P6 internet package ইউজারদের বলছি,

image-3

Grameenphone এর P6 internet package  এর মেয়াদ থাকে ৩০ দিন। মাস শেষে দেখলেন প্রাপ্ত ডাটা (মেগাবাইট) এর বেশ কিছু অংশ অব্যবহারিত থেকে গেছে।আমরা সাধারনত যেটা করি তাহল মাস শেষে নতুন করে আবার P6 সাবস্ক্রাইব করি এবং নতুন করে ১০২৪ মেগাবাইট পাই। আপনি ইচ্ছা করলে পুর্বের অব্যবহারিত অংশ এমাসের প্রাপ্ত ডাটা (মেগাবাইট) এর সাথে যোগ করতে পারবেন। এজন্য আপনাকে মেয়াদ ফুরোবার আগেই আবার P6 সাবস্ক্রাইব করতে হবে।

যেমন,  আমি শুধুমাত্র আমার মোবাইল এর জন্য p6 ব্যবহার করি।আমার P6 এর মেয়াদ শেষ হবে আজ (২১.১১.২০০৯) কিন্তু  অব্যবহারিত অংশ রয়ে গেছে ৯০ মেগাবাইট, এখন আমি যদি আজকেই (২১.১১.২০০৯) আবার P6 সাবস্ক্রাইব করি তাহলে পরবর্তী মাসে আমার প্রাপ্ত ডাটার পরিমান হবে (১০২৪+৯০)=১১১৪ মেগাবাইট।

এ অফারটি একই ধরনের অন্য প্যাকেজের (Ex. P5) ক্ষেত্রেও প্রযোজ্য।

Level 0

আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Searchhing.......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কৌশিক ভাই,
স্পীডই পাইনা আর প্যাকেজের প্রশংসা !!
হায়রে জি. . . . .পি

https://www.techtunes.io/internet/tune-id/12520/

    Level 0

    vi city cell zoom use koren valo hote pare

    না রুহুল ভাই, জিপি সম্পর্কে আমার মতামত আপনার মতই, প্রশংসা করার মত তাদের তেমন কিছুই নেই। তবে ইন্টারনেট সেবার ব্যাপ্তি ও তার প্রসারের ক্ষেত্রে জিপির যে ভূমিকা সেটাও খুব কম নয়।
    আর এ পোস্টটা আমাদের নিজেদের জন্যই, জিপির প্রশংসা বা বিজ্ঞাপন নয়। আমাদের প্রাপ্য অংশ যাতে কড়ায় গন্ডায় বুঝে নিতে পারি তারই প্রয়াস মাত্র।

কত মেগাবাইট আছে কেমনে জানবো কেৌশিক ভাই

    Dial *566*10#

    আপনার কত মেগাবাইট বাকি আছে তা দেখবে।

আর না থাকলে কি করমো। আমি এক মাস ব্যবহার করছিলাম ৯ দিন লাগছে ১জিভি শেষ হতে। এখন পি ২….

    1 গিগাবাইট এ ৯ দিন, সেতো অনেকদিন চালিয়েছেন। আমি p6 শুধুমাত্র মোবাইলে ইউজ করি। পিসি তে অন্য লাইন ইউজ করি। আপলোড, ডাউনলোড সেখান থেকেই সারি।
    পিসি তে আমার ইন্টারনেট এর স্পীড অনেক, 350-400 KBps. এজন্য স্পীড নিয়ে মাথা ঘামাই না। ১ গিগায় মোবাইলে ১ মাস দিব্যি চলে যায়। আর জিপি যেটুকু স্পীড দেয় মোবাইলে আমার তাতেই চলে যায়।

ami aktel us korci speed ato kom je page khulte cay na ki sommossa bolben

Level 2

কৌশিক দা কেমন আছেন?

Level New

কাজের একটা টিউন দিলেন ভাই। ১০০ ভাগ পরীক্ষিত?

    পরীক্ষিত, এছাড়া 121 থেকে কল করে জিপি নিজেই আমাকে এটা জানিয়েছে

Level 0

ভাই আমার মতে আমি যে গতি পাই তা পুরো ব্যবহার করতে পারিনা,আপনার কি জানা আছে কি ভাবে পুরো গতিটাই ব্যবহার করা যাবে বা জাতীয় কোনো সফটওয়ার আছে কিনা

only 30 taka dia gp sim 3 din unlimited browse kora jay
amar ek friend jane but o shekhay na
keo janly kojdean

    এইগুলা একপ্রকার গুজব। এইগুলাতে কান দিবেননা। জিপি অফার দিবে আর তা সবার মাঝে পাবলিশ করবেনা এইটা অসম্ভব।

    আর কৌশিক ভাই ! আপনি কোথায় থাকেন ভাই ? কার লাইন ইউজ করেন ? আর 350-400 KBps স্পীডের জন্য মাসে কত টাকা চার্জ দেন, দয়া করে জানাবেন কি ???

মোবাইল ইন্টারনেট সবছে ভালো হবে কোনটা কেউ জানলে বলবেন উপকার হবে

Level 0

সত্যি আজই জানলাম।
আমি ত ১ জিবি দিয়েই টেনে টুনে একমাস পার করি। ডাউনলোড করি p4 প্যাকেজ দিয়ে কেননা ওটা আনলিমিটেড।
ভাই সজিবের মত আমার ও জানতে ইচ্ছা করে আপনি 300-400KBps স্পীডের জন্য মাসে কত টাকা চার্জ দেন ?

@ সোহেল, সজীব, এটা ডেডিকেটেড লাইন, চার্জ আমার অফিস থেকেই দেয়। বিস্তারিত জানাতে পারছিনা। কেউ যদি আরো আগ্রহী হন, মেইলে জানাব।
@ফিরোজ, আপাতত জিপি ই সেরা।

Level 0

Vai ami dinar balay akta sim a P6 ar rater balay onno sim a “Night mode package p3” use kori.. Kintu ami janina ja P3 er mayad dakha kivaba? ar kototuku khoroch korlam taw dakhta pari na amaka aktu healp korban PLZZZZZZZZZZZZ………..