Google Chrome-এর জন্য পছন্দের থিম তৈরি করুন

বাস্তবতার দিকে তাকালে আমরা বলতে পারি যে দিনের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় Browser Software গুলো ! এই যেমন : Google chrome , Firefox  ইত্যাদি । তবে এগুলোর Default ইন্টারফেস দেখতে দেখতে চোখ পচে যায় । সেজন্য নিজের চাহিদা অনুসারে থিম তৈরি করতে পারেন । এখানে বলে রাখা ভাল যে Browser এর জন্য থিম ডাউনলোড করা যায় , তবে আমি এখানে তৈরির কথা বলেছি ।

এখানে google chrome এর থিম তৈরি করা শিখব ......

প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে , যেটি বর্তমানে Google ব্যান্ড করে দিয়েছে ! , আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি কারন প্রায় যায়গা হতে মুছে ফেলা হয়েছে !

সফটওয়্যার টি Download করুন ।

প্রথমে থিমটির নাম দিন ,এরপর লক্ষ করুন যে background দিবেন একটি ছবি (সাইজ ৬০কেবি হলে ভাল হয় jpeg/png) । পাশে যে ছবিটি দেওয়া আছে তার সাথে মিলিয়ে দেখুন 1 দেওয়া আছে  । এছাড়া COLOUR দিতে পারেন , এরপর 2 frame টিতে ছবি  এভাবে পর পর সব পূরণ করে শেষে Pack theme –এ ক্লিক করুন । দেখবেন যে CX creator রয়েছে সেখানে theme এর ইমেজ ফোল্ডার ও অন্যান্য প্রয়োজনীয় ফাইল তৈরি হয়ে গেছে ।

 

 

 

 

 

 

এখন chrome cx creator বাদে সবগুলো কাট করে নতুন একটি ফোল্ডার theme1 নামে তৈরি করুন এবং তার মধ্যে ফাইলগুলো paste করুন ।

 

 

 

 

 

 

 

নিচে দেখুন

 

 

 

 

 

 

 

এরপর theme file টি open with করে Google chrome সিলেক্ট করে open করুন ।

 

 

 

 

 

 

 

Browser হতে Continue করুন ব্যাস আপনার থিম তৈরি হয়ে গেল ! ।

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হুম দেখি হয়কিনা……….