সাড়া জাগানো অনলাইনের শীর্ষ দশ ঘটনা

ইন্টারনেটভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য সম্মানজনক ‘ওয়েবি অ্যাওয়ার্ড’ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব ডিজিটাল আর্টস অ্যান্ড সায়েন্স’ সম্প্রতি এই দশকের সাড়া জাগানো অনলাইনের শীর্ষ দশ ঘটনার একটি তালিকা তৈরি করেছে। অনলাইনভিত্তিক এ ঘটনাগুলো সারা বিশ্বকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে।

সময়কাল অনুযায়ী ঘটনাগুলো হলো:

  • শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের বিখ্যাত ওয়েবসাইট ক্রেইগসলিস্টের (www.craigslist.org) নতুনরূপে আত্মপ্রকাশ (২০০০),
  • গুগলের অনলাইন বিজ্ঞাপনী পরিষেবা গুগল এডওয়ার্ডসের (www.adwords.google.com) আত্মপ্রকাশ (২০০০),
  • ইন্টারনেটের সর্ববৃহৎ তথ্যকোষ উইকিপিডিয়ার (www.wikipedia.org) আত্মপ্রকাশ (২০০১),
  • এমপিথ্রি গান আদান-প্রদানের তুমুল জনপ্রিয় সাইট ন্যাপস্টারের (www.napster.com) বন্ধ হয়ে যাওয়া (২০০১),
  • শেয়ারবাজারে ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের (www.google.com) পদার্পণ (২০০৪),
  • সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেইস বুকের (www.facebook.com) যাত্রা (২০০৪),
  • সবচেয়ে বড় অনলাইন ভিডিও সাইট ইউটিউবের (www.youtube.com) আত্মপ্রকাশ (২০০৫),
  • মাইক্রোব্লগিং সাইট টুইটারের (www.twitter.com) এগিয়ে চলা (২০০৬),
  • অ্যাপলের আইফোনের ব্যাপক (www.apple.com/iphone) জনপ্রিয়তা (২০০৭),
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইন্টারনেটের বহুমাত্রিক ব্যবহার (২০০৮) এবং
  • ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে টুইটারসহ সামাজিক যোগাযোগের অন্য সাইটগুলোর বহুল ব্যবহার (২০০৯)।

ওয়েবি অ্যাওয়ার্ডের নির্বাহী পরিচালক ডেভিড মাইকেল ডেভিসের ভাষায়, ‘ইন্টারনেটভিত্তিক এই শীর্ষ দশটি ঘটনা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, সামাজিক অবকাঠামোসহ জীবনের সব দিককেই প্রভাবিত করেছে। এ বিষয়গুলো জীবনযাত্রাকে অধিকমাত্রায় গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের হাতকেও আরও শক্তিশালী করেছে।’

উল্লেখ্য, ২৯ অক্টোবর ইন্টারনেটের চার দশক পূর্ণ হয়।

লেখাটি এখানে প্রথম প্রকাশিত।

আমার এই ব্লগটিতে আরো সব খবরাখবর পাবেন।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা কৌতহল থেকে কমেন্ট করার জন্য কী-বোর্ড এ হাত দিলাম।
আপনার ব্লগ এর right click disable কেন?

আমিও কি-বোর্ড এ হাত দিলাম আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আমার ব্লগ এ Right Click আমি Disable করে দিয়েছি, যেন কেউ আমার ব্লগ থেকে কোনো কিছু কপি করতে না পারে।

    আমি নতুন তাই হয়ত অনেক কিছু জানি না।
    right click disable করার পাওয়ার যেমন আপনার আছে তেমনি copy অপশন disable করার শক্তিও আপনার আছে।
    আপনি এমন কোন কাজ করেন যাতে রাইট ক্লিক করে আমি নতুন ট্যাব এ যেতে পারি কিন্তু কোন লেখা select করে right click করলে copy option টা খুজে না পাই, মানে আপনি browser এর রাইট ক্লিক এর কপি option টা disable করে রাখবেন।
    (আমি নতুন কোন ট্যাব না খুলতে পারায় বিরক্ত হয়ে বের হয়ে এসেছি, না হলে bookmark করে রাখতাম।)

    আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার ব্লগের সমস্যা টা ঠিক করে দিচ্ছি এখনই। এখন আপনি আমার ব্লগটিকে বুকমার্ক করে রাখতে পারেন। আপনারা আমার ব্লগটিতে visit & comments করলে আমি অনেক উৎসাহ পাবো।

আপনার পোস্টটি ভাল লেগেছে । রাই ক্লিকের দরকার আছে,( যেমন নতুস টেবে খোলার জন্য) এভাবে কপি বন্ধ করা যাবে না। সিলেক্ট করে EDIT>COPY থেকেও কপি করা যায়।
যেমন-
*মাইক্রোসফটের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে (Microsoft windows 7 operating system) নতুন এক সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি কিছু উইন্ডোজ সিস্টেম ব্যবহারকারী জানিয়েছেন, উইন্ডোজ ৭ চালুর পরই (লগ-ইন) কম্পিউটারের পর্দা একেবারে কালো হয়ে যায়। ………*
*…* সূত্র: http://bloggersumon.blogspot.com/2010/04/new-problem-in-windows-7.html

    টিউটো ভাই,
    আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার ব্লগের সমস্যা টা ঠিক করে দিচ্ছি এখনই। আপনারা আমার ব্লগটিতে visit & comments করলে আমি অনেক উৎসাহ পাবো।

খবরটা দেয়ার জন্য ধন্যবাদ……………….

    ধন্যবাদ আলোছায়া ভাই।

সায়মন স্যানাল ভাই ৪/৫ মাস আগে ঠিক এরকম টিউন ই করেছিলেন। ওইটার কপি নাকি? লিংকটা নিচে দিয়ে দিলাম।

https://www.techtunes.io/reports/tune-id/15272/

ভালো লাগল তথ্যটা…চালিয়ে যান।

কী দরকার ছিল। এটা তো জানি। তবে নতুন টিউনারদের কাজে আসবে।