Yahoo Mail এর যত অপশন (অবশ্যই পড়বেন)

ইয়াহুতে আই.ডি. বা একাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারী কমই পাওয়া যাবে। তবে অধিকাংশ ব্যবহারকারীর অনেক থুটিনাটি বিষয জানা নেই। আমার কাছে কিছুদিন আগে একটি মেইলও এসেছিল এব্যাপারে। দেথে নিন কয়েকটি মেইল অপশন।

ইয়াহু মেইল এ লগিন করে বামপাশ অবস্থিত Option এ ক্লিক করুন। নিচের ছবির মত:

02

অপশন এর প্রথম Ganeral মেনুতে আছে সেন্ট মেনুতে কোন মেইল দেখাবে কিনা, স্পাম মেইল কত দিন থাকবে বা কত দিন পরে অটো ডিলেট হবে, মেইল ডিলেট করার পর পরের ইমেইল দেখাবে নাকি ইনবক্সে ফিরে যাবে, মেইল আসার পর সাউন্ড বা সতর্ক বাণী দিবে কিনা, ডিফল্ট ফন্ট সাইজ বা কালার-সাইজ কি হবে তা নির্ধারন করা যাবে। ছবিটি দেথুন:

03

আপনি যদি মেইল এর সাথে সিগসনেছার পাঠাতে চান কাহলে পরের Signature মেনুকে ক্লিক করে আপনার সিগসনেছার দিন।

04

এর পরের গুরুত্বপুর্ন মেনু হল Spam. স্পাম ফোল্ডার কতদিন পরপর পরিস্কার করতে চান তা এখান থেকে নির্ধারন করে দিতে পারেন। এই মেনুর বড় সুবিধাটি হল, আপনি যদি কোন ইমেইল এড্রেস থেকে মেইল রিসিভ করতে না চান তা হলে এখানে ব্লাক লিস্টে আ্যাড করে দিতে পারেন। ওই এড্রেস থেকে আপনাকে আর বিরক্ত করতে পাবে না। তবে সর্বচ্য ৫০০ টি। এর বেশি প্রয়োজন হলে আপনাকে মেইল প্লাস নিতে হবে।

05

পরের মেনু Filter. আপনার কাছে আসা সকল মেইল ফিল্টার করবে। একে এক প্রকার অ্যান্টিভাইরাসও বলতে পারেন। যেমন: ফিল্টার এ যদি আপনি Yes, No, very, good ইত্যিদি শব্দ লিখে দেন তাহলে যে সমস্ত মেইলে ঐ শব্দ আছে তা আসবে না।

06

রুহুল আমিন ভাই (গাজীপুর) ও নিলকানি ভাই আপনারা বলেছিলেন কিভাবে Divert or Forward করা যায় আর Out look Express এ POP3 Server Setting দিতে হয়।POP and Forwarding মেনু ব্যবহার করে এ কাজ করা যাবে। কিন্তু বড় দু:খের সাথে জানাতে হচ্ছে এটি ব্যবহার করতে চাইলে আপনাদেরকে একটু পয়সা খরচ করে ইয়াহ্র মেইল প্লাস নিতে হবে।

07

আরেকটি তথ্য আপনি চাইলে আপনার কাছে আসা সকল মেইল এর একটা অটো রেসপনজ করতে পারেন। যেমন কেউ আপনাকে মেইল করলে এমন বার্তা পাবে: Your Mail Succesfully sent to Jhon smith's Inbox. You will reply soon. একাজটি আপনি Vacation Respons মেনি ব্যবহার করে করতে পারেন।
08

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কষ্ট করার জন্য ধন্যবাদ॥॥॥

দারুন কাজে আসবে।ধন্যবাদ