ব্লগিংকে নিন আপনার পেশা হিসেবে।

শুরুতেই আপনাদের জানাচ্ছি ব্লগিং জগতের শুভেচ্ছা এবং টেকটিউনকে জানাচ্ছি ধন্যবাদ।

আমার ব্লগিং জীবনের সুত্রপাত এই টেকটিউন থেকেই। আমি ব্লগিং সম্পরকে কিছুই জানতাম না, কিন্তু আজ আমি সফল। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লগিং এর সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এটা অনস্বীকার্য যে, প্রত্যেকটা ফ্রিলেঞ্ছার এর জীবন শুরু হয় ব্লগিং দিয়েই। তাই আজ আপনাদের ব্লগিং সম্পরকে কিছু বলব।

ব্লগিং কি?

ব্লগিং হল এমন একটি বিষয় যা ভাল লেখা-লেখি করতে পারলেই আয়ত্ত করা সম্ভব। আর ব্লগিং জগতে রয়েছে আয়ের এক বিশাল সুযোগ। আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন মাত্র একটি ব্লগ দিয়েই। ব্লগ অনলাইন ইনকামের তুলনামুলুক ভাবে সবচেয়ে সহজ উপায়।

ব্লগ থেকে আয়ঃ

ব্লগ থেকে আয়ের রয়েছে এক বিশার সুযোগ। যেমন ধরি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এডসেন্স। বর্তমানে ব্লগারদের সবচেয়ে প্রিয় মাধ্যম এটি। এর মাধ্যমে আপনি পেতে পারেন হাজার হাজার ডলার। বাংলাদেশের এমন ব্লগার আছেন যারা মাসে ২ থেকে ৩ হাজার ডলার আয় করে থাকেন।

আপনি কেন পিছিয়ে পরবেন?

সবাই যখন আয় করছে আপনি কেন পিছিয়ে পরবেন? ব্লগিং এমন একটি পেশা, যেখানে আপনার অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই। আপনি যদি একটু লেখা-লেখি করতে পারেন তাহলেই আপনি সাফল্য পেতে পারেন।

যেভাবে শুরু করবেনঃ

ব্লগিং এর জন্য প্রথমেই কোন ইনভেস্ট এর প্রয়োজন নেই। আপনি Blogger.com থেকেই বিনামূল্যে আপনার ব্লগিং জীবন শুরু করতে পারবেন।

কি জানতে হবে?

ব্লগিং এর জন্য আহামরি কিছু জানার প্রয়োজন নেই। ইন্টারনেটে ব্লগিং সম্পরকে প্রচুর তথ্য আছে। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। আর আপনাকে জানতে হবে আপনি কি বিষয়ে ভাল জানেন। আপনি যেটা ভাল জানেন সেটা নিয়েই ব্লগিং শুরু করুন। একদিন নিশ্চয়ই সাফল্য পাবেন।

ব্লগারদের করনিয়ঃ

আপনি কি একজন সফল ব্লগার?

আপনি কি চান না যে আপনার জন্য একটি পরিবারে সচ্ছলতা আসুক। তাই যদি চান, আপনি যা জানেন তা সবার কাছে বিলিয়ে দিন। আপনার আয় কিন্তু কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। তাই ব্লগারদের অনুরধ করব, নিজেকে স্বার্থপর হিসেবে না দেখে নিজেকে শিক্ষক হিসেবে দেখুন।

পোস্টটি আগে টুডে ব্লগিং এ প্রকাশিত।

কিছু কথাঃ আমি নতুন ব্লগারদের কথা চিন্তা করে একটি ব্লগিং বিষয়ক বাংলা কমিউনিটি সাইট খুলেছি। সেটা সফল করতে আপনাদের মত কিছু গুনি ব্লগারদের প্রয়োজনিতা অপরিসীম। আপনারা ব্লগিং সম্পর্কে আপনাদের জ্ঞানী পোস্ট গুলো সেখানে লিখবেন আশা করি। সাইটতি এখন বেটা ভার্শনে রয়েছে। আমি জানি আপনারা এটাকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবেন।

Today Blogging

আশা করি সাইটটির সাথে আপনারা থাকবেন এবং সাইট এর ভাল মন্দ সম্পর্কে আমাকে জানাবেন।

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার অ্যাড্রেস তা http://bd.todayblogging.com/ করছেন কিভাবে একটু বলবেন??? আমরা জানি সাধারনত অ্যাড্রেস xxxxx.blogspot.com হয়ে থাকে…

Level 2

ওবুজ ভাইয়া ব্লগিং বাংলাই না ইংরেজীতে করা ভাল???? আর ভাইয়া ওয়ার্ডপ্রেসে ব্লগে এ্যাড না বসাতে পারলে ইনকাম হবে কিভাবে কাইন্ডলি বলবেন???

    @bdmain: আপনি যদি ইনকামের জন্য ব্লগ তৈরি করেন, তাহলে অবশই ইংরেজিতে করবেন। আর বাংলা সাইটে এডসেন্স ভালভাবে ব্যবহার করা যায় না। আর ব্লগিং এর একমাত্র আয়ের উৎসই হচ্ছে এড। আশা করি উত্তর টা পেয়েছেন। ব্লগিং সম্পর্কিত প্রস্ন গুলো http://bd.todayblogging.com/ এ করলে ভাল হয়।