বিদেশে লিখাপড়া করতে চান ? আগে জেনে নিন থিসিস/গবেষণা সম্পর্কে।

আমাদের দেশে শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয় কম হবার কারণে অনেক মেধাবী ঝরে যায়। বিদেশে কিভাবে বৃত্তি নিয়ে পড়া লিখা করা যায় সে সম্পর্কে অন্য একদিন বলব। আজ দেখে নিন কিভাবে থিসিস পেপার লিখতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি ৯০ % ছাত্রছাত্রী থিসিস/গবেষণা ছাড়া সম্মানের সাথে সম্মান ডিগ্রি শেষ করছে। যেখানে উন্নত বিশ্বে থিসিস/গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রিই  মেলেনা, বিদেশে পড়তে আসার পড় ব্যাপারগুলা না জেনে আগেভাগেই ব্যাপারগুলা জানার  চেষ্টা করা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক। বিদেশে বৃত্তির জন্য আবেদন করলে সবার আগে প্রফেসরগণ যে জিনিসটা দেখেন তাহল কার কয়টা গবেষণাপত্র ভাল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যেখানে আমাদের বাংলাদেশের অনেক সম্মানিত শিক্ষণগণের ই  ভাল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এমন কর্ম নেই। যেজন্য বাংলাদেশি শিক্ষার্থীরা বাদ পরে প্রথমিক বাছায়তে।

অনেক বাজে বকলাম, এইবার থিসিস/গবেষণা  কিভাবে লিখতে হয় তার পুরনাঙ্গ একটা দিকনির্দেশনা দেখে নেওয়া যাক।

প্রেজেন্টেশান আপলোড করার কোন ভাল অপশন টেকটিউনস এ না থাকায় একটা  ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিলাম, সম্পূর্ণ দিকনির্দেশনা সহ প্রেজেন্টেশান আকারে এইখানে পাবেন , আসা করি নিজে বিষয়টা জেনে এবং সকলের সাথে শেয়ার করে সকলেই একসাথে  উপকৃত হবেন।

ফেইসবু এ অনুসরণ করুণ ঃ Facebook Fan Page

অনেক বাজে বকলাম, এইবার থিসিস/গবেষণা  কিভাবে লিখতে হয় তার পুরনাঙ্গ একটা দিকনির্দেশনা দেখে নেওয়া যাক।

প্রেজেন্টেশান আপলোড করার কোন ভাল অপশন টেকটিউনস এ না থাকায় একটা  ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিলাম, সম্পূর্ণ দিকনির্দেশনা সহ প্রেজেন্টেশান আকারে এইখানে পাবেন , আসা করি নিজে বিষয়টা জেনে এবং সকলের সাথে শেয়ার করে সকলেই একসাথে  উপকৃত হবেন।

ফেইসবু এ অনুসরণ করুণ ঃ Facebook Fan Page

 

 

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

প্রয়োজনীয় পোস্ট

Thank you

হুমম… বেশ কাজের।