আসুন টপ ডোমেইন এবং কান্টি ডোমেইন গুলো চিনে নিই।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমরা ইন্টারনেটে প্রতিদিন প্রচুর পরিমানে বিভিন্ন এক্সটেনশনের ডোমেইন নেম দেখে থাকি যেমন: .com, .net ইত্যাদি আবার কিছু কিছু ডোমেইন নেম দেখা যায় এমন .com.bd । আজকে আমি এই ডোমেইনের প্রভেদ নিয়ে আলোচনা করব।

মনে করি, amartunes.com একটি ডোমেইন নেম। (.)এর পরে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হল টপ লেভেল ডোমেইন এটি দেখে সহজেই বোঝা যায় যে প্রতিষ্ঠান টি কোন ধরনের। এখানে যেটি দেখানো হয়েছে সেটির (.)এর পরে আছে com অর্থাত প্রতিষ্ঠানটি কমার্শিয়াল। এই টপ লেভেল ডোমেইন কে দুই ভাগে ভাগ করা যায় যথা:

১. জেনেরিক (amartunes.com)
২. কান্টি (amartunes.com.bd)

কিছু জেনেরিক টপলেভেল ডোমেইন এবং প্রকৃতি দেখে নিন:
.com (কমার্শিয়াল)
.info (তথ্যসমূহ)
.mobi (মোবাইল কন্টেন্ট)
.gov (রাষ্ট্রীয়)
.mill (মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত)
.edu (শিক্ষা প্রতিষ্ঠান)
.net (নেটওয়ার্ক সার্ভিস)
.org (অর্গানাইজেশন)
.int (আন্তর্জাতিক সংস্থা)

কিছু টপলেভেল কান্ট্রি ডোমেইন এবং প্রকৃতি দেখে নিন:
ar (আর্জেন্টিনা)
au (অস্ট্রেলিয়া)
bd (বাংলাদেশ)
bt (ভুটান)
cn (চীন)
eg (মিসর)
id (ইন্দোনেশিয়া)
in (ইন্ডিয়া)
jp (জাপান)
lk (শ্রীলঙ্কা)
my (মালয়েশিয়া)
nl (নেদারল্যাণ্ড)
pk (পাকিস্তান)
sa (সৌদি আরব)
th (থাইল্যান্ড)
tr (তুরস্ক)
uk (যুক্তরাজ্য)
us (যুক্তরাষ্ট্র)
zw (জিম্বাবুয়ে)

আশাকরি এখন থেকে আর আমাদের ডোমেইন চিনতে খুব বেশি সমস্যা হবে না। ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিষয়গুলি আগে থেকেই জানা তারপর আবার উপস্থাপন করবার জন্য ধন্যবাদ।

সুন্দর পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।