কিভাবে সহজে ডেস্কটপ শর্টকাট তৈরী করবেন। উইন্ডোজ ৮.১

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন?  আশাকরি আল্লাহর দয়ায় ভাল আছেন সবাই।  আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। একটু দেরীতে হলেও ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। বন্ধুরা আজকে আপনাদের কাছে ছোট্ট অথচ খুবই দরকারি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।

প্রথমে জেনে নেয়া যাক শর্টকাট কি?

কোনো পিসিতে বা ডেস্কটপে ইন্সটল কৃত বিভিন্ন সফটওয়্যারের যে আইকন বা লোগো ডেস্কটপের স্ক্রিনে ভেসে থাকে, যেটিতে ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হয় বা সচল হয় তাকে কমপিউটারের ভাষায় সর্টকাট বলে। আর ডেস্কটপ শর্টকাট হচ্ছে ডেস্কটপের স্ক্রিনে থাকে বলেই এগুলোকে ডেস্কটপ সর্টকাট বলা হয়।

বিশেষ করে যারা ডেস্কটপ বা পিসিতে সব সময় নির্দিষ্ট কিছু সফটওওয়ার বা অ্যাপ নিয়ে কাজ করেন তারা অনেক সময় প্রয়োজনীয় শর্টকাটটি খুজে পাননা বা অসতর্কতা বশতঃ ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যায়। তখন কি করবেন ? অথবা আপনার  পছন্দের কোনো অ্যাপ আপনার চোখের সামনে রাখতে চান  অথবা নতুন কোনো অ্যাপ এর শর্টকাট বানাতে চান বা ডেস্কটপে রাখতে চান, অথবা আপনি চাচ্চেন আপনার কাজের সুবিধার্তে ডেস্কটপের সকল শর্টকাট আপাততঃ কিছুক্ষন হাইড করে রাখবেন বা মুছে ফেলবেন বা পুনরায়  ফিরিয়ে আনবেন, এ কাজগুলো  কিভাবে করবেন ?

চলুন দেখি কিভাবে ডেস্কটপ শর্টকাটের এসব সমস্যা সহজে সমাধান করা যায়।

বন্ধুরা, কাজগুলো খুবই সহজ কিন্তু সবগুলো কাজের বর্ননা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এখানে স্ক্রিনসর্ট দিতে গেলে টিউন্সের কলেবর অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের জন্য এই বিষয়ের উপর আমি একটি ছোট্ট ভিডিও তৈরী করেছি।ভিডিওটি ভালো ভাবে দেখলে আপনাদের কাছে সবকিছু পানির মত পরিষ্কার হয়ে যাবে আশা করি। তো চলুন দ্রুত ভিডিওটি দেখে নেয়া যাক।

নীচের ভিডিও টি দেখুনঃ

টিউনটি ভাল লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পেতে আমার ইউটিউব চেন্যালটি SUBSCRIBE করতে ভুলবেন না আশা করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস