সরকার ইন্টারনেটের আপলোড স্পিডের উপর নিষেধাগ্ঘা তুলে নেয়নি

অবৈধ ভিওআইপির কথা বলে  ইন্টারনেটের আপলোড স্পিডের উপর নিষেধাগ্ঘা আরোপ করে । বিভিন্ন ফোরাম, Facebook, Blog এবং পত্র পত্রিকায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে সরকারের পহ্ম থেকে বলা হয়েছে তা অবৈধ ভিওআইপির কারনে মাত্র ২ ঘন্টার জন্য করা হয়েছে । আপলোড স্পিডের উপর কোন  নিষেধাগ্ঘা নাই । যদিও বলা হয়েছে সব সার্ভিস প্রো-ভাইডারের কাছে  এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে । কিন্তু Banglalion Official ফেসবুক পেইজ থেকে জানতে পারি , তাদের কাছে এ সংক্রান্ত  কোন চিঠি যায় নি ।

আমরা যারা Outsourcing এর সাথে জড়িত তাদের কী হবে?

Gmail এ কানেক্ট করি একটু পর ডিসকানেক্ট হয়ে যায় । এভাবেই, Digital বাংলাদেশ হবে !!!

আমার তো মনে হয় এটা India-র সাথে কোন কূটনীতি যেন আমরা  Outsourcing এ তাদের কে ফেলতে না পারি ।

সরকার অপরাধ দমন করতে চাইলে তা বিভিন্ন ভাবে পারে তার জন্য Upload Speed কমাবার দরকার নাই আমি মনে করি ।

সম্ভবত  বাংলাদেশেই সরকার Outsourcing কে Promote করার চেষ্টা করছে যাতে এ সেক্টরে আরো উন্নতি হয় কিন্তু যেখানে Gmail একাউন্টই খুলতে পারিনা সেখানে কাজ কীভাবে করব?

মাননীয় প্রধানমন্ত্রী , Outsourcing Income এ বাংলাদেশের অবস্হান সপ্তম । Please, হঠকারি কোন সিদ্ধান্ত নিয়ে প্রচুর সম্ভবনার এ সূযোগটা নষ্ট করবেন না ।

Level 0

আমি spaceled। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেসবুকে ৩ এমবি ফাইল আপলোড করতে পারি নাই। ১ ঘণ্টার বেশী সময় আমি ওয়েট করেছিলাম

    Level 0

    @সি‌.এম.তানভীর: একটা দেশের সরকার হচ্ছে মা বাবার মত অভিভাবক, সে অভিভাবক যদি বিভিন্ন অযুহাতে এটা সেটা করে তাহলে কী করার আছে । আমাদেরকেও মাঠে নেমে হরতাল করতে হবে অধিকার আদায়ের জন্য ।

very very Bad news , i dont know what is going on for Digital Bangladesh !!!

    Level 0

    @ইশতিয়াক: আগে ছিল Bad News . কিন্তু এখনতো আমাদের উপার্জনের পথটাও কেড়ে নিচ্ছে ।

খুব বাজে অবস্থা দুখে কান্দন আসতেছে, আগে তাও নেট থেকে দু চার টাকা কামায়ছি, এখন সে গুড়েও বালি।

    Level 0

    @বিপু: কাজ যেহেতু নাই, চলেন হরতাল করে গাড়ী ভাঙ্গী । সরকার তাহলে খুশী হবে ।

Honourable “Prime Minister” Please Publish The News why you decreased the bandwidth And What You Got from This , I was x president of jubolig somewhere in dhaka , but leave this for some bad man , But i love “Sheikh Mujibur Rahman” And His “Familly members”. Joy Bangla Joy Bonggobondhu , JOY HOK Shopner Shonar Bangla gorar ……………….

    Level 0

    @ইশতিয়াক: আমিও আপনার মত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । উনার সম্মান মানে দেশের সম্মান । কিন্তু উনি অভিভাবক হয়ে আমাদের উপার্জনের পথ বন্ধ করে দিচ্ছে, আর Digital বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে !!!!

my ip address 113,11.121.207 , line rent 2200/- taka month

2Mbps with maximum discount.

