HTML All Tags List Bangla 2020 – এইচটিএমএল এর সকল ট্যাগের তালিকা

টিউন বিভাগ এইচটিএমএল
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি আপনারা ও ভালো আছেন। HTML tags (এইচটিএমএল ট্যাগ) নিয়ে আলোচনা করবো। আপনাদের কাজ হচ্ছে ট্যাগ গুলো বুঝে-বুঝে মুখস্ত করা, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

Html ট্যাগকে দুই ভাবে ভাগ করা যায়ঃ

  • 1.Single ট্যাগঃ যেসমস্ত এইচটিএমএল ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকেনা, শুধু ওপেনিং ট্যাগ থাকে তাদেরকে Single ট্যাগ বলা হয়। <br> ট্যাগের মত <img>, <link>, <hr> ইত্যাদি ট্যাগ গুলো ও single html Tag। এই ট্যাগ গুলোর কোনো কোনো ক্লোজিং ট্যাগ নেই।
  • 2. Container ট্যাগঃ  যেসমস্ত এইচটিএমএল ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ উভই থাকে এবং ট্যাগ দুটির মধ্যে কন্টেন্ট থাকে তাদেরকে Container ট্যাগ বলে। যেমন <h2>….</h2>, <p>…………</p> ইত্যাদি।

এইচটিএমএল এর সকল ট্যাগ এর তালিকা (All HTML Tags List)

  • <b>….</b>  = টেক্সটকে বোল্ড করার জন্য
  • <em>….</em> =টেক্সটকে emphasized করার জন্য
  • <i>….</i> =কোনো টেক্সটকে italic করার জন্য
  • <small>…</small> =কোনো টেক্সটকে ছোট করার জন্য
  • <big>…</big> =টেক্সটকে বড় করার জন্য
  • <blink>….</blink> =টেক্সটকে একবার প্রদর্শন করবে আবার করবেনা
  • <blockquote>… </blockquote> =বিশেষ উক্তি প্রকাশ করার জন্য
  • <strike>…. </strike> =টেক্সটের মাঝে কাটা দাগ দিতে
  • <del>….</del> =টেক্সটের মাঝে কাটা দাগ দিতে
  • <strong>…</strong> =টেক্সটকে বোল্ড করার জন্য
  • <a>….</a> =এটি একটি এঙ্কর ট্যাগ যা লিঙ্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <img>…</img> =ছবি সংযুক্ত করতে ব্যবহার করা হয়
  • <abbr>….</abbr> =সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <samp>….</samp> =কোনো বিষয়কে নমুনা হিসেবে দেখাতে
  • <code>….</code> =কোনো বিশেষ বাক্যকে Fixed-Width ফরমেটে লিখতে ব্যবহার করতে হয় <form>….</form> =যেকোনো ফর্ম তৈরি করার জন্য
  • <h1>…….</h1>. <h6>….</h6> =এটি দ্বারা শিরোনাম (Heading) নির্দেশ করে। এটি h1 থেকে h6 পর্যন্ত রয়েছে
  • <table>….</table> =টেবিল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় … Division তৈরিতে  এই  ট্যাগ  ব্যবহার করা হয়
  • <row>….</row> =যেকোনো রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <col>….</col> =যেকোনো কলাম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় <tr>….</tr> টেবিলের  রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <td>….</td> =টেবিলের সেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <th>….</th> =টেবিলের হেডিং বা শিরোনাম  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <hr/> =ভূমির সমান্তরাল রেখা  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <input>….</input> =যেকোনো ধরনের ইনপুট ফিল্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <list>……</list> =লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <ol>….</ol> =অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <ul>….</ul> =আন অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <u>….</u> =আন্ডার লাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <sub>….</sub> =কোনো টেক্সটকে একটু নিচে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <sup>………</sup> =কোনো টেক্সটকে একটু উপরে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ……কোনো ওয়েব পেজকে ফ্রেমের মধ্যে রাখতে ব্যবহার করা হয়
  • <p>……</p> =প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <style>……</style> =ওয়েব পেজকে স্টাইল করতে ব্যবহার করা হয়
  • <font>….</font> =ফন্টের সাইজ ও  কালার নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <br/>=লাইন ব্রেক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <marquee>……</marquee> =চলমান লিখা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • <pre>….</pre> =একপাশে কবিতার মত লাইন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়

এছাড়া আরও অনেক html  code  আছে সেই গুলো pdf ফাইল  ডাউনলোড  করতে নিচের লিংক এ কিক্ল করুন click here

টিউনটি পড়ে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি আমার সাইট থেকে ঘুরে আসবেন। click here

এটি ফেসবুক, গুগল প্লাস, টুইটারে শেয়ার করতে ভুলবেন না

Level 0

আমি সাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস