ডাউনলোড বা ব্রাউস না করলেও ব্রান্ডউইথ টানা প্রসংঙ্গে।

ভাই আমি আমার পিসিতে নেটা কানেক্ট করার পর কোন ডাউনলোড/ব্রাউস না করলেও আমার ব্যান্ডউইথ ব্রাবহার হতে থাকে, এই সমস্যার সমাধান কি। ‍কেউ কি আমাকে একটি সমাধান দিতে পারবেন বা কোন সফটওয়্যার এর নাম লিংক সহে। এ্র্যান্ডয়েতড ফোনে ফায়ারওয়েল দ্বারা যেভাবে অতিরিক্ত ডাটা অফ করে রাখা যায় পিসিতে কি সেভাবে কোন সিসটেম আছে?

 

কিছু তথ্যা।

1. আমার এ্যন্টিভাইরাসের অটোমেটিক অপটেড অফ করা।

2. উইনডোস আপডেট্ অফ করা।

3. অণ্য এমন কোন সফট আমার যানা মতে সেটাপ দেয়া নাই যা ডাটা টানতে পারে।

4. সকট সফট এর অটোমেটিক আপডেট অফকরা।

5. আমি উইন 7, 32 বিট ভারসন ব্যাবহার করি।

6. ব্রাউজার হিসেবে ফায়ার ফক্স ও ক্রোম ব্যাবহার করি।

ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই।

Level 2

আমি Reaz Ul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 369 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ctrl+shift+escape aksate press kore task manger open koren tarpor Performance>resource monitor e click koren new window open hobe oikhane .. Network tab e click kore dekhen kon soft/program bandwith use kortese..tarpor babosta nen

    @Alone boy: ধন্যবাদ ভাই আপনাকে। দেখছি। আমাকে একটা সমাধান দেন, আমার এভ্যাস্ট এর আটোমেটিক আপডেট অফ করা কিন্তু সে কিভাবে ব্যান্ডউইড টানতেছে।

Windows Defender এর আপডেট off করেন ,

http://www.updatefreezer.org/ এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি নামিয়ে নিতে পারেন , এর মাধ্যমে আপনি অটোমেটিক আপডেট বন্ধ করতে পারবেন ,

এটার ব্যবহার খুব সহজ, একটু দেখলেই পারবেন ।।

    @সালমান ভাই: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

স্টার্ট মেনু থেকে রান কমান্ডে যান, এরপর টাইপ করুন perfmon এবং এন্টার দিন | এবারে যে উইন্ডোটি আসবে তার নেটওয়ার্ক ট্যাব থেকে দেখে নিন কিসে আপনার ব্যান্ডউইথ খাচ্ছে | কাজ হলে জানায়েন, ধন্যবাদ |

    @মাহদী: জানালা 7 এ আপনার কথা মত রানে লিখলাম তখন performance Monitor এইটা ওপের হয় ও এখানে কোন নেটওর্য়াক ট্যাব নাই এখন কি করব।

আপনি টাস্ক মানেজার এ গিয়ে দেখেন বারতি কোন আপস চলে কিনা না… অইগুলা ক্লোজ করে দিন… এর পর ও না হইলে… এইতা দেখুন… run e jan… type korun gpedit.msc enter din.. thedn administertarive template.. then network…… then Qos packet sedular….. then limit reserble bandwith …… open it… then click enable… and set to 80 theke 0 kore din.. apply kore ok din.. modem disconnect kore connt din… আশা করি ঠিক হয়ে যাবে…

    @Kh ফয়সাল: সাহায্যের জন্য ধন্যবাদ দেখি কাজ হয়কিনা।

    Level 0

    @Kh ফয়সাল: ভাই জানালা ৮ এ এতা কাজ করেনা ৮ এর জন্য কন তিপ্স আসে ?

ধন্যবাদ সবাই কে আমার সমস্যার সমাধান হইছে। টিটি ততোদিন টিকে থাকবে যতক্ষন আপনাদের মত হেল্পফুল টিউনাররা সকলকে সাহায্য করবেন।

    Level 0

    @Reaz Ul Islam: ভাই আপনার কিভাবে সমাধান হোল একটু প্লিয বলেন।আমি তো অনেক ট্রাই করলাম কিন্তু তবুও ব্যান্ডউইথ কেটে নিচ্ছে ঃ(

You’ll find up to 22 communication features in Windows own Group Policy Editor. To open that, hold down the “WIN”-key and press “R”. Then, type in “gpedit.msc” and hit Enter. You’ll find all of the settings under “Computer Configuration\Administrative Templates\System\Internet Communication Management\Internet Communication Settings”.

Then, select the “Enabled” radio button – in this case, “Enabled” means “Yes, turn off!”

I m suffering from same problem!

আমার এ্যাভাস্ট এর অটেো আপডেট অফ থাকার পরও সেই আমার ব্যান্ড উইথ কাটতো সেটা আমি দেখছি এখান থেকে [ctrl+shift+escape aksate press kore task manger open koren tarpor Performance>resource monitor e click koren new window open hobe oikhane .. Network tab e click kore dekhen kon soft/program bandwith use kortese]

আমার এ্যাভাস্ট এর অটেো আপডেট অফ থাকার পরও সেই আমার ব্যান্ড উইথ কাটতো সেটা আমি দেখছি এখান থেকে [ctrl+shift+escape aksate press kore task manger open koren tarpor Performance>resource monitor e click koren new window open hobe oikhane .. Network tab e click kore dekhen kon soft/program bandwith use kortese]।