Level 0

আমিও তাই দেখছি ।

Level 0

Amar mona choi ata ka mediar kacha pochata choba. Tarae ki cu kor ta parba.

    Level 0

    @satodas: ভাই, এখন মিডিয়াই তো আসল অস্ত্র । দেখেননা কোন ঘটনা ঘটলে, TV গুলো কতহ্মন খবর নিচ থেকে, উপর থেকে, ভিতর থেকে খবর দেখায় ।

Gmail এ চ্যাট করতে গেলে মেজাজ গরম হয়ে যায় স্পীড এর চোটে

আমারে তো ভাই, সরকারের আগে কিউবি sms করে জানাইছে যে আপলোড স্পীড ঠিক করে দিছে (আমি কিউবি use করি)। বাংলালায়নের খবর জানি না, কিন্তু সরকার যে সিধান্ত নিছিল যে “আপলোড স্পীড ডাউনলোডের ৪ ভাগের ১ ভাগ হবে” তাতে আমাদের কিউবি ইউজারদের কোন সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এমনিতেই এটাই পাইতাম, কিউবি অনেক আগে থেকেই এই সিস্টেমে চলে

    Level 0

    @সাব্বির: তার মানে কী ? Qubee কী আগে থেকেই সরকারের Policy বুঝতে পারে ? হায় হোদা !! পাত্রের (ডেকসি) চাইতে ঢাকনা গরম!!

      @spaceled: ভাই, আমি QUBEE থেকে sms পাইছি সকালে আর TV দেখছি বিকালে। 😀

মেজাজ খুব খারাপ হচ্ছে!

Level 2

সরকার নিজের পায়ে ‍নিজেই কুড়াল মারছে। ক্ষমতায় থাকার জন্য আমাদের পেটে লাথি কেন ????????????

    Level 0

    @Moyazzem: সব সরকারই, সবসময় জনগনকে গিনিপিগ বানায় ।

ভাই, আমি আপনার সাথে সহমত। সার্ভিস প্রোভাইডাররা এখনো আপলোড স্পীড ঠিক করেনি। আমি ollo ব্যবহার করি। ২ বার ওদের মেইল দিলাম সব স্ক্রিনশট সহ। ওরা বললো ঠিক করে দিবে, কিন্তু এখনো কিছু করে নি।

    Level 0

    @শামীম রাহমান: সম্ভবত সার্ভিস প্রোভাইডারদেরকে নির্দেশ দেওয়া আছে, কেউ যদি অভিযোগ করে তাহলে এটা বলার জন্য ।
    “একবার একটা অনুষ্টান আয়োজনের দায়িত্ব পড়ল আমার উপর । হলে বিভিন্ন ধরনের সমস্যা । হল যেহেতু আমিদের নিজস্ব না , তাই কেউ যদি অভিযোগ করে তাহলে বলতে হবে অভিযোগ কতৃপহ্মকে জানাচ্ছি ।”

Level 0

আর সহ্য হয় না । ভোট এর সময় দেখা যাবে… 😉

    Level 0

    @neel333: ভোট দেবেন তো আরো প্রায় ১ বছর পর এই সময়ে আমরা কী করব?

Level 0

ভোট দেবেন তো আরো প্রায় ১ বছর পর এই সময়ে আমরা কী করব?

তারা পর্ণ সাইট গুলো বন্ধ করতে পারে না কিন্তু ইউটিউব বন্ধ করতে পারে, নেট এর স্পীড কমিয়ে তারা কিভাবে অপ- প্রচার রোধ করবে আমি সেটা বুঝি না যে মানুষ অপ- প্রচার করতে চায় তার জন্যে শুধু ইন্টারনেট কানেকশন – ই যথেষ্ট স্পীড এর দরকার নাই।
গর্দভ এর দেশ একটা।