘরের স্যাঁতসেতে ঘন্ধে বড় মামাতো বোনটা মাথা ঘুরে পড়ে গেলো। একরম পরিস্থিতিতে আগে পড়ি নাই। বেশ ঘাবড়ে গেলাম। কি করা উচিত বুঝে উঠতে পারছিনা। সুস্থ হওয়ার পরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। কয়েক পা যাওয়ার পরেই হড়হড় করে বমি করে দিলো আমার গায়ে। সেদিন যে কি কষ্ট করে আমাকে বমি সামলাতে হয়েছিলো সে আমি জানি আর আল্লাহ জানেন।  

 

আমাদের চোখ যখন কোন নোংড়া জিনিস দেখে তখন শরীরে বিশেষ প্রতিক্রিয়া হয়। স্নায়ুতন্ত্রের মাধ্যমে  বিশেষ অঙ্গের উত্তেজনা মস্তিষ্কের কোষ চলে আসে। মস্তিষ্ক  এই উত্তেজনার সংকেত আবার পেশীতে ফেরত পাঠায়। আমাদের মুখে ফ্রেনিক নার্ভ বলে এক ধরণের নার্ভ আছে। ফ্রেনিক নার্ভ উত্তেজিত হলে মুখে অতিরিক্ত লালা বা রস নিঃসৃত হয়। আমরা যেটাকে থুথু বলি। অনেক সময় ফ্রেনিক স্নায়ুর উত্তেজনার জন্য বুক ও পেটের পেশীর সংকোচন হয়। তখন আমরা বমি বমি ভাব অনুভব করি। আবার অনেক সময় পেট ফুলতে থাকে। পেট পাকায়। বেশী মাত্রায় হলে বমি হয়ে যায়। আর বমি করা যে জগতের অন্যতম কষ্টকর কাজ সে অভিজ্ঞতা মানুষ মাত্র সবারই আছে।

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ভাই মোটামুটি সব পরিবেশেই (বালাদেশে) চলি। তাই আমার এইসব নোংরা, ময়লা, পচাঁ, দুর্গন্ধ ইত্যাদির প্রতি ঘেন্না খুবই কম হয়। তবে বলে রাখি আমি কিন্তু খুব বড়লোক আবার খুব গরিব নই।

Level New

Thanks for the information.