পিসি থেকে সরাসরি নামান Android apps, ফোন থেকে ব্রাউজ করা লাগবেনা।

আমি আপনাদের Android apps নামাবার একটি পদ্ধতি বলতে চাই যেভাবে আমি সব সময় apps নামিয়ে থাকি। এটি খুবই সহজ এবং অহেতুক ব্রাউজ করার ঝামেলা থাকেনা। পদ্ধতিটি যদি কারও আগেই জানা থাকে তাহলে আমাকে ভুল বুঝবেন না দয়া করে। ধাপগুলো এরকমঃ
১। প্রথমে আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করুন।
২। আপনার যে Gmail account টি রয়েছে সেটিতে আপনার ফোন থেকে Login করুন।
৩। এরপর আর Sing out করবেন না। এই ভাবেই নেট থেকে বের হয়ে যান। কিন্তু মনে রাখতে হবে কোন ভাবেই যেন sign out না হয়।
৪। Login করার ফলে আপনার ফোনের কনফিগারেশন ও আপনার সিম কম্পানির নাম gmail –এর মাধ্যমে সেভ হয়ে গেল।
৫। এবার আপনার পিসি তে গিয়ে বসুন এবং Google থেকে আবার gmail –এ login করুন।
৬। এবার Play store এ গিয়ে আপনার যে app খুশি খুজে বের করুন।
৭। Apps –এর পেজ খুলে গেলে দেখবেন Install লেখা এসেছে। সেখানে ক্লিক করুন। এরপর সাধারণ নিয়মেই সব কিছু করুন।
৮। খেয়াল করে দেখুন আপনার ফোনের মডেল নাম্বার ও সিমের নাম দেখাচ্ছে। Install এ ক্লিক করুন।
৯। ‘This application will be installed to your devise within short times” এরকম একটি মেসেজ আসবে। OK করুন।
১০। এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন এসেছে এবং app টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ হলে নিজেই ইন্সটল হয়ে যাবে।

কেন এভাবে করবেনঃ

১। এতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা বাচবে অনেক, কারন আপনি ফোন দিয়ে ব্রাউজ করেননি।

তবে Symphony ও Micromax এ অনেক সময় কাজ করেনা।

প্রথমে প্রকাশিত এখানে- http://www.pchelplinebd.com/archives/48846
ভাল লাগলে জানাবেন।
আপনাদের জন্য একটা ফাটাফাটি অফার, (না দেখলে মিস)- http://bikroy.com/braandd-niu-penttiyaam-4-kmpiuttaar-for-sale-dhaka

Level 0

আমি আব্দুল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল কাদের। পড়ালেখার পাশাপাশি একটু আধটু ফ্রীল্যান্সিং করি। চেস্টা করি সবসময় আপনাদের ভাল কিছু দিতে। সময় পেলে লেখা লেখি করি আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

pc তে কি নেট মাগনা?

Level 0

ভাই পিসি তে নেট মাগনা না কিন্তু আপনি যদি ব্রডব্যান্ড দিয়া নেট না চালাইয়া বলদের মত mobile ইন্টারনেট কানেকশন চালান তাইলে আর কিছু করার নাই।

Level 2

বলদ নাকি?

    Level 0

    @ABDUL ALIM: সহমত।

    এই একই টিউন আবার পোস্ট করা হলো।

    ওই একটুখানি পেজ লোড বাচায় আপনার অনেক টাকা বাচলো, না? এত ঝামেলা না কইরা ডাইরেক্ট মোবাইল দিয়েও ইনস্টল করা ভালো। গুগল এ APK ফাইল সার্চ দিলেই তো হয়।

Level 0

thank you

এই আজাইরা পোস্ট আবার করার মানি কি!! ভাল কিছু ভাবেন

Level 0

thanks for post keep it up & go ahead

Mobile দিইয়েয় যদি ইন্সটল করতে হয় তাহলে আর ঝামেলা করে কম্পিউটার চালানোর দরকার কি??? 😉

Level 0

পোস্ট দেখে মনে হয় নতুন এন্ড্রয়েড ব্যবহার কারা শিখছে। ফালতু:(

Level 0

নানা মুনির নানা মত, এইটাই তো জীবন ভাই।