এটিএম পিন কেন শুধু ৪ সংখ্যার হয়??

বর্তমান বিশ্বে ব্যাংকিং ধারণা পাল্টে দিয়েছে যে যন্ত্রটি সেটি হচ্ছে ATM (Automated Teller Machine),  ATM কার্ড দ্বারা আমরা খুব সহজেই টাকা তুলতে পারি। শুধু টাকা তোলাই নয়, বরং শপিং, টিকিট কেনা থেকে শুরু করে গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিলও পরিশোধ করে থাকি এটিএম কার্ড দিয়ে। গত প্রায় অর্ধ-শতাব্দী ধরে আমরা এই এটিএম ব্যবহার করে আসছি। কিন্তু এই যন্ত্রটি তৈরির পিছনে মজার একটি ঘটনা রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানিনা। এটিএম পিন কেন শুধুমাত্র ৪ সংখ্যার হয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা অনলাইনে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি যেগুলো কিনা কমপক্ষে ৮ সংখ্যার হতে হয়। কিন্তু এটিএম পিন কেন শুধুমাত্র ৪ সংখ্যার হয়, সে প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

চলুন তাহলে জেনে নেয়া যাক এটিএম এর ইতিহাস। স্কটিশ বৈজ্ঞানিক জন অ্যাড্রিয়ান শেফার্ড-ব্যারন এটিএম তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মূলত তাকেই এটিএমের উদ্ভাবক বলা হয়। তিনি প্রথমত ৬ সংখ্যার পিন দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেটা করতে পারেননি। তাকে ৬ ডিজিটের পিন দিতে নিষেধ করেন তার স্ত্রী ক্যারোলিন।

ATM Cardকারণ হিসেবে আমরা যেটা জানতে পারি, সেটা হচ্ছে, তার স্ত্রী ৪ সংখ্যার বেশি কোন সংখ্যাই মনে রাখতে পারতেন না। তাই স্বামীর সুপারিশ শুনে তিনি পত্রপাঠ তা খারিজ করে দেন। আর তাতেই অ্যাড্রিয়ান ৪ সংখ্যার পাসওয়ার্ডে সিলমোহর দেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই টিউনটি ভাল লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে পড়ার সুযোগ করে দিন।

Follow me on facebook: Tarek Jamil

Please Subscribe My YouTube Channel: News Wheel

Thanks for reading my post. Keep your eyes open to see my next post. Take Care. Allah Hafez.

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস