সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যবহারিত ছবির আকার জেনে নিন।

আচ্ছালামুঅালাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকাল আমরা সবাই প্রায় কম বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে থাকি। এই মাধ্যমগুলোতে আমরা বিভিন্ন প্রকারের ছবি ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা কি জানেন যে প্রতিটি সামাজিক যোগাযোগের মাধ্যমেই ব্যবহারিত ছবিগুলোর কিছু সঠিক মাপ রয়েছে। জানতেন না? চলুন তবে, জেনে নেয়া যাক।

http://www.thebdblog24.com

ফেসবুকঃ

প্রোফাইল ইমেজ - ১৮০x১৮০ পিক্সেল।
কভার ফটো - ৮৫১x৩১৫ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার - ১২০০x৬৩০ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা লিংকের ইমেজের আকার - ১২০০x৬২৭ পিক্সেল।
ফেসবুক পেজের কভার ফটো - ৮২৮x৩১৫ পিক্সেল।

টুইটারঃ

প্রোফাইল - মূলত ৪০০x৪০০ পিক্সেল রিকমান্ড করা হয়ে থাকে যদিও সেটা ডিসপ্লে করা হয় ২০০x২০০ পিক্সেলে।
হেডার - ১৫০০x৫০০ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার - টুইটার ফিডের ক্ষেত্রে এজন্য সর্বনিম্ন ৪৪০x২২০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০২৪x৫১২ পিক্সেল।

ইন্সটাগ্রামঃ

প্রোফাইল - ১৮০x১৮০ পিক্সেল। যদিও এটি ডিসপ্লে করা হয়ে থাকে ১১০x১১০ পিক্সেলে এবং ওয়েবের ক্ষেত্রে একটি বাউন্ডিং বক্সের মধ্যে সার্কেলে এই ইমেজটি প্রদর্শন করা হয় যার আকার ১৫২x১৫২ পিক্সেল।
ছবি - ১০৮০x১০৮০ পিক্সেল। কিন্তু।, ইন্সটাগ্রাম এই ছবিগুলোকে স্কেল করে থাকে ৬১২x৬১২ পিক্সেলে। যেহেতু বর্তমানে আর ব্যবহারকারীকে বাধ্যতামূলক ভাবে স্কয়ার ছবি আপলোড করতে হয়না তাই ল্যান্ডস্কেপ ইমেজের ক্ষেত্রে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১০৮০x৫৬৬ পিক্সেল এবং প্রোট্রেটের ক্ষেত্রে ১০৮০x১৩৫০ পিক্সেল পর্যন্ত আপলোড করতে পারবেন।
প্রোফাইলে রাখা ফটো থাম্বনেইল - ১৬১x১৬১ পিক্সেল।

ইউটিউবঃ

চ্যানেলের কভার - ২৫৬০x১৪৪০ পিক্সেল।
ভিডিও থাম্বনেইল - ১২৮০x৭২০ পিক্সেল।
চ্যানেল আইকন - ৮০০x৮০০ পিক্সেল।

পিনটারেস্টঃ

প্রোফাইল - ১৬৫x১৬৫ পিক্সেল।
ফিচার্ড ইমেজ - ২২২x১৫০ পিক্সেল।
ছোট আইকন - ৫০x৫০ পিক্সেল।
ফিডের ইমেজের দৈর্ঘ্য - ২৩৬ পিক্সেল।
এক্সপ্যান্ড করার পর ইমেজের দৈর্ঘ্য - ৭৩৬ পিক্সেল।

গুগল প্লাসঃ

প্রোফাইল - ২৫০x২৫০ পিক্সেল।
কভার ইমেজ - ১০৮০x৬০৭ পিক্সেল। সর্বোচ্চ আকার ২১২০x১১৯২ পিক্সেল।
শেয়ার্ড ইমেজ - দৈর্ঘ্য ৪৯৭ পিক্সেল।

লিংকড ইনঃ

প্রোফাইল - ২০০x২০০ পিক্সেল।
ব্যাকগ্রাউন্ড ইমেজ - ১৪০০x৪২৫ পিক্সেল।
লিংকড ইন ব্লগ/স্ট্যাটাস আপডেট - ৬৯৮x৪০০ পিক্সেল।

বিঃ দ্রঃ যদি আপনার কোন প্রতিষ্ঠানের পেজ থাকে তবে সেক্ষেত্রে,

কভার ফটো - সর্বোচ্চ ৯৭৪x৩০০ পিক্সেল।
লোগো - সর্বনিম্ন ৩০০x৩০০ পিক্সেল।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন

Mahmudul Hasan Manik

টিউন টি আগে এখানে ক্লিক করুন।

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস