ব্লগ কন্টেন্ট চুরি, নিজের লেখার ফ্রি কপিরাইট করে রাখুন

সাম্প্রতিক কালে ওয়েবসাইট/ব্লগ কন্টেন্ট চুরি বিষয়ে অনেক ভাবনাচিন্তার প্রকাশ ঘটছে, লেখকরা চিন্তিত, দুঃখিত অনেকেই এই নিয়ে যথেষ্ট রেগে আছেন। এই বিষয়ে আমার চিন্তাধারা অল্প কথায় প্রকাশ করতে চাই। ইন্টারনেটে কোটি কোটি ব্লগ তৈরী হয়েছে, ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পটের মতো প্ল্যাটফর্মগুলি বিনামূল্যে সাধারন মানুষকে ব্লগিং করার সুবিধা করে দিয়েছে। ব্লগ কি? ব্লগের সংজ্ঞার যাচ্ছিনা, কিন্তু সাধারনভাবে এইটা হচ্ছে আমাদের নিজ নিজ চিন্তা ভাবনা ও বক্তব্যের প্রকাশের একটি মাধ্যম। কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট চুরি হচ্ছে কেন? এই চৌর্যবৃত্তির মূল কারনই হচ্ছে ব্লগ থেকে টাকা আয়ের উপায় আছে বলে। নাহলে কেউ কন্টেন্ট চুরিতে একটুও উৎসাহিত হতেন না। কিন্তু এটাই একমাত্র কারন নয়, এমন অনেক ব্লগ প্ল্যাটফর্ম আছে যেখানে আয়ের উপায় না থাকলেও বাহবা সংগ্রহের উপায় আছে, যেমন টেকটিউনসেও লেখা কপি হয়ে আসেনি তা কিন্তু নয়। মূলতঃ এই দুটি কারনেই কন্টেন্ট চুরি হয় বলে আমার ধারনা।

এটা চুরি, এটা অন্যায়, এটা উচিৎ নয়... ইত্যাদি নানারকমের আক্রোশ আমাদের মধ্যে আছে। কিন্তু এইটা থামানো যাচ্ছেনা। কিছু অসৎ/অসাধু ব্যক্তির অসীম ইচ্ছা যে তারা অন্য লেখকের কন্টেন্ট নিয়ে নেবেন। এটি একটি ব্যাধিতে পরিনত হয়ে গিয়েছে। এর প্রতিরোধে অনেকেই অনেক কিছু ভেবেছেন। কিন্তু এইসব কন্টেন্ট চোরেরা প্রচণ্ড (অশুভ) ইচ্ছাশক্তির দ্বারা কোনো না কোনো উপায়ে তাদের অসৎ কার্যে লেগেই আছেন।

আমি কয়েকদিন আগে একটি টিউনের মন্তব্যে জানিয়েছিলাম যে টিউন লেখার সময়েই দুটি প্যারাগ্রাফের মাঝে সাদা রঙের ফন্ট দিয়ে নিজের নাম, ব্লগ প্ল্যাটফর্মের নাম লিখে দিতে পারেন। সাধারন চোখে তা ধরা পড়বেনা, আর কপি করার সময়ে সেই সাদা রঙের ফন্ট হাইলাইট হলেও অনেকটা লেখার মধ্যে আর খেয়াল করতে পারবেন না যারা কপি করবেন সেই লেখা। উধারন স্বরূপ এই ব্র্যাকেটের মধ্যের অংশটি মাউস দিয়ে হাইলাইট করুন [টেকটিউনস 2.0 মেতে উঠুন প্রযুক্তির সুরে]। এখন, কথা হচ্ছে যে আমি যদি এই ব্র্যাকেট তুলে দিই, তাহলে কি সাধারন চোখে এইটার অস্তিত্ব আপনারা বুঝতে পারবেন? ওয়েব ক্রলার রোবট এই লেখাকে দেখতে পাবে, মানবচক্ষু নয়। এইভাবে প্যারাগ্রাফের শেষে কিম্বা দুই প্যারাগ্রাফের মাঝখানে দেওয়া যেতে পারে। যারা কপি/পেস্ট করবেন, তাদের ব্লগেও এইভাবেই পেস্ট হবে। প্রয়োজন হলে পরে সেই ব্লগারকে চ্যালেঞ্জ জানাতে পারবেন যে লেখাটি আপনার। না, এতে কন্টেন্ট চুরি থামানো যাবেনা, আমি সেই দাবীও করছিনা। এটা খুবই সহজ ও স্বাভাবিক একটা ভেল্কি, অসাধু ব্যক্তিদের ভোগানোর জন্য।

আমি আসলে যে কথা আপনাদেরকে বলার জন্য এই টিউন করছি, সেইটা বলি। কপিরাইট কিনতে টাকা লাগে। MyFreeCopyright.com ওয়েবসাইটটি দেখুন। এইখানে নথিভুক্ত করুন আপনার ব্লগ। প্রত্যেকটি ব্লগ পোস্টের একটি করে ডিজিটাল কপিরাইট পাবেন। আমি টেকটিউনসে যাই লিখি, এদের ওয়েব ক্রলার রোবট এসে সেই টিউনকে পড়ে নিয়ে একটি ডিজিটাল কপিরাইট নম্বর প্রদান করে। নিচের ছবিতে একটি উধারন দেখুন -

myfreecopyright

টেকটিউনসের লেখা, কিম্বা নিজের অন্য কোনো ব্লগের লেখাগুলি এইভাবে ফ্রি কপিরাইটের মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন। ব্লগে একটি উইজেটও সাজাতে পারবেন যাতে এই ফ্রি কপিরাইট নোটিস প্রদর্শন করতে পারবেন। আমার টেকটিউনসের আরএসএস ফিড ওই ওয়েবসাইটে অন্য কেউ নথিভুক্ত করতে পারবে না। এদের রোবট যখনই আপনার একটি পোস্ট/টিউন ডিজিটাল কপিরাইট দেবে, সঙ্গে সঙ্গে একটি ইমেইলের মারফত সেই কপিরাইট নোটিস আপনার কাছে চলে আসবে, সেটিকে সংরক্ষণ করতে পারেন আলাদা একটি ফোল্ডার বানিয়ে। এই ইমেইলের মধ্যেই থাকবে একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট এবং একটি কপিরাইট নম্বর (ছবিতে যেমন দেখা যাচ্ছে)। ইচ্ছে করলে এই নম্বরগুলি আপনার লেখার নিচে দিয়ে দিতে পারেন।

আচ্ছা, এতে লাভ কি? নাঃ, আবারও বলছি, কন্টেন্ট চুরি ঠেকানোর পথ এটা নয়। কিন্তু, লেখাটির মালিক আপনি, সেটা আপনার ব্লগেই দেখাতে পারবেন। এটি আর কিছুই নয়, সামান্য হলেই আপনাকে একটু মান্যতা দেবে যে আপনি কন্টেন্ট চুরির প্রতিরোধের ব্যাপারে আগ্রহী, এবং নিজের লেখার ফ্রি কপিরাইট নিয়ে রেখেছেন যাতে অন্যদের ওয়েবসাইটে আপনার লেখা পাওয়া গেলেও আপনার কপিরাইটের তারিখ এবং সময়টি কমপিউটারের ঘড়ি অনুযায়ী চুরি যাওয়া কন্টেন্টের পূর্বেই নথিভুক্ত থাকবে। যিনি চুরি করছেন, তিনিও আলাদা কপিরাইট নিয়ে নিতে পারেন ফ্রি'তে, কিন্তু তার সেই কপিরাইটের তারিখ ও সময় স্ট্যাম্প পড়বে আপনার সময়ের পরে। এটা একটা ডিজিটাল মালিকানা প্রমাণের উপায় বলতে পারে।

আরেকটা কথা। ব্লগ পোস্ট প্রকাশের সময় ও তারিখ নিজের ইচ্ছেমতো বদলানো যায় সেটাও নিশ্চয় জানেন সবাই। আমি আজকে যা লিখলাম, একই লেখা অন্য কেউ পোস্ট প্রকাশের সময়ে ৭ দিন আগের তারিখ দিয়ে প্রকাশ করে দিতে পারে। সেক্ষেত্রে তেমন কিছুই করার নেই আর। এইজন্যই বলেছি, এটি একটি ব্যাধি। কিন্তু আমি বলবো যে এইসব নিয়ে বেশি না ভেবে নিজের লেখা লিখে যান, নৈতিক কপিরাইটের থেকে আর অন্য বড় কোনোই কপিরাইট হয়না। মৌখিক ভাবে চোরেরা হাজার তর্ক করলেও নৈতিক দিক দিয়ে তাদের নতশির কোনোদিনও উন্নত হবেনা।

টেকটিউনসের সমস্ত সদস্যবৃন্দকে জানাচ্ছি শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা... (আপনাদের সকলের জন্য আমার ছোট্ট উপহার একটি গান - যখন নীরবে দূরে, দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে চাওয়ার মূহুর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা - মিডিয়াফায়ার লিঙ্ক)

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে ধন্যবাদ। ব্যবহার করে দেখি এটা কোন কাজে আসে কি না?

সব কিছুই দেখি ডিজিটাল হয়ে যাচ্ছে । ডিজিটাল কপিরাইট । হা হা হা 🙂

” … নিজের লেখা লিখে যান, নৈতিক কপিরাইটের থেকে আর অন্য বড় কোনোই কপিরাইট হয়না।” – সব কথার শেষ কথা।

খুবই উপকারী পোস্ট ……ধন্যবাদ।

এতো সুন্দর একটা টিউনের জন্য ধন্যবাদ।
আর….. বিশেষ ধন্যবাদ সুন্দর একটা গান উপহার দেবার জন্য।

Level 0

দারুন লিখেছেন আপু। …অনেক দিন পর কোনো গান শুনে নষ্টালজিক হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ অসম্ভব সুন্দর গান টি উপহার দেবার জন্য। গান টির আর্টিষ্ট কে?

ok. Thanks .ভাল কিছু system দেখিয়ে দিলেন । আশা করি সকলের উপকারে আসবে।

Level 0

ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। আপু গানটির কি কপিরাইট আছে? (মজা করলাম)

Many Many thanks for nice post. Carry on…