ছবি এ্যাড করুন আপনার জিমেইলে

জিমেইলে ছবি পাঠাতে হলে আমরা সাধারণত অ্যাটাচ করে পাঠাই। কিন্তু জিমেইল ল্যাবের Inserting Images সক্রিয় করা থাকলে আপনি অ্যাটাচ করার পাশাপাশি মেসেজের ভিতরেও ছবি এ্যাড করে মেইল করতে পারবেন। আর Inserting Images অপশনটি সক্রিয় করতে হলে, প্রথমে আপনাকে জিমেইল লগ-ইন করে Settings এ গিয়ে Labs এ ক্লিক করতে হবে।

1

এবারে ওখান থেকে Inserting Images অপশনটি এনাবল করে সেভ করে বেরিয়ে আসুন।

2

সবকিছু ঠিকঠাক মত করলে, কম্পোজ বক্সের উপর দেখবেন Insert Image আইকনটি চলে এসেছে।

3

এই আইকনে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে বা ছবির ওয়েব লিংক ব্যবহার করে লেখার মাঝে ছবিটি স্থাপন করে মেইল করতে পারবেন।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

কি জানি কাজে আসবে কিনা? তবে আসতেও পারে। ধন্যবাদ

আমার খুব কাজে লাগবে। ধন্যবাদ।

Level 0

শুভ ভাই আপনাকে ধন্যবাদ। তবে জিমেইলের ব্যাকগ্রউন্ডে কি ভাবে কালার অথবা ছবি দেয়া যায় জানালে উপকৃত হতাম।