Y! ম্যাসেন্জারে লগিন না করেই জেনে নিন কে কে আছে অনলাইনে

যবর্তমান সময়ে ইয়াহু ম্যাসেন্জার একটি জনপ্রিয় ইন্সট্যান্ট ম্যাসেন্জার সফটওয়্যার। এখানে সহজে বাডি লিস্টে ফ্রেন্ডের এড্রেস দিয়ে সেভ করে রেখে দেওয়া যায় এটা আমরা সবাই জানি। পরবর্তীতে ম্যাসেন্জারে লগিন করলে কে কে অনলাইনে আছে তা আমরা দেখতে পাই। তবে আমরা যদি সাইবার কেফেতে যায় এবং েসখানে যদি ম্যাসেন্জার সফটওয়্যার ইন্সটল করা না থাকে তাহলে কি করবেন? তবে আপনি ইহাহু মেইলে লগিন করে ও কাজ করতে পারেন। তবে আমি আরো একটি বিকল্প পথের কথা বলছি। এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি আপনার বাডি লিস্টের কে কে অনলাইনে আছেন তা জানতে পারবেন এবং নিজেকে সম্পুর্ন ইনভিসিবল রেখে।

প্রথমে http://www.vizgin.com/ সাইটে যান। তারপর টেক্সট বক্সে আপনার ফ্রেন্ডের অ্যাড্রেস টাইপ করে Y! বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডে আপনি তার স্টাটাস দেখতে পারবেন এবঙ তার প্রোফাইল পিকচারও দেখতে পারবেন। এসময় আপনি সম্পুর্ন ইনভিসিবল থাকবেন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার পোষ্টের জন্য http://www.alamgers.blogspot.com

Thank u so muchhhhhhhhhhh

সুন্দর পোষ্ট।ধন্যবাদ।

খু্ব ভালো একটা টিউন। ধন্যবাদ।

Level 0

thanks.but make it as a software

আস্সালামু আলাইকুম,
ভাই, আমি বাহরাইন থেকে লিংকে ট্রাই করে দেখেছি, কিন্তু এই সাইট টি নাকি ব্লক করে দেওয়া হয়েছে বলে বিজ্ঞাপনে যানানো হয়েছে। আপনার মন্তব্য কি? ধন্যবাদ টিউনের জন্য।

ভালো হইছে ধন্যবাদ।