আনলিমিটেড ওয়েবহোস্টিং-ভূল করার আগে জেনে নিন

বর্তমানে ইন্টারনেট এর এই যুগে আমাদের সকলেরই ইচ্ছে থাকে নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করার ।
আর তাই আমরা অনেক কিছুই করে ফেলি কোন চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু যেখানে টাকার ব্যপারটি জড়িত থাকে সেখানে আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বৈকি ।
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্নভাবে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং এর অন্যতম হচ্ছে ইন্টারনেট এর প্রতারণা ।
এটি নিয়ে কারও মাঝে সাধারনত কোন আলোচনাও প্রত্যক্ষ করা যায়না । শুধু ভূক্তভুগিরাই তা অনুধাবন করতে পারে মাত্র ।
আপনারা অনেকেই নিশ্চয়ই খেয়াল করবেন আমার প্রতিটা পোস্ট সাধারনত সচেতনতা বিষয়ক হয়ে থাকে আজও এর ব্যতিক্রম নয় ।
মূল পোস্টে যাবার আগে বলে নেয়া ভালো এই পোস্টের কোন লেখা কাউকে উদ্দেশ্য করে নয় কেবল মানুষকে বিষয়টি সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা মাত্র ।

আমার আজকের বিষয় আনলিমিটেড ওয়েবহোস্টিং নিয়ে ।
যারা ওয়েবসাইট তৈরি করবেন ভাবছেন বা তৈরি করেছেন তাদের কাছে ওয়েবহোস্টিং নতুন কোন বিষয় নয় ।
আমরা বেশিরভাগ মানুষজন শেয়ারড ওয়েবহস্টিং ব্যবহার করে থাকি । এক্ষেত্রে আমরা আমাদের পছন্দমত কোন একটি প্যাকেজ বেছে নিই ।
কিন্তু আমাদের ভূল তখনি হয় যখন আমরা আনলিমিটেড ওয়েবহোস্টিং নিতে যাই ।
কারন তখন আমরা ভেবে দেখিনা যে কেন আমাদের আনলিমিটেড ওয়েবহোস্টিং এর প্রয়োজন বা এই সম্পর্কে আগে থেকে কিছু জেনে রাখা উচিত কি না ।
আর এর কারণে আমাদের অনেককেই ভূলের মাশুল দিতে হয় ।

আনলিমিটেড ওয়েবহোস্টিং মূলত এক ধরনের শুভংকরের ফাঁকি বলেই মনে হয় কারন,
প্রথম কথা,এই পৃথিবীতে কোন কিছুই আনলিমিটেড নয়,আর এখন পর্যন্ত আনলিমিটেড স্টোরেজ সম্বলিত কোন হার্ডডিস্ক বিজ্ঞানীরা আবিস্কার করতে পারেনি,তাহলে হোস্টিং আনলিমিটেড হবে কিভাবে ।
দ্বিতীয়ত,এর ফলে আপনি আপনার সার্ভিস সম্পর্কে অনেক কিছুই অনুধাবন করতে পারবেন না ।
তৃতীয়ত,এই পদ্ধতিতে খুব সহজেই একজন মানুষকে বোকা বানিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা দাবি করা যেতে পারে ।
চতুর্থত,সি-প্যনেল এর একটি এডঅনের সাহায্যে খুব সহজেই ১০ মেগাবাইট এর একটি হোস্টিং কে আনলিমিটেড বানিয়ে দেয়া সম্ভব ।
পঞ্চম,কারও মনে যদি কোন দুরভিসন্ধি থেকে থাকে তবে এই সার্ভিস এর মাঝে অনেক কিছুই করা সম্ভব হতে পারে ।

তাই ওয়েবহোস্টিং যার কাছ থেকেই নেন না কেন আনলিমিটেড ওয়েবহোস্টিং থেকে বিরত থাকবেন এবং নির্দিষ্ট পরিমান হোস্টিং নেবেন ।
দাম বেশি হলে হোস্টিং ভালো আর দাম কম হলেই হোস্টিং খারাপ এই ধারনাটি ভূল ।
সাধারনত কোন কোম্পানি থেকে সার্ভিস নিলে আপনার খরচ হবে পার্সোনাল কারও থেকে নেয়ার চাইতে কিছু বেশি ।
তবে এক্ষেত্রে পরিচিত কারও নিকট থেকে নিতে পারলে হয়ত ভালো হয় ।
আর আগে থেকেই জেনে রাখবেন পরবর্তীতে প্রয়োজনে আপনি এই সার্ভিস এর চেয়ে বেশি বাড়াতে বা কমাতে পারবেন কিনা ।
কেননা অনেক সময় ওয়েবস্পেস থেকে ব্যন্ডউইথ খুব জরুরী হয়ে পরে তাই আগে থেকে জেনে না রাখলে প্রয়োজনে আপনার হিসেব মেলাতে কষ্ট হয়ে যেতে পারে ।

নিজে জানুন ,অন্যকে জানান । ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি তাই ভূল করার আগেই জানুন আর ভূল করলেও আমাদের জানান যাতে আর একজন এই ভুল থেকে রক্ষা পেতে পারে ।

সবার জন্য শুভকামনা রইল । সবাই ভালো থাকুন,নিজের পাশাপাশি দেশটিকে ও দেশের মানুষদেরকে ভালবাসতে চেষ্টা করুন ।
পোস্টটি যদি আপনার মূল্যবান সময় নষ্ট করে থাকে তবে আমি দুঃখিত । সময় করে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
প্রথম প্রকাশ এখানে

Level 0

আমি A.R.Bhuyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আনিসুর রহমান । অনলাইনে সময় কাটানোর পাশাপাশি ওয়েবসাইট নির্মাণ এবং ব্লগিং করতে ও পড়তে ভালবাসি । আমাকে পাবেন http://anisbd.com এ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমরা আপনার সাথে সহমত প্রকাশ করলাম কারন এটি অত্যন্ত বাস্ত একটি বিষয়

আমরা আপনার সাথে সহমত প্রকাশ করলাম কারন এটি অত্যন্ত বাস্ত একটি বিষয় 🙂

Level 0

আমার এই বিষয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে. আনলিমিটেড ওয়েবহোস্টিং এবং আনলিমিটেড ব্যন্ডউইথ এর কথা বলে কিন্তু আসল বেপার হচ্ছে CPU usage policy. আপনার user বেশি হয়ে গেলে CPU use বেড়ে যাবে আর আপনার account suspend হয়ে যাবে তাই হোস্টিং কিনার আগে Share hosting এর ক্ষেত্রে কত %CPU use করতে দিবে সেটা জেনে নিন আগে.

    Level 0

    @polin: খুব ভালো একটা পয়েন্ট উল্লেখ করেছেন শুধু তাই নয় , এছাড়াও আরও অনেক শুভঙ্করের ফাঁকি থেকে থাকে কিন্তু এটা ভুক্তভুগিরাই বুঝতে পারে । ধন্যবাদ মন্তব্যের জন্